সংবাদ স্পোর্টস ডেস্ক

বুধবার, ১২ মার্চ ২০২৫

চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায় লিভারপুলের, শেষ আটে পিএসজি, বার্সা, বায়ার্ন

image
লিভারপুলের একটি আক্রমণ

চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায় লিভারপুলের, শেষ আটে পিএসজি, বার্সা, বায়ার্ন

বুধবার, ১২ মার্চ ২০২৫
সংবাদ স্পোর্টস ডেস্ক

গ্রুপ পর্বে সব ক’টি ম্যাচ জেতা লিভারপুল নকআউটের শুরুতেই বিদায় নিল চ্যাম্পিয়ন্স লীগ থেকে। প্রি-কোয়ার্টার ফাইনালে পিএসজির কাছে টাইব্রেকারে হেরেছে তারা। টাইব্রেকারে নায়ক হয়ে উঠলেন প্যারিসের গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। নিজেদের ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান।

প্রথম পর্বে প্যারিসের ঘরের মাঠে ১-০ গোলে জিতেছিল লিভারপুল। ইংল্যান্ডের ক্লাব জিতলেও গোটা ম্যাচে ভালো খেলেছিল পিএসজি। লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার না থাকলে বেশ কয়েকটি গোল খেত তারা। আগের ম্যাচে বেকার যা করেছিলেন, পরের পর্যায়ে সেটাই করলেন দোন্নারুম্মা। ইতালির গোলরক্ষকের হাতে আটকে যায় লিভারপুলের সব আক্রমণ। ১২ মিনিটে উসমান দেম্বেলের গোলে সমতা ফেরায় পিএসজি। ৯০ মিনিট পর্যন্ত আর কোনও গোল না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও গোল না হওয়ায় টাইব্রেকারে হয় ফয়সালা।

টাইব্রেকারে লিভারপুলের দুই ফুটবলার ডারউইন নুনেজ ও কার্টিস জোনসের শর্ট আটকে দেন দোন্নারুম্মা। অন্য দিকে নিজেদের প্রথম চারটি শর্টেই গোল করে প্যারিসের ক্লাব। ভিটিনহা, গনসালো র‌্যামোস, দেম্বেলে ও ডিজায়ার ডোউই বল জালে জড়ান। ফলে ৪-১ গোলে টাইব্রেকার জিতে কোয়ার্টার ওঠে পিএসজি। বিদায় নেয় লিভারপুল।

নতুন আঙ্গিকের এবারের চ্যাম্পিয়ন্স লীগে শুরু থেকেই দারুণ ধারাবাহিক ছিল আর্না স্লটের লিভারপুল। প্রাথমিক পর্বে প্রথম সাতটি জিতে সবার আগে তারা জায়গা করে নেয় শেষ ষোলোয়। মৌসুমে জুড়ে পারফরম্যান্সের বিবেচনায় তাদেরকেই শিরোপার বড় দাবিদার মানছিলো অনেকে, তাদেরই যাত্রা থেমে গেল নকআউট পর্বের শুরুতে।

মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লীগের শেষ আটে উঠতে অবশ্য সমস্যা হয়নি বার্সেলোনার। দুই পর্ব মিলিয়ে বেনফিকাকে ৪-১ গোলে হারায় তারা। প্রথম পর্বে ১-০ গোলে জিতেছিল বার্সা। দ্বিতীয় পর্বে ৩-১ গোলে জেতে তারা। জোড়া গোল করেন রাফিনহা। একটি গোল লামিন ইয়ামালের।

বায়ার্ন মিউনিখ দুই পর্ব মিলিয়ে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বেয়ার লেভারকুসেনকে। প্রথম পর্বে ৩-০ গোলে জেতার পর দ্বিতীয় পর্বে ২-০ গোলে জেতে বায়ার্ন। গোল করেন হ্যারি কেন। একটি গোল করানও তিনি। ফেয়েনুর্ডকে দুই পর্ব মিলিয়ে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইতালির ক্লাব ইন্টার মিলান।

‘খেলা’ : আরও খবর

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

» সহজ ম্যাচ বলে কিছু নেই: স্কালোনি

» ‘কঠিন’ গ্রুপে ব্রাজিল: কোচ আনচেলত্তি

» বোয়েটেংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের জয়, আবাহনীর ড্র

» শারীরিক শিক্ষা কলেজ চ্যাম্পিয়ন

» বসুন্ধরা কিংসের জয়যাত্রা

» চরম অব্যবস্থাপনার ম্যাচে জয় সাও বার্নার্দোর

» পিংকির বোলিংয়ে সিরিজে সমতায় ফিরালো বাংলাদেশ

» লাতিন বাংলা টুর্নামেন্ট উপলক্ষে ঢাকায় আসছেন কাফু ও ক্যানিজিয়া

» হোপের সেঞ্চুরি ও গ্রেভসের ফিফটিতে উইন্ডিজের লড়াই

» ভারত-দক্ষিণ আফ্রিকা অলিখিত ফাইনাল শনিবার

» তিন বছর পর প্রিমিয়ার ভলিবল লীগ

» ব্রিসবেন টেস্টে লিড নিয়েছে অস্ট্রেলিয়া

» আইসিসির মাস সেরার লড়াইয়ে তাইজুল

» ‘বাড়িতে বসেও বিশ্বকাপ দেখতে পারি’

» জিতেছে আর্সেনাল, এমবাপ্পের জোড়া গোলে জয় রেয়ালের

» টি-টোয়েন্টিতে টাইগারদের রেকর্ড সাফল্যের বছর

» প্রতিবন্ধীদের টি-টেন ক্রিকেটে চ্যাম্পিয়ন মেঘনা

» ল্যাথাম-রবীন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ৪৮১ রানে এগিয়ে নিউজিল্যান্ড