বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা বিভাগীয় পর্যায়ের খেলা শুরু হয়েছে। উদ্বোধনী দিনে চাঁপাইনবাবগঞ্জ জেলার হরিমোহন গভঃহাই স্কুল ৯ রানে হারায় জয়পুরহাটের রামদো বজলা গভঃহাই স্কুলকে। টস জয়ী হরিমোহন গভঃহাই স্কুল ব্যাট করতে নেমে ৩৩.৫ ওভারেও সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ তামিম আহমেদ ৪০, জাহিদুর রহমান ২৪ ও আতিক হাসান ২২ রান করে। বিপক্ষ দলের পক্ষে তৌফিক ইলাহী ৩৬ রানে ২টি, আশিক হাসান ৩৭ রানে ৫টি ও ফাহিম ৪৬ রানে ২টি উইকেট নেয়। রামদো বজলা গভঃহাই স্কুল ১৫৬ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৩৩.১ ওভারে ১৪৬ রানে গুড়িয়ে যায়।
দলের পক্ষে সর্বোচ্চ তানিম সিদ্দিক ২৭ ও আশিক হাসান ৩৩ রান করে। বিপক্ষ দলের জুনায়েদ আহমেদ ৩৮ রানে ৩টি তামিম ১৩ রানে ৪টি উইকেট নেয়।
আজকের খেলা : নওগাঁর কৃষ্ননোন্দান গভঃহাই স্কুল ও পাবনা জেলার রাধানগর মজুমদার অ্যাকাডেমি স্কুল এন্ড কলেজ।
বুধবার, ১২ মার্চ ২০২৫
বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা বিভাগীয় পর্যায়ের খেলা শুরু হয়েছে। উদ্বোধনী দিনে চাঁপাইনবাবগঞ্জ জেলার হরিমোহন গভঃহাই স্কুল ৯ রানে হারায় জয়পুরহাটের রামদো বজলা গভঃহাই স্কুলকে। টস জয়ী হরিমোহন গভঃহাই স্কুল ব্যাট করতে নেমে ৩৩.৫ ওভারেও সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৫ রান। দলের পক্ষে সর্বোচ্চ তামিম আহমেদ ৪০, জাহিদুর রহমান ২৪ ও আতিক হাসান ২২ রান করে। বিপক্ষ দলের পক্ষে তৌফিক ইলাহী ৩৬ রানে ২টি, আশিক হাসান ৩৭ রানে ৫টি ও ফাহিম ৪৬ রানে ২টি উইকেট নেয়। রামদো বজলা গভঃহাই স্কুল ১৫৬ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৩৩.১ ওভারে ১৪৬ রানে গুড়িয়ে যায়।
দলের পক্ষে সর্বোচ্চ তানিম সিদ্দিক ২৭ ও আশিক হাসান ৩৩ রান করে। বিপক্ষ দলের জুনায়েদ আহমেদ ৩৮ রানে ৩টি তামিম ১৩ রানে ৪টি উইকেট নেয়।
আজকের খেলা : নওগাঁর কৃষ্ননোন্দান গভঃহাই স্কুল ও পাবনা জেলার রাধানগর মজুমদার অ্যাকাডেমি স্কুল এন্ড কলেজ।