সুলতানা খাতুন
ঢাকা প্রিমিয়ার ডিভিশন উইমেন’স ক্রিকেট লীগের শেষ দিনে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবকে ৩ রানে হারায় খেলাঘর। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্ষ মাঠে ১০৫ রানের লক্ষ্যে ৪৭.২ ওভার খেলেও ১০১ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ পুলিশ।
একমাত্র দল হিসেবে আট ম্যাচের সবকটি হেরে প্রথম বিভাগে নেমে গেল বাংলাদেশ পুলিশ। এবার অংশ না নেয়ায় লীগ শুরুর আগেই অবনমিত হয়ে যায় রুপালী ব্যাংক ক্রীড়া পরিষদ।
টস জিতে ব্যাট করতে নেমে একদমই সুবিধা করতে পারেনি খেলাঘর। অতিরিক্ত থেকে আসা ১৮ রানের সৌজন্যে এক’শ পার করে তারা। দলের সর্বোচ্চ ২০ রান করেন ওপেনার হুমায়রা আফিয়া আনাম প্রত্যাশা।
পুলিশের পক্ষে ১৫ রানে ৪ উইকেট নেন নিদা রশিদ। প্রীতি দাস, লামিয়া মৃধা ও অপর্ণাদের শিকার ২টি করে উইকেট।
রান তাড়ায় শুরুতেই ছোবল দেন সুলতানা। মাত্র ২১ রানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে পুলিশ।
পাঁচ নম্বরে নামা অপর্ণা একার লড়াইয়ে দলের আশা বাঁচিয়ে রাখেন। নবম উইকেটে পুজা চৌহানের সঙ্গে তিনি গড়েন ৩৩ রানের জুটি।
শেষ পর্যন্ত ৩৭ রানে অপরাজিত থেকে দলকে হারতে দেখেন অপর্ণা। ১০ ওভার ৫ মেডেনসহ মাত্র ২৫ রানে ৫ উইকেট নেন অফ স্পিনার সুলতানা খাতুন ।
আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে না পারায় বুধবার ঘোষিত বিশ্বকাপ বাছাইয়ের দল থেকে বাদ পড়েন সুলতানা। লীগের ৮ ম্যাচে তার শিকার ১৬ উইকেট।
দিনের আরেক ম্যাচে ইউল্যাব ক্রিকেট মাঠে আনসার ও ভিডিপিকে ১ উইকেটে হারায় কলাবাগান ক্রীড়া চক্র। ২০৫ রানের লক্ষ্য ১ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে তারা।
আনসার ও ভিডিপির পক্ষে ৭১ রানের ইনিংস খেলেন আয়েশা আক্তার। ৯৫ বলে ৬ চারের সঙ্গে ১টি ছক্কা মারেন তিনি। দলের দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান আসে অতিরিক্ত থেকে।
রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ৮০ রান যোগ করেন ফারজানা আক্তার ও বিথি পারভিন। ৪১ রান করে আউট হন ফারজানা। বিথির ব্যাট থেকে আসে ৩৪ রান।
ছয় নম্বরে নেমে ৪ চার ও ২ ছক্কায় ৫৭ বলে ৪৭ রান করেন তমালিকা সুমনা। এর আগে বল হাতেও ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা তিনিই।
সুলতানা খাতুন
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
ঢাকা প্রিমিয়ার ডিভিশন উইমেন’স ক্রিকেট লীগের শেষ দিনে বাংলাদেশ পুলিশ ক্রিকেট ক্লাবকে ৩ রানে হারায় খেলাঘর। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্ষ মাঠে ১০৫ রানের লক্ষ্যে ৪৭.২ ওভার খেলেও ১০১ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ পুলিশ।
একমাত্র দল হিসেবে আট ম্যাচের সবকটি হেরে প্রথম বিভাগে নেমে গেল বাংলাদেশ পুলিশ। এবার অংশ না নেয়ায় লীগ শুরুর আগেই অবনমিত হয়ে যায় রুপালী ব্যাংক ক্রীড়া পরিষদ।
টস জিতে ব্যাট করতে নেমে একদমই সুবিধা করতে পারেনি খেলাঘর। অতিরিক্ত থেকে আসা ১৮ রানের সৌজন্যে এক’শ পার করে তারা। দলের সর্বোচ্চ ২০ রান করেন ওপেনার হুমায়রা আফিয়া আনাম প্রত্যাশা।
পুলিশের পক্ষে ১৫ রানে ৪ উইকেট নেন নিদা রশিদ। প্রীতি দাস, লামিয়া মৃধা ও অপর্ণাদের শিকার ২টি করে উইকেট।
রান তাড়ায় শুরুতেই ছোবল দেন সুলতানা। মাত্র ২১ রানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে পুলিশ।
পাঁচ নম্বরে নামা অপর্ণা একার লড়াইয়ে দলের আশা বাঁচিয়ে রাখেন। নবম উইকেটে পুজা চৌহানের সঙ্গে তিনি গড়েন ৩৩ রানের জুটি।
শেষ পর্যন্ত ৩৭ রানে অপরাজিত থেকে দলকে হারতে দেখেন অপর্ণা। ১০ ওভার ৫ মেডেনসহ মাত্র ২৫ রানে ৫ উইকেট নেন অফ স্পিনার সুলতানা খাতুন ।
আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করতে না পারায় বুধবার ঘোষিত বিশ্বকাপ বাছাইয়ের দল থেকে বাদ পড়েন সুলতানা। লীগের ৮ ম্যাচে তার শিকার ১৬ উইকেট।
দিনের আরেক ম্যাচে ইউল্যাব ক্রিকেট মাঠে আনসার ও ভিডিপিকে ১ উইকেটে হারায় কলাবাগান ক্রীড়া চক্র। ২০৫ রানের লক্ষ্য ১ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে তারা।
আনসার ও ভিডিপির পক্ষে ৭১ রানের ইনিংস খেলেন আয়েশা আক্তার। ৯৫ বলে ৬ চারের সঙ্গে ১টি ছক্কা মারেন তিনি। দলের দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান আসে অতিরিক্ত থেকে।
রান তাড়ায় উদ্বোধনী জুটিতে ৮০ রান যোগ করেন ফারজানা আক্তার ও বিথি পারভিন। ৪১ রান করে আউট হন ফারজানা। বিথির ব্যাট থেকে আসে ৩৪ রান।
ছয় নম্বরে নেমে ৪ চার ও ২ ছক্কায় ৫৭ বলে ৪৭ রান করেন তমালিকা সুমনা। এর আগে বল হাতেও ২ উইকেট নিয়ে ম্যাচের সেরা তিনিই।