বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্টিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার বিভাগীয় পর্যায়ের খেলায় পাবনা জেলার রাধানগর মজুমদার অ্যাকাডেমি ৪ উইকেটে হারায় নঁওগার কে ডি গভঃহাই স্কুলকে। বৃহস্পতিবার টসে জিতে কে ডি হাই স্কুল ব্যাট করতে নেমে ৪৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১৭৭ রান। শাহরিয়ার ৩০ ও সামিউর ৬৬ রান করে। বিপক্ষ দলের রিফাত ১৯ রানে ৩টি উইকেট নেয়। জবাবে রাধানগর মজুমদার অ্যাকাডেমি ব্যাট করতে নেমে ২৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে। দলের পক্ষে রিফাত ৩৫, আসিব ৩৯ রান করে। বিপক্ষে সুমিত ৩৮ রানে ৩টি উইকেট নেয়।
অপরাধ ও দুর্নীতি: লক্ষ্মীপুর নির্বাচন অফিসে আগুন লাগানোর ঘটনায় যুবক গ্রেপ্তার
অপরাধ ও দুর্নীতি: হাদি হত্যা: ফয়সালকে ভারতে পালাতে সহায়তাকারীসহ দুইজন কারাগারে
অর্থ-বাণিজ্য: শীতের সবজির দাম কমলেও বাড়তি মাছের দাম