এশিয়া কাপে প্রস্তুতির জন্য সৌদি আরবের তায়েফে অনুশীলনে বাংলাদেশ দলের খেলোয়াড়রা
এশিয়ান কাপ বাছাই পর্বে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। জামাল ভূঁইয়ারা বর্তমানে সৌদি আরবের তায়েফে রয়েছেন। সেখানে অনুশীলন করছেন আরিফ হোসেন, প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে উচ্ছ্বসিত তিনি। রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, আল আমিন, পিয়াস আহমেদ নোভাদের মতো আক্রমণভাগে জায়গা করে নেয়ার লক্ষ্য ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের, ‘এই প্রথম জাতীয় দলে ডাক পেয়েছি। আলহামদুলিল্লাহ। সবাই যেভাবে উপভোগ করছে, আমিও সেভাবেই উপভোগ করছি। জাতীয় দলের বিষয় তো আলাদা। জাতীয় দলে অনুশীলন তো একটু কঠিন হবে, সেটাই স্বাভাবিক। এটা আমার জন্য কঠিন, কিন্তু আমাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। চেষ্টা করছি দলে ঢোকার জন্য ইনশাআল্লাহ। এখানে সবাই ভালো, বন্ধুর মতো, বড় ভাই। আলহামদুলিল্লাহ সবাই ভালো।’
শিলংয়ে ম্যাচটি সামনে রেখে সৌদি আরবে চলমান ক্যাম্পে ‘ডিফেন্ডিং ব্লক ও প্রেসিং’ নিয়ে কাজ শুরুর কথা জানিয়েছেন সহকারী কোচ হাসান আল মামুন। তিনি বললেন, ‘আজকে আমরা যে দিকে মনোযোগ দিয়েছিলাম, সেটা হচ্ছে কীভাবে আমরা ডিফেন্ডিং ব্লক করবো। কে প্রেসিংয়ে যাবে, তখন কে তাকে ব্যালান্স করবে, মূলত এই টেকনিক্যাল কিছু তথ্য পাশাপাশি ভারত কীভাবে আক্রমণে ওঠে এবং আমরা কীভাবে ব্লকগুলো তৈরি করবো, এ নিয়ে আমাদের ক্লাসগুলো হয়েছে। বেশ উপভোগ্য ছিল আজকের সেশন। এই প্রস্তুতিতে ছেলেদের কঠোর পরিশ্রম করতে হয়েছে, এনার্জির বিষয় ছিল এবং প্রত্যেককে দেখা গিয়েছে তাদের সর্বোচ্চটা দিয়ে কাজ করছে।’
মিডফিল্ডার মোহাম্মদ সোহেল রানা বলেছেন, ‘সবাই সুস্থ আছি। ভালো ট্রেনিং হচ্ছে। গত দিনগুলোতে বেশি ঠান্ডা ছিল। আজ বৃষ্টি হয়েছে, এখন খুব ভালো অনুভব করছি। শিলংয়ে মানিয়ে নিতে পারবো তাড়াতাড়ি।’
এরপরই তিনি যোগ করেন, ‘ভারত ম্যাচ নিয়ে কোচিং স্টাফরা ভাবছে, যে পরিকল্পনাগুলো তারা দিচ্ছে, আমরা সেটা মাঠে অনুশীলন করছি। যদি এটা আমরা মাঠেও (শিলংয়ে) বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ আমরা জিতবো।’
ঢাকায় হামজার প্রথম
ম্যাচ ১০ জুন
লাল সবুজের জার্সিতে আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে খেলবেন ইংলিশ প্রিমিয়ার লীগে খেলা ফুটবলার হাজমা দেওয়ান চৌধুরী। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের পক্ষে অভিষেক হবে তার। তবে দেশের মাটিতে খেলতে আরও অপেক্ষা করতে হবে ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডারকে। দেশের মাটিতে হামজা প্রথম খেলার সুযোগ পাবেন ১০ জুন, সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে। সেই ম্যাচটি বাফুফে ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে চায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও কম্পিটিশিন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, ‘আগামী ১০ জুন হামজা বাংলাদেশের মাটিতে প্রথম খেলবে। অসংখ্য ফুটবলপ্রেমী স্টেডিয়ামে এসে ম্যাচটি দেখতে চাইবে। জাতীয় স্টেডিয়ামের ধারণক্ষমতা বেশি এবং দেশের প্রধান ফুটবল ভেন্যুও। আমরা চাই ঢাকায় হামজার প্রথম ম্যাচ জাতীয় স্টেডিয়ামে হোক এবং জাতীয় স্টেডিয়ামে দীর্ঘদিন পর ফুটবল ফিরছে। তাই একটি বড় ম্যাচ দিয়েই হোক সেই ফেরা।’ হামজা ভারতের বিপক্ষে ম্যাচের জন্য আগামী ১৭ মার্চ ইংল্যান্ড থেকে সিলেট আসবেন। পরদিন ঢাকায় টিম হোটেলে যোগ দিয়ে অনুশীলন করবেন ইংলিশ প্রিমিয়ার লীগে খেলা এই ফুটবলার। ২০ মার্চ আবার ঢাকা থেকে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের উদ্দেশ্যে রওনা হবেন।
এশিয়া কাপে প্রস্তুতির জন্য সৌদি আরবের তায়েফে অনুশীলনে বাংলাদেশ দলের খেলোয়াড়রা
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
এশিয়ান কাপ বাছাই পর্বে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। জামাল ভূঁইয়ারা বর্তমানে সৌদি আরবের তায়েফে রয়েছেন। সেখানে অনুশীলন করছেন আরিফ হোসেন, প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে উচ্ছ্বসিত তিনি। রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, আল আমিন, পিয়াস আহমেদ নোভাদের মতো আক্রমণভাগে জায়গা করে নেয়ার লক্ষ্য ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের, ‘এই প্রথম জাতীয় দলে ডাক পেয়েছি। আলহামদুলিল্লাহ। সবাই যেভাবে উপভোগ করছে, আমিও সেভাবেই উপভোগ করছি। জাতীয় দলের বিষয় তো আলাদা। জাতীয় দলে অনুশীলন তো একটু কঠিন হবে, সেটাই স্বাভাবিক। এটা আমার জন্য কঠিন, কিন্তু আমাকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। চেষ্টা করছি দলে ঢোকার জন্য ইনশাআল্লাহ। এখানে সবাই ভালো, বন্ধুর মতো, বড় ভাই। আলহামদুলিল্লাহ সবাই ভালো।’
শিলংয়ে ম্যাচটি সামনে রেখে সৌদি আরবে চলমান ক্যাম্পে ‘ডিফেন্ডিং ব্লক ও প্রেসিং’ নিয়ে কাজ শুরুর কথা জানিয়েছেন সহকারী কোচ হাসান আল মামুন। তিনি বললেন, ‘আজকে আমরা যে দিকে মনোযোগ দিয়েছিলাম, সেটা হচ্ছে কীভাবে আমরা ডিফেন্ডিং ব্লক করবো। কে প্রেসিংয়ে যাবে, তখন কে তাকে ব্যালান্স করবে, মূলত এই টেকনিক্যাল কিছু তথ্য পাশাপাশি ভারত কীভাবে আক্রমণে ওঠে এবং আমরা কীভাবে ব্লকগুলো তৈরি করবো, এ নিয়ে আমাদের ক্লাসগুলো হয়েছে। বেশ উপভোগ্য ছিল আজকের সেশন। এই প্রস্তুতিতে ছেলেদের কঠোর পরিশ্রম করতে হয়েছে, এনার্জির বিষয় ছিল এবং প্রত্যেককে দেখা গিয়েছে তাদের সর্বোচ্চটা দিয়ে কাজ করছে।’
মিডফিল্ডার মোহাম্মদ সোহেল রানা বলেছেন, ‘সবাই সুস্থ আছি। ভালো ট্রেনিং হচ্ছে। গত দিনগুলোতে বেশি ঠান্ডা ছিল। আজ বৃষ্টি হয়েছে, এখন খুব ভালো অনুভব করছি। শিলংয়ে মানিয়ে নিতে পারবো তাড়াতাড়ি।’
এরপরই তিনি যোগ করেন, ‘ভারত ম্যাচ নিয়ে কোচিং স্টাফরা ভাবছে, যে পরিকল্পনাগুলো তারা দিচ্ছে, আমরা সেটা মাঠে অনুশীলন করছি। যদি এটা আমরা মাঠেও (শিলংয়ে) বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহ আমরা জিতবো।’
ঢাকায় হামজার প্রথম
ম্যাচ ১০ জুন
লাল সবুজের জার্সিতে আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে খেলবেন ইংলিশ প্রিমিয়ার লীগে খেলা ফুটবলার হাজমা দেওয়ান চৌধুরী। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের পক্ষে অভিষেক হবে তার। তবে দেশের মাটিতে খেলতে আরও অপেক্ষা করতে হবে ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডারকে। দেশের মাটিতে হামজা প্রথম খেলার সুযোগ পাবেন ১০ জুন, সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে। সেই ম্যাচটি বাফুফে ঢাকার জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে চায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ও কম্পিটিশিন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, ‘আগামী ১০ জুন হামজা বাংলাদেশের মাটিতে প্রথম খেলবে। অসংখ্য ফুটবলপ্রেমী স্টেডিয়ামে এসে ম্যাচটি দেখতে চাইবে। জাতীয় স্টেডিয়ামের ধারণক্ষমতা বেশি এবং দেশের প্রধান ফুটবল ভেন্যুও। আমরা চাই ঢাকায় হামজার প্রথম ম্যাচ জাতীয় স্টেডিয়ামে হোক এবং জাতীয় স্টেডিয়ামে দীর্ঘদিন পর ফুটবল ফিরছে। তাই একটি বড় ম্যাচ দিয়েই হোক সেই ফেরা।’ হামজা ভারতের বিপক্ষে ম্যাচের জন্য আগামী ১৭ মার্চ ইংল্যান্ড থেকে সিলেট আসবেন। পরদিন ঢাকায় টিম হোটেলে যোগ দিয়ে অনুশীলন করবেন ইংলিশ প্রিমিয়ার লীগে খেলা এই ফুটবলার। ২০ মার্চ আবার ঢাকা থেকে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের উদ্দেশ্যে রওনা হবেন।