শনিবার মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৪৩তম জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে গাজীপুর জেলা ২ উইকেটে হারায় চিটাগং জেলাকে। টস জয়ী চিটাগং জেলা ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ২৩২ রান। কাফিল উদ্দিন ২৯, সামস বাপ্পা ৪১ ও রুবেল ৫০ রান করেন। বিপক্ষ দলের মাজকাপুল ৫৬ রানে ৩টি, আল আমিন ৩১, ইসমাইল ৩৭ ও রাইহান ৬১ রানে ২টি করে উইকেট নেন। গাজীপুর জেলা ২৩৩ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে ৪৯.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে টার্গেট পূর্ণ করে (২৩৪ রান)। দলের পক্ষে রাফায়েল তানজিদ ৬৬, জাকির ৩৪ ও আল আমিন অপরাজিত ৬৬ রান করেন। বিপক্ষ দলের রুবেল ৪৪ রানে ২টি ও সাজেদ ২৩ রানে ৪ উইকেট নেন।
টুর্নামেন্টের উদ্বোধন করবেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আফিয়া আখতার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মহিনুল হাসান, বিদায়ী জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, মো. আখতারুজ্জামান রেজা তালুকদার, মো. তৌফিকুর রহমান রতনসহ দলীয় খেলোয়াড় ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।