নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে মঙ্গলবার ডিপিএল আরেক ম্যাচে জয় পেয়েছে আবাহনী। বিকেএসপির মাঠে মুখোমুখি হয়েছিল আবাহনী এবং লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথমে ব্যাট করতে নেমে রূপগঞ্জ সংগ্রহ করে ২৯২ রান। সাইফ হাসানের ৬৭ এবং মাহমুদুল জয়ের ৫৮ রানে ভর করে ৩০০ এর কাছাকাছি গিয়েছে তারা। বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে আবাহনী। মূলত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ১০১ রানে ভর করে সহজ জয় পায় দলটি। এছাড়া জিসান আলম করেন ৪৩ রান। রূপগঞ্জের হয়ে ২টি করে উইকেট পান শরিফুল ইসলাম এবং শেখ মেহেদী হাসান।
শেরেবাংলা স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে লড়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং ধানমন্ডি স্পোর্টস ক্লাব। প্রথমে ব্যাট করে প্রাইম ব্যাংক সংগ্রহ করে ৫ উইকেট হারিয়ে ৩০৮ রান। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন জাকির হাসান। এছাড়া শামীম পাটোয়ারী ৬২, ইরফান শুক্কুর করেন ৫৬ রান।
জবাবে ব্যাট করতে নেমে বড় ব্যবধানে হেরেছে নুরুল হাসান সোহানের দল। ফজলে মাহমুদ রাব্বির ৭৯ ছাড়া বড় রান করতে পারেননি কেউ। ইয়াসির রাব্বি করেন ৪৬ রান। শেষ পর্যন্ত আরাফাত সানী, হাসান মাহমুদের বোলিং তোপে ২৫৩ রানেই গুটিয়ে যায় ধানমন্ডির ইনিংস। ফলে ৫৫ রানের জয় পায় প্রাইম ব্যাংক। দলের হয়ে ৩ উইকেট নেন আরাফাত সানী ও হাসান মাহমুদ।
অর্থ-বাণিজ্য: রিজার্ভ ফের ৩২ বিলিয়ন ডলার ছাড়ালো
অর্থ-বাণিজ্য: স্বর্ণের দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা
অপরাধ ও দুর্নীতি: সাবেক মন্ত্রী গাজীসহ ৮জনের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলা