একদিন বিরতির পর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪৩তম জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে। মঙ্গলবার চিটাগং জেলা ৩১৯ রানের বিশাল ব্যবধানে শেরপুর জেলাকে হারায়। টস জয়ী চিটাগং ব্যাট করতে নেমে এসএম তৌষিফের সেঞ্চুরি সুবাদে ৪৯.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ৪৫৫ রান।
দলের পক্ষে সর্বোচ্চ তৌসিফ ১৬৫, মিনহাজ ৫৮ ও কাজি কামরুল ৫৩ রান করে। বিপক্ষ দলের আব্দুল্লাহ ৮৯ রানে ২টি, আব্দুল বাকী ৪১ ও রানে ৩টি ও নজরুল ৪৯ রানে ২টি উইকেট নেন। জবাবে শেরপুর জেলা ব্যাট করতে নেমে ৩৯.২ ওভারেও সবকটি উইকেট হারিয়ে তোলে ১৩৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ মাহমুদুল হাসান ৬৪ রান করে। বিপক্ষ দলের পক্ষে সাজাদ রিফাত ২৪ রানে ৫টি উইকেট নেন। আজকের খেলা : সফররত রাঙ্গামাটি ও গাজীপুর জেলা।
বিজ্ঞান ও প্রযুক্তি: ইউআইটিএস আইকিউএসি ইনোভেশন হাব ও আইডিয়া প্রজেক্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক: ক্ষয়িষ্ণু ইউরোপ, নেতারা দুর্বল: অভিযোগ ট্রাম্পের
বিজ্ঞান ও প্রযুক্তি: অপো’র ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি
আন্তর্জাতিক: ইউক্রেনীয় বাহিনীতে পলাতক-অনুপস্থিত প্রায় ৩ লাখ
আন্তর্জাতিক: কী কারণে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘাত