সংবাদ অনলাইন রিপোর্ট

বুধবার, ১৯ মার্চ ২০২৫

ফাহামিদুলকে দলে ফেরানোর সুযোগ নেই: কোচ কাবরেরা

image

ফাহামিদুলকে দলে ফেরানোর সুযোগ নেই: কোচ কাবরেরা

বুধবার, ১৯ মার্চ ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

ফাহামিদুল ইসলামকে জাতীয় ফুটবল দলে ফেরানোর দাবিতে টিম হোটেলের বাইরে সমর্থকদের বিক্ষোভ চলাকালীন কোচ হাভিয়ের কাবরেরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এখন আর ফাহামিদুলকে দলে ফেরানোর সুযোগ নেই। গতকাল স্কোয়াড থেকে ফাহামিদুলকে বাদ দেওয়ার পর থেকে আলট্রাসসহ বেশ কয়েকটি সমর্থক গোষ্ঠী আন্দোলনে নামে। তাদের দাবি, ফাহামিদুলকে বাদ দেওয়া যুক্তিযুক্ত নয়।

কোচের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সাবেক ফুটবলাররাও। গত রাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মিডিয়া বিভাগ জানায়, ফাহামিদুলের বাদ পড়া ইস্যুতে আজ বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বৈঠক হবে।

আজ রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে ফাহামিদুলের বিষয়ে প্রশ্ন করা হলে কোচ কাবরেরা বলেন, “না, এখন আর তার দলে ফেরার সুযোগ নেই।” তবে তিনি ফাহামিদুলকে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ খেলোয়াড় হিসেবে দেখছেন, “সে প্রতিভাবান ফুটবলার। আমি তাকে দলে নেওয়ার আগেও অনেক কিছু পর্যবেক্ষণ করেছি। তার আরও সময় প্রয়োজন। ভবিষ্যতে সে জাতীয় দলে খেলার যোগ্য।”

২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে আজ সন্ধ্যা সাতটায় কিংস অ্যারেনায় দলের অনুশীলন সেশন রয়েছে। কাল শিলংয়ের উদ্দেশে রওনা দেবেন জামাল-হামজারা।

অন্যদিকে, ভারতও প্রস্তুতি চালাচ্ছে। তারা আজ সন্ধ্যা সাড়ে সাতটায় শিলংয়ের জহুরলাল নেহরু স্টেডিয়ামে মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। ভারতের কোচ মানোলো মার্কেজ এ ম্যাচকে বাংলাদেশ ম্যাচের প্রস্তুতি হিসেবে দেখছেন, “এটা আমাদের জন্য এশিয়ান কাপের যোগ্যতা অর্জন ম্যাচের প্রস্তুতি। আমরা জিততে চাই। বাংলাদেশ ম্যাচের আগে এ ম্যাচ খেলে নিজেদের সেরা দলটা গুছিয়ে নিতে চাই।”

‘খেলা’ : আরও খবর

» কম ঝুঁকিতে বেশি রানের পথ খুঁজছেন তানজিদরা

» আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, অস্ট্রিয়াকে হারিয়ে ১৭তম বাংলাদেশ

» ক্রিকেট লীগ: ১২ ক্লাব নিয়েই লীগ শুরুর প্রস্তুতি

» বিশ্বকাপের প্রস্তুতি শুরুর সিরিজে জয়ের লক্ষ্য দু’দলের

» শিরোপার আশা বাঁচিয়ে রাখলো রংপুর

» ইউনেক্স কানাডিয়ান ব্যাডমিন্টনে অহিদুল-জুমারের ব্রোঞ্জজয়

» দুবাইয়ের প্রথম জয়ে মোস্তাফিজের ২ উইকেট

» অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলে বাংলাদেশের আরহাম

» সেল্টা ভিগোর কাছে হেরে রেফারির প্রতি ক্ষুব্ধ রেয়াল কোচ

» কাবাডিতে মহিলা একাডেমি চ্যাম্পিয়ন

» টাইগার ব্যাটারদের ঘাটতি পূরণের উদ্যোগ

» বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

» আর্জেন্টিনা মিশন শুরু করবে আলজেরিয়া ম্যাচ দিয়ে

» সোমবার অস্ট্রিয়াকে হারালে ট্রফি বাংলাদেশের

» ক্যারম বিশ্বকাপে রুপা ও ব্রোঞ্জ জয় বাংলাদেশের

» তোরেসের হ্যাটট্রিকে বড় জয় বার্সার

» ইংল্যান্ডকে ৮ উইকেটে বিধ্বস্ত করে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

» এমএলএস কাপ: শেষ ম্যাচে চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের