‘এখন ফাহামিদুলকে ফেরানোর সুযোগ নেই: কোচ

ক্রীড়া বার্তা পরিবেশক

ইংলিশ প্রিমিয়ার লীগে খেলা হামজাকে পেয়ে এখন সুখী সংসার জাতীয় ফুটবল দল। কিন্তু হঠাৎ করেই ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলাম ইস্যুতে সেই সুখের ঘরে যেন দুখের আগুন জ্বলছে। সৌদি আরব থেকেই ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলামকে পাঠিয়ে দিয়েছেন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। এ নিয়ে গত বুধবারও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সামনে বিক্ষোভ করেছেন ফুটবল প্রেমীরা। মতিঝিলে যখন এমন বিক্ষোভ করছিলো, তখন বুধবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে দলের সংবাদ সম্মেলনে কোচ সাফ জানিয়ে দিলেন, ‘এখন আর ফাহামিদুলকে ফেরানোর সুযোগ নেই।’ এই স্প্যানিশ কোচ যোগ করেন, ‘সে (ফাহামেদুল) প্রতিভাবান ফুটবলার। আমি তাকে দলে নেয়ার আগেও অনেক কিছু পর্যবেক্ষণ করেছি। আমি আবারও বলছি, তার আরও সময় প্রয়োজন। ভবিষ্যৎতে সে জাতীয় দলে খেলার যোগ্য।’

সংবাদ সম্মেলনে ভারত ম্যাচের প্রস্তুতি নিয়েও কথা বলেন কাবরেরা। সৌদি আরবে ক্যাম্প করতে পেরে সন্তুষ্ট এই স্প্যানিশ বলেন, ‘আমাদের মনোযোগ এখন ভারত ম্যাচে। কীভাবে তাদের সামলাব, সেটা নিয়েই ভাবছি। সৌদিতে প্রায় দুই সপ্তাহের ক্যাম্প হলো। এটা আমাদের জন্য ইতিবাচক। ভারত চ্যালেঞ্জ নিতে সবাই মোটামুটি প্রস্তুত।’ ভারতকে নিয়ে নিজের সহজাত সতর্কতা নিয়ে কথা বলেছেন হাভিয়ের, ‘দল হিসেবে ভারত শক্তিশালী কোনও সন্দেহ নেই। আমরাও প্রতিনিয়ত শক্তি বাড়াচ্ছি। হামজা দলে যোগ হওয়া মানে ভীষণভাবে আমাদের শক্তি বেড়েছে। ইউরোপে, প্রিমিয়ার লীগে খেলা এই ফুটবলার এখানে এসেছে...নিশ্চিত সে পার্থক্য গড়ে দিতে যাচ্ছে।’

‘খেলা’ : আরও খবর

» জাতীয় যুব হ্যান্ডবল শুরু কাল

সম্প্রতি