২০২৩ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দল: ফাইল ছবি
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জনপ্রিয়তা বাড়াতে প্রায়ই নতুন নিয়ম চালু করে আইসিসি। আবারও বদল আসতে চলেছে। পরের মাসে আইসিসির বোর্ড সভা । সেখানে একাধিক নতুন নিয়ম চালু করা নিয়ে আলোচনা হবে। প্রস্তাব পাশ হলে পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র থেকেই তা চালু হয়ে যাবে। আগামী জুনে ভারত-ইংল্যান্ড সিরিজ? দিয়ে সূচনা হচ্ছে পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের। ইংল্যান্ডের এক সংবাদপত্রের দাবি, বড় জয়ের ক্ষেত্রে বোনাস পয়েন্ট দেয়া হতে পারে। অর্থাৎ কোনও দল যদি এক ইনিংসে বা ১০০ রানের বেশি ব্যবধানে বা ১০ উইকেটে জেতে, তা হলে তারা বোনাস পয়েন্ট পাবে।
বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, ‘এই প্রতিযোগিতা শুরুর থেকেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছিল। অনেক ছোট দেশই অভিযোগ করেছে যে বড় দেশগুলোকে হারালেও তাদের বাড়তি কোনও কৃতিত্ব দেয়া হচ্ছে না। তাই বিষয়টা নতুন নয়। আবার এ নিয়ে আলোচনা হতে পারে।’
শুধু তাই নয়, বড় দেশগুলোর বিপক্ষে টেস্ট জিতলে বাড়তি পয়েন্ট দেয়া হতে পারে। সে ক্ষেত্রে ভারত, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো দেশকে হারালে বাড়তি পয়েন্ট পাওয়া যাবে। এ বিষয়ে বোর্ডকর্তার মন্তব্য, ‘খুব ভালো হবে যদি এটা হয়। ছোট দেশগুলো আরও অনুপ্রাণিত হয়ে খেলতে নামবে। আরও বেশি উত্তেজক ম্যাচ হতে পারে।’
এ ব্যাপারে একটি ব্যাখ্যাও রয়েছে। এ বছরের ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা চলতি টেস্ট বিশ্বকাপ চক্রে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো বড় দেশের বিরুদ্ধে খেলেনি। ছোট দেশের বিপক্ষে খেলায় বাড়তি সুবিধা পেয়েছে কিনা, সেই প্রশ্ন উঠছে।
শুধু তাই নয়, বিদেশে জিতলে বাড়তি পয়েন্ট দেয়া হতে পারে। ওই বোর্ড কর্তার ব্যাখ্যা, ‘ভারতে এসে জেতা যে কোনও দেশের কাছেই কঠিন। গত বছর নিউজি?ল্যান্ড এ দেশে এসে ভারতকে হারাল। তার জন্য আলাদা কোনও পয়েন্ট পেল না ওরা। পেলে হয়তো ফাইনালে উঠতে পারত। বিদেশের মাঠে জেতা এমনিতেই অনুপ্রেরণা। বাড়তি পয়েন্টের সুবিধা থাকলে আরও বেশি ক্ষুধার্ত হয়ে ঝাঁপাবে ছোট দেশগুলো।’
ক্রিকেট অস্ট্রেলিয়া দাবি তুলেছে, টেস্ট বিশ্বকাপে দ্বিস্তরীয় ব্যবস্থা চালু করার। সেটি নিয়েও আলোচনা হতে পারে।
২০২৩ সালের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া দল: ফাইল ছবি
বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জনপ্রিয়তা বাড়াতে প্রায়ই নতুন নিয়ম চালু করে আইসিসি। আবারও বদল আসতে চলেছে। পরের মাসে আইসিসির বোর্ড সভা । সেখানে একাধিক নতুন নিয়ম চালু করা নিয়ে আলোচনা হবে। প্রস্তাব পাশ হলে পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র থেকেই তা চালু হয়ে যাবে। আগামী জুনে ভারত-ইংল্যান্ড সিরিজ? দিয়ে সূচনা হচ্ছে পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের। ইংল্যান্ডের এক সংবাদপত্রের দাবি, বড় জয়ের ক্ষেত্রে বোনাস পয়েন্ট দেয়া হতে পারে। অর্থাৎ কোনও দল যদি এক ইনিংসে বা ১০০ রানের বেশি ব্যবধানে বা ১০ উইকেটে জেতে, তা হলে তারা বোনাস পয়েন্ট পাবে।
বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, ‘এই প্রতিযোগিতা শুরুর থেকেই এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছিল। অনেক ছোট দেশই অভিযোগ করেছে যে বড় দেশগুলোকে হারালেও তাদের বাড়তি কোনও কৃতিত্ব দেয়া হচ্ছে না। তাই বিষয়টা নতুন নয়। আবার এ নিয়ে আলোচনা হতে পারে।’
শুধু তাই নয়, বড় দেশগুলোর বিপক্ষে টেস্ট জিতলে বাড়তি পয়েন্ট দেয়া হতে পারে। সে ক্ষেত্রে ভারত, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো দেশকে হারালে বাড়তি পয়েন্ট পাওয়া যাবে। এ বিষয়ে বোর্ডকর্তার মন্তব্য, ‘খুব ভালো হবে যদি এটা হয়। ছোট দেশগুলো আরও অনুপ্রাণিত হয়ে খেলতে নামবে। আরও বেশি উত্তেজক ম্যাচ হতে পারে।’
এ ব্যাপারে একটি ব্যাখ্যাও রয়েছে। এ বছরের ফাইনালিস্ট দক্ষিণ আফ্রিকা চলতি টেস্ট বিশ্বকাপ চক্রে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো বড় দেশের বিরুদ্ধে খেলেনি। ছোট দেশের বিপক্ষে খেলায় বাড়তি সুবিধা পেয়েছে কিনা, সেই প্রশ্ন উঠছে।
শুধু তাই নয়, বিদেশে জিতলে বাড়তি পয়েন্ট দেয়া হতে পারে। ওই বোর্ড কর্তার ব্যাখ্যা, ‘ভারতে এসে জেতা যে কোনও দেশের কাছেই কঠিন। গত বছর নিউজি?ল্যান্ড এ দেশে এসে ভারতকে হারাল। তার জন্য আলাদা কোনও পয়েন্ট পেল না ওরা। পেলে হয়তো ফাইনালে উঠতে পারত। বিদেশের মাঠে জেতা এমনিতেই অনুপ্রেরণা। বাড়তি পয়েন্টের সুবিধা থাকলে আরও বেশি ক্ষুধার্ত হয়ে ঝাঁপাবে ছোট দেশগুলো।’
ক্রিকেট অস্ট্রেলিয়া দাবি তুলেছে, টেস্ট বিশ্বকাপে দ্বিস্তরীয় ব্যবস্থা চালু করার। সেটি নিয়েও আলোচনা হতে পারে।