অপরাজিত ৮০ রানের ইনিংসে ম্যাচসেরা মোহাম্মদ রাকিব
ঢাকা প্রিমিয়ার লীগে রোমাঞ্চ ছড়িয়ে ব্যাংক ক্রিকেট ক্লাবকে শেষ বলে হারায় পারটেক্স। শনিবার মিরপুরে রোমাঞ্চকর লড়াইয়ে শেষ ওভারে দুটি বাউন্ডারি মেরে দলকে জেতালেন মোহাম্মদ রাকিব।
বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে এদিন বিকেএসপির দুই মাঠের একটিতেও টস করা যায়নি। তাই পয়েন্ট ভাগাভাগি করে লিজেন্ডস অব রূপগঞ্জ ও গুলশান ক্রিকেট ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।
রাকিবের ব্যাটে পারটেক্সের জয়
শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ২১৮ রান করে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন অগ্রণী ব্যাংক। পরে রান তাড়ায় শেষ দিকে শঙ্কায় পড়ে গেলেও রাকিবের বীরত্বে ১ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে পারটেক্স।
সাত ম্যাচে পারটেক্সের এটি দ্বিতীয় জয়। টানা চার ম্যাচ জেতার পর প্রথম হার অগ্রণী ব্যাংকের। সাত ম্যাচে পাঁচ জয় নিয়ে টেবিলের চার নম্বরে তারা।
ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ১০৩ বলে ৮০ রান করেন বাংলাদেশের হয়ে ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা রাকিব। ৫টি করে চার-ছক্কার ইনিংসে ম্যাচেরসেরা ২৬ বছর বয়সী এই কিপার-ব্যাটার। মেঘাচ্ছন্ন গুমোট দিনে টস হেরে ব্যাটিং নেমে সুবিধা করতে পারেনি ইমরুলের দল। ইনিংস জুড়ে বড় কোনো জুটিও গড়তে পারেনি তারা। ভালো শুরু করলেও ৩১ রানে থেমে যান সাদমান ইসলাম।
ইমরুল, প্রিতম কুমার, অমিত হাসানরাও হতাশ করলে চাপে পড়ে যায় অগ্রণী ব্যাংক। পঞ্চম উইকেটে ৫২ রান যোগ করেন মার্শাল আইয়ুব ও তাইবুর রহমান। ১৯ রান করে ফেরেন তাইবুর। পরে শুভাগত হোমের ব্যাট থেকে আসে ২৭ রান। নয়ে নেমে ৮৭ বলে ৬৪ রান করেন মার্শাল। শেষ দিকে ২২ রান করেন দলকে দুইশ পার করান মেহেদি হাসান। পারটেক্সের হয়ে ৩ উইকেট নেন নাঈম ইসলাম জুনিয়র।
রান তাড়ায় পারটেক্সও নিয়মিত বিরতিতে উইকেট হারায়। হতাশার বৃত্তেই আছেন সাব্বির রহমান (১৪)। ইতিবাচক শুরু করলেও ইনিংস বড় হয়নি আদিল বিন সিদ্দিকের। ৩২ রান করে ফেরেন তরুণ কিপার-ব্যাটার।
পঞ্চম উইকেটে ৭০ রান যোগ করেন রাকিব ও আহরার আমিন। যেখানে আহরারের অবদান মাত্র ২২ রান। আহরারের বিদায়ের পর জাওয়াদ রোয়েনকে নিয়ে জয়ের আরও কাছে পৌঁছে যান রাকিব।
জয় থেকে মাত্র ১৬ রান দূরে থাকতে হঠাৎ ছন্দপতন। ৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় পারটেক্স। তবে শেষ ওভারের বীরত্বে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন রাকিব।
সংক্ষিপ্ত স্কোর : অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব : ৫০ ওভারে ২১৮ (সাদমান ৩১, মার্শাল ৬৪, শুভাগত ২৭, মেহেদি ২২*; মোহর ২/৪৬, আলাউদ্দিন ২/৩৭, জাওয়াদ ২/১৮, নাঈম ৩/৪১)।
পারটেক্স স্পোর্টিং ক্লাব ২১৯/৯ (আদিল ৩২, তানভির ২৫, রাকিব ৮০*, আহরার ২২; আরিফ ২/২৯, নাঈম ২/৪০)। ম্যাচসেরা : মোহাম্মদ রাকিব।
অপরাজিত ৮০ রানের ইনিংসে ম্যাচসেরা মোহাম্মদ রাকিব
শনিবার, ২২ মার্চ ২০২৫
ঢাকা প্রিমিয়ার লীগে রোমাঞ্চ ছড়িয়ে ব্যাংক ক্রিকেট ক্লাবকে শেষ বলে হারায় পারটেক্স। শনিবার মিরপুরে রোমাঞ্চকর লড়াইয়ে শেষ ওভারে দুটি বাউন্ডারি মেরে দলকে জেতালেন মোহাম্মদ রাকিব।
বৃষ্টি ও আলোকস্বল্পতার কারণে এদিন বিকেএসপির দুই মাঠের একটিতেও টস করা যায়নি। তাই পয়েন্ট ভাগাভাগি করে লিজেন্ডস অব রূপগঞ্জ ও গুলশান ক্রিকেট ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।
রাকিবের ব্যাটে পারটেক্সের জয়
শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ২১৮ রান করে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন অগ্রণী ব্যাংক। পরে রান তাড়ায় শেষ দিকে শঙ্কায় পড়ে গেলেও রাকিবের বীরত্বে ১ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে পারটেক্স।
সাত ম্যাচে পারটেক্সের এটি দ্বিতীয় জয়। টানা চার ম্যাচ জেতার পর প্রথম হার অগ্রণী ব্যাংকের। সাত ম্যাচে পাঁচ জয় নিয়ে টেবিলের চার নম্বরে তারা।
ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ১০৩ বলে ৮০ রান করেন বাংলাদেশের হয়ে ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা রাকিব। ৫টি করে চার-ছক্কার ইনিংসে ম্যাচেরসেরা ২৬ বছর বয়সী এই কিপার-ব্যাটার। মেঘাচ্ছন্ন গুমোট দিনে টস হেরে ব্যাটিং নেমে সুবিধা করতে পারেনি ইমরুলের দল। ইনিংস জুড়ে বড় কোনো জুটিও গড়তে পারেনি তারা। ভালো শুরু করলেও ৩১ রানে থেমে যান সাদমান ইসলাম।
ইমরুল, প্রিতম কুমার, অমিত হাসানরাও হতাশ করলে চাপে পড়ে যায় অগ্রণী ব্যাংক। পঞ্চম উইকেটে ৫২ রান যোগ করেন মার্শাল আইয়ুব ও তাইবুর রহমান। ১৯ রান করে ফেরেন তাইবুর। পরে শুভাগত হোমের ব্যাট থেকে আসে ২৭ রান। নয়ে নেমে ৮৭ বলে ৬৪ রান করেন মার্শাল। শেষ দিকে ২২ রান করেন দলকে দুইশ পার করান মেহেদি হাসান। পারটেক্সের হয়ে ৩ উইকেট নেন নাঈম ইসলাম জুনিয়র।
রান তাড়ায় পারটেক্সও নিয়মিত বিরতিতে উইকেট হারায়। হতাশার বৃত্তেই আছেন সাব্বির রহমান (১৪)। ইতিবাচক শুরু করলেও ইনিংস বড় হয়নি আদিল বিন সিদ্দিকের। ৩২ রান করে ফেরেন তরুণ কিপার-ব্যাটার।
পঞ্চম উইকেটে ৭০ রান যোগ করেন রাকিব ও আহরার আমিন। যেখানে আহরারের অবদান মাত্র ২২ রান। আহরারের বিদায়ের পর জাওয়াদ রোয়েনকে নিয়ে জয়ের আরও কাছে পৌঁছে যান রাকিব।
জয় থেকে মাত্র ১৬ রান দূরে থাকতে হঠাৎ ছন্দপতন। ৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় পারটেক্স। তবে শেষ ওভারের বীরত্বে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন রাকিব।
সংক্ষিপ্ত স্কোর : অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব : ৫০ ওভারে ২১৮ (সাদমান ৩১, মার্শাল ৬৪, শুভাগত ২৭, মেহেদি ২২*; মোহর ২/৪৬, আলাউদ্দিন ২/৩৭, জাওয়াদ ২/১৮, নাঈম ৩/৪১)।
পারটেক্স স্পোর্টিং ক্লাব ২১৯/৯ (আদিল ৩২, তানভির ২৫, রাকিব ৮০*, আহরার ২২; আরিফ ২/২৯, নাঈম ২/৪০)। ম্যাচসেরা : মোহাম্মদ রাকিব।