অষ্টাদশ আসরের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে ১৭৪/৮ রানে ধরে রেখে ফিল সল্ট ও ভিরাট কোহলির ঝড়ো ফিফটিতে ৭ উইকেটে অনায়াস জয়ে আইপিএল অভিযান শুরু করলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলে কোহলি স্পর্শ করেন একটি মাইলফলক।
গত আসরের এলিমিনেটর ম্যাচে হেরে বিদায় নিয়েছিল কোহলির বেঙ্গালুরু। ওই ম্যাচে ৩৩ রান করার পথে প্রথম ক্রিকেটার হিসেবে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লীগে আট হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
নতুন আসরের উদ্বোধনী ম্যাচে ৩৮ রানে পৌঁছে কলকাতার বিপক্ষে হাজার রান পূর্ণ হয় তার। আইপিএলে ভিন্ন চারটি দলের বিপক্ষে হাজার রান করা প্রথম ক্রিকেটার তিনিই। দিল্লির বিপক্ষে তার রান এক হাজার ৫৭, চেন্নাইর বিপক্ষে এক হাজার ৫৩ আর পাঞ্জাবের বিপক্ষে এক হাজার ৩০।
কোহলির টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪০০তম ম্যাচ এটি। উপলক্ষটা রাঙালেন তিনি ব্যাট হাতে।
আইপিএলে ভিন্ন তিন দলের বিপক্ষেও হাজার রান নেই আর কারও। দুই দলের বিপক্ষে আছে ডেভিড ওয়ার্নার (কলকাতা ও পাঞ্জাব) ও রোহিত শার্মার (কলকাতা ও দিল্লি)। চেন্নাইয়ের বিপক্ষে হাজার রান আছে শিখার ধাওয়ানের। ২০০৮ সালে আইপিএলের শুরু থেকে বেঙ্গালুরুর হয়েই খেলছেন কোহলি।
রোববার, ২৩ মার্চ ২০২৫
অষ্টাদশ আসরের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে ১৭৪/৮ রানে ধরে রেখে ফিল সল্ট ও ভিরাট কোহলির ঝড়ো ফিফটিতে ৭ উইকেটে অনায়াস জয়ে আইপিএল অভিযান শুরু করলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলে কোহলি স্পর্শ করেন একটি মাইলফলক।
গত আসরের এলিমিনেটর ম্যাচে হেরে বিদায় নিয়েছিল কোহলির বেঙ্গালুরু। ওই ম্যাচে ৩৩ রান করার পথে প্রথম ক্রিকেটার হিসেবে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লীগে আট হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
নতুন আসরের উদ্বোধনী ম্যাচে ৩৮ রানে পৌঁছে কলকাতার বিপক্ষে হাজার রান পূর্ণ হয় তার। আইপিএলে ভিন্ন চারটি দলের বিপক্ষে হাজার রান করা প্রথম ক্রিকেটার তিনিই। দিল্লির বিপক্ষে তার রান এক হাজার ৫৭, চেন্নাইর বিপক্ষে এক হাজার ৫৩ আর পাঞ্জাবের বিপক্ষে এক হাজার ৩০।
কোহলির টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪০০তম ম্যাচ এটি। উপলক্ষটা রাঙালেন তিনি ব্যাট হাতে।
আইপিএলে ভিন্ন তিন দলের বিপক্ষেও হাজার রান নেই আর কারও। দুই দলের বিপক্ষে আছে ডেভিড ওয়ার্নার (কলকাতা ও পাঞ্জাব) ও রোহিত শার্মার (কলকাতা ও দিল্লি)। চেন্নাইয়ের বিপক্ষে হাজার রান আছে শিখার ধাওয়ানের। ২০০৮ সালে আইপিএলের শুরু থেকে বেঙ্গালুরুর হয়েই খেলছেন কোহলি।