চোটের কারণে আইপিএলের আগের আসরে খেলা হয়নি জফ্রা আর্চারের। এবারের আসরে নিজের প্রথম ম্যাচে ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিংয়ের বিব্রতকর রেকর্ড এখন তার।
রোববার রাজস্থানের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৮৬ রান করেছে হায়দরাবাদ। যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।
তাদের বিশাল পুঁজির বিপরীতে সবচেয়ে বড় ঝড় গেছে আর্চারের ওপর দিয়ে। ৪ ওভারে ৭৬ রান দিয়ে উইকেটবিহীন থাকেন তিনি। আর্চার ৪ ওভার মাত্র একটি ডট দিতে পারেন। ১০ চারের পাশাপাশি হজম করেন ৬ ছক্কা। তাছাড়া, দুটি ওয়াইড ও একটি নো বল দেন ২৯ বছর বয়সী তারকা।
গত আসরে গুজরাট দলের হয়ে দিল্লির বিপক্ষে ৪ ওভারে ৭৩ রান দিয়েছিলেন মোহিত শর্মা। রোববার অনাকাক্সিক্ষত কীর্তি মুক্তি মিলেছে এই ভারতীয় পেস বোলারের।
রোববার, ২৩ মার্চ ২০২৫
চোটের কারণে আইপিএলের আগের আসরে খেলা হয়নি জফ্রা আর্চারের। এবারের আসরে নিজের প্রথম ম্যাচে ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিংয়ের বিব্রতকর রেকর্ড এখন তার।
রোববার রাজস্থানের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ২৮৬ রান করেছে হায়দরাবাদ। যা আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ।
তাদের বিশাল পুঁজির বিপরীতে সবচেয়ে বড় ঝড় গেছে আর্চারের ওপর দিয়ে। ৪ ওভারে ৭৬ রান দিয়ে উইকেটবিহীন থাকেন তিনি। আর্চার ৪ ওভার মাত্র একটি ডট দিতে পারেন। ১০ চারের পাশাপাশি হজম করেন ৬ ছক্কা। তাছাড়া, দুটি ওয়াইড ও একটি নো বল দেন ২৯ বছর বয়সী তারকা।
গত আসরে গুজরাট দলের হয়ে দিল্লির বিপক্ষে ৪ ওভারে ৭৩ রান দিয়েছিলেন মোহিত শর্মা। রোববার অনাকাক্সিক্ষত কীর্তি মুক্তি মিলেছে এই ভারতীয় পেস বোলারের।