হার্টে স্টেন্ট বসানোর পর আগের তুলনায় কিছুটা ভালো আছেন তামিম ইকবাল। জ্ঞান ফিরেছে বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনারের। এখন চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তিনি।
কার্ডিয়াক কেয়ার ইউনিট (CCU) থেকে বের হয়ে বিসিবি পরিচালক মাহবুব আনাম সাংবাদিকদের জানান, তামিমের শারীরিক অবস্থা উন্নতির দিকে। এসময় তার সঙ্গে ছিলেন বিসিবির আরেক পরিচালক ও তামিমের চাচা আকরাম খান।
তবে চিকিৎসকদের মতে, স্টেন্ট বসানোর পরের ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তামিমকে এখনই ছাড়পত্র দেওয়া হবে না এবং তিনি পর্যবেক্ষণে থাকবেন।
সোমবার (১৮ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে টস করেছিলেন। তবে অসুস্থ হয়ে পড়ায় ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি।
হুট করে বুকে ব্যথা অনুভব করলে কাছাকাছি থাকা কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি করা হয় তামিমকে। সেখানেই এনজিওগ্রাম করানো হলে তার হার্টে একটি ব্লক ধরা পড়ে এবং দ্রুত স্টেন্ট বসানো হয়।
সোমবার, ২৪ মার্চ ২০২৫
হার্টে স্টেন্ট বসানোর পর আগের তুলনায় কিছুটা ভালো আছেন তামিম ইকবাল। জ্ঞান ফিরেছে বাংলাদেশের সর্বকালের সেরা ওপেনারের। এখন চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন তিনি।
কার্ডিয়াক কেয়ার ইউনিট (CCU) থেকে বের হয়ে বিসিবি পরিচালক মাহবুব আনাম সাংবাদিকদের জানান, তামিমের শারীরিক অবস্থা উন্নতির দিকে। এসময় তার সঙ্গে ছিলেন বিসিবির আরেক পরিচালক ও তামিমের চাচা আকরাম খান।
তবে চিকিৎসকদের মতে, স্টেন্ট বসানোর পরের ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তামিমকে এখনই ছাড়পত্র দেওয়া হবে না এবং তিনি পর্যবেক্ষণে থাকবেন।
সোমবার (১৮ মার্চ) ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে টস করেছিলেন। তবে অসুস্থ হয়ে পড়ায় ফিল্ডিংয়ে নামতে পারেননি তিনি।
হুট করে বুকে ব্যথা অনুভব করলে কাছাকাছি থাকা কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজে ভর্তি করা হয় তামিমকে। সেখানেই এনজিওগ্রাম করানো হলে তার হার্টে একটি ব্লক ধরা পড়ে এবং দ্রুত স্টেন্ট বসানো হয়।