ক্রীড়া বার্তা পরিবেশক

সোমবার, ২৪ মার্চ ২০২৫

বাংলাদেশি ও ভারতীয় খেলোয়াড়দের মধ্যে পার্থক্য নেই: জামাল

বাংলাদেশি ও ভারতীয় খেলোয়াড়দের মধ্যে পার্থক্য নেই: জামাল

সোমবার, ২৪ মার্চ ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

ভারত ম্যাচ সামনে রেখে এবার যেন আরও বেশি আত্মবিশ্বাসী জামাল ভূঁইয়া। ভারত ম্যাচের লক্ষ্য জানাতে গিয়ে দৃঢ় কণ্ঠে বাংলাদেশ অধিনায়ক বলেন, ভারতের সঙ্গে নিজেদের ‘বড় পার্থক্য’ দেখেন না তিনি।

এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ কেবল ভারত নয়। স্থানীয় দর্শকরাও। গ্যালারিতে সরব উপস্থিতি থাকবে তাদের। তবে, এসব নিয়ে কোনো চাপ অনুভব করছেন না জামাল।

‘ভারতে ফের আসতে পেরে ভালো লাগছে এবং এখানে আমার ভালো স্মৃতি আছে। অবশ্যই এই রুমের মধ্যে যারা আছেন, তাদের মতো আমিও আজকের ম্যাচ নিয়ে রোমাঞ্চিত। আসলে, ভারতের প্রতিপক্ষ হয়ে এখানে এলে ম্যাচের আগে, পরে সবসময়ই আপনি মানুষের উন্মাদনা অনুভব করবেন। তবে যখন খেলতে মাঠে নেমে পড়বেন, তখন মনোযোগ ম্যাচেই দেবেন। দর্শক কী বলছে, সেদিকে আপনার মনোযোগ থাকবে না। আপনি নিজের মধ্যে, নিজের ভাবনাতে থাকবেন।’

‘আমি যেটা বলছি, তা হচ্ছে, ম্যাচের আগে আপনি এই আবহ অনুভব করবেন, একটু চাপও অনুভব করবেন। টের পাবেন প্রত্যাশা বাড়ছে। তো এই বিষয়গুলো সবসময় ম্যাচের আগে হয়, কিন্তু যখনই ম্যাচটা শুরু হয়ে যায়, সেটার উত্তেজনা এত বেশি থাকে যে, আপনি আর দর্শকের বিষয়টি অনুভব করতে পারবেন না।’

‘হামজার দলে অন্তর্ভুক্তি ইতিবাচক দিকগুলোর একটি। কিন্তু যারা স্থানীয় খেলোয়াড়, তারাও তাদের খেলার মান উন্নত করেছে। আমি মনে করি, তাদের মানসিকতার বদল হয়েছে এবং অবশ্যই কোচ যখন এসেছিলেন, তখনকার চেয়ে এখন আমরা একেবারেই ভিন্ন ঘরানার ফুটবল খেলি। তো অনেক বিষয় বদলেছে এবং আমি মনে করি, দুই বছর আগের সাফের সময়ের চেয়ে এখন দলের খেলোয়াড়েরা আরও বেশি প্রস্তুত। এ কারণেই আমরা বলছি, আমরা খুবই শক্তিশালী দল।’

ভারত ম্যাচের লক্ষের প্রশ্নের তাই জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছেন না জানিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন,

‘আমি এখনও মনে করি বিপিএল ও আইএসএলের মধ্যে পার্থক্য অনেক। এখনও মনে করি, বিপিএলের চেয়ে আইএসএলের মান ভালো। কিন্তু স্থানীয় খেলোয়াড়দের দিক থেকে বাংলাদেশি এবং ভারংতীয়দের মধ্যে আমি মনে করি না, বড় পার্থক্য আছে।’

‘আপনি যখন আপনার বড় ভাইয়ের বিপক্ষে খেলেন, তখন সবসময় জিততে চান। তাই না? আমরা কিন্তু সেটাই করতে চাই। র‌্যাঙ্কিং নিয়ে আমি চিন্তা করি না। আমার মনোযোগ শুধু ম্যাচ জিততে হবে।’

‘খেলা’ : আরও খবর

» কম ঝুঁকিতে বেশি রানের পথ খুঁজছেন তানজিদরা

» আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, অস্ট্রিয়াকে হারিয়ে ১৭তম বাংলাদেশ

» ক্রিকেট লীগ: ১২ ক্লাব নিয়েই লীগ শুরুর প্রস্তুতি

» বিশ্বকাপের প্রস্তুতি শুরুর সিরিজে জয়ের লক্ষ্য দু’দলের

» শিরোপার আশা বাঁচিয়ে রাখলো রংপুর

» ইউনেক্স কানাডিয়ান ব্যাডমিন্টনে অহিদুল-জুমারের ব্রোঞ্জজয়

» দুবাইয়ের প্রথম জয়ে মোস্তাফিজের ২ উইকেট

» অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলে বাংলাদেশের আরহাম

» সেল্টা ভিগোর কাছে হেরে রেফারির প্রতি ক্ষুব্ধ রেয়াল কোচ

» কাবাডিতে মহিলা একাডেমি চ্যাম্পিয়ন

» টাইগার ব্যাটারদের ঘাটতি পূরণের উদ্যোগ

» বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

» আর্জেন্টিনা মিশন শুরু করবে আলজেরিয়া ম্যাচ দিয়ে

» সোমবার অস্ট্রিয়াকে হারালে ট্রফি বাংলাদেশের

» ক্যারম বিশ্বকাপে রুপা ও ব্রোঞ্জ জয় বাংলাদেশের

» তোরেসের হ্যাটট্রিকে বড় জয় বার্সার

» ইংল্যান্ডকে ৮ উইকেটে বিধ্বস্ত করে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

» এমএলএস কাপ: শেষ ম্যাচে চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের