বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার বিপক্ষে বড় পরিবর্তন নিয়ে নামছে ব্রাজিল। চোট ও শৃঙ্খলাজনিত কারণে চারটি পরিবর্তন অনিবার্য, তার সঙ্গে কৌশলগত কারণে আরও দুটি পরিবর্তন আনতে চলেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। সব মিলিয়ে অন্তত ছয়টি পরিবর্তন আসছে শুরুর একাদশে।
বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। চোটের কারণে খেলতে পারবেন না ডিফেন্ডার জেহসন ও গোলরক্ষক আলিসন, আর হলুদ কার্ডের কারণে নিষিদ্ধ মিডফিল্ডার ব্রুনো গিমারাইস ও ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইস।
এই চারজনের জায়গায় নতুন খেলোয়াড় আনতেই হবে কোচের। এর বাইরে দুটি কৌশলগত পরিবর্তন আনছেন দরিভাল। সংবাদ সম্মেলনে তিনি জানান, ভান্দেরসনের বদলে খেলবেন ওয়েজলি এবং জোয়াও পেদ্রোর জায়গায় আসছেন মাথেউস কুইয়া।
আর্জেন্টিনার বিপক্ষে কুইয়া ও ওয়েজলির ভূমিকা কী হতে পারে, সে সম্পর্কেও ধারণা দিয়েছেন ব্রাজিল কোচ। তার মতে, কলম্বিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেই মূল একাদশে জায়গা করে নিয়েছেন তারা।
দলের এই পরিবর্তন নিয়ে খুব একটা দুশ্চিন্তায় নেই দরিভাল জুনিয়র। বরং তিনি আশাবাদী, মনুমেন্তাল স্টেডিয়ামে শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল ভালো লড়াই করবে।
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার বিপক্ষে বড় পরিবর্তন নিয়ে নামছে ব্রাজিল। চোট ও শৃঙ্খলাজনিত কারণে চারটি পরিবর্তন অনিবার্য, তার সঙ্গে কৌশলগত কারণে আরও দুটি পরিবর্তন আনতে চলেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। সব মিলিয়ে অন্তত ছয়টি পরিবর্তন আসছে শুরুর একাদশে।
বাংলাদেশ সময় আগামী বুধবার সকালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। চোটের কারণে খেলতে পারবেন না ডিফেন্ডার জেহসন ও গোলরক্ষক আলিসন, আর হলুদ কার্ডের কারণে নিষিদ্ধ মিডফিল্ডার ব্রুনো গিমারাইস ও ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইস।
এই চারজনের জায়গায় নতুন খেলোয়াড় আনতেই হবে কোচের। এর বাইরে দুটি কৌশলগত পরিবর্তন আনছেন দরিভাল। সংবাদ সম্মেলনে তিনি জানান, ভান্দেরসনের বদলে খেলবেন ওয়েজলি এবং জোয়াও পেদ্রোর জায়গায় আসছেন মাথেউস কুইয়া।
আর্জেন্টিনার বিপক্ষে কুইয়া ও ওয়েজলির ভূমিকা কী হতে পারে, সে সম্পর্কেও ধারণা দিয়েছেন ব্রাজিল কোচ। তার মতে, কলম্বিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেই মূল একাদশে জায়গা করে নিয়েছেন তারা।
দলের এই পরিবর্তন নিয়ে খুব একটা দুশ্চিন্তায় নেই দরিভাল জুনিয়র। বরং তিনি আশাবাদী, মনুমেন্তাল স্টেডিয়ামে শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল ভালো লড়াই করবে।