জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বর্তমানে গাজীপুরের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল সোমবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাঁর হার্টে ব্লক ধরা পড়ে এবং দ্রুতই রিং পরানো হয়।
আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট জানিয়েছেন তামিম।
তামিম লেখেন, “গতকাল দিনটি শুরু করার সময় আমি কি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে? আল্লাহর অশেষ রহমত আর আপনাদের দোয়ায় আমি ফিরে এসেছি। বিপদের মুহূর্তে কিছু অসাধারণ মানুষকে পাশে পেয়েছি, যাদের প্রচেষ্টায় আমি সংকট কাটিয়ে উঠতে পেরেছি।”
তিনি আরও বলেন, “কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জীবন কতটা ক্ষণস্থায়ী। এই ছোট জীবনে যদি কিছু করতে না পারি, অন্তত একে অপরের বিপদে যেন পাশে দাঁড়াই— এটিই আমার অনুরোধ।”
সবশেষে তিনি সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে নিজের এবং পরিবারের জন্য দোয়া চেয়েছেন।