ক্রীড়া বার্তা পরিবেশক

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

সেঞ্চুরি করে জয়ের নায়ক বিজয়

image

সেঞ্চুরি করে জয়ের নায়ক বিজয়

মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

প্রিমিয়ার ক্রিকেট লীগে মঙ্গলবার লিটন দাস ও আজিজুল হাকিম তামিমের জোড়া হাফ সেঞ্চুরিকে স্নান করে জয়ের নায়ক হন এনামুল হক বিজয়। বিকেএসপির চার নম্বর মাঠে

আগে ব্যাটিং করে গুলশান ক্রিকেট ক্লাব আজিজুলের ৫৩ ও লিটনের ৮৩ রানে ২৮১ রান করে। জবাবে বিজয়ের অপরাজিত ১৪৪ রানে ১০ বল আগে ৪ উইকেটে জয় পায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। অধিনায়কোচিত ইনিংস খেলে ম্যাচসেরা হন বিজয়।

গুলশানের দেয়া ২৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে গাজীর দুই ওপেনার সাদিকুর রহমান ও বিজয় ১০৬ রানের জুটি গড়েন। সাদিকুর ৪৫ রানে আউট হন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে গাজীর ব্যাটাররা। তবে একপ্রান্ত আগলে রাখেন বিজয়। শেষ পর্যন্ত ১৪৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি। ১৪২ বলে ১১ চার ও ৩ ছক্কায় নিজের ইনিংসটি সাজান এই ওপেনার।

গুলশানের বোলারদের মধ্যে আব্দুল গাফফার, আবু হাসিম ও আমিনুল ইসলাম বিপ্লব প্রত্যেকে দুটি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে গুলশান ৮ উইকেট হারিয়ে ২৮১ রান সংগ্রহ করে। সর্বোচ্চ ৮৩ রান আসে লিটনের ব্যাট থেকে। ৬২ বলে ৭ চার ও ৫ ছক্কায় খেলেন বিস্ফোরক এই ইনিংস। এছাড়া আজিজুলের ব্যাট থেকে আসে ৫৩ রান।

গাজীর বোলারদের মধ্যে মোহাম্মদ ইলিয়াস সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন।

রাতুলের ঘূর্ণিতে রূপগঞ্জের বড় জয়

বাঁহাতি স্পিনার সামিউন বশির রাতুলের ঘূর্ণিতে ১৭২ রানের বড় জয় তুলে নেয় লিজেন্ডস অব রূপগঞ্জ।

মঙ্গলবার শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করে রূপগঞ্জ টাইগার্সকে ২৯৯ রানের লক্ষ্য দেয় লিজেন্ডস অব রূপগঞ্জ। ইনিংসের চতুর্থ ওভারেই তানজিম হাসান সাকিব তোপ দাগান। এরপর শুরু হয় রাতুলের ঘূর্ণিজাদু।

তার স্পিনে রূপগঞ্জ টাইগার্সের ব্যাটাররা একের পর এক উইকেট হারাতে থাকেন। ওপেনার আব্দুল মজিদই খানিকটা প্রতিরোধ গড়তে পেরেছেন। ৭৭ বলে ৪৩ রানের ইনিংস খেলে আউট হন এই ওপেনার। এর বাইরে আরিফুল হক ২৫ ও ১১ রানের ইনিংস খেলেন মাহমুদুল হাসান লিমন। তাতেই ৪২.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৬ রান করতে পারে তারা।

রাতুল ২৭ রানে ৫টি উইকেট শিকার করে ম্যাচসেরা হন। এর বাইরে তানজিম সাকিব ও তানভীর ইসলাম দুটি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে লিজেন্ডস অব রূপগঞ্জ তানজিদ ও জাকেরের জোড়া সেঞ্চুরিতে ২৯৮ রান সংগ্রহ করে। তানজিদ ৫৯ বলে ৬১ রানের ইনিংস খেলেন।

জাকের ৮৫ বলে ৫ চার ও ২ ছক্কায় খেলেন ৭৩ রানের ইনিংস। এর বাইরে রাতুলের ৩৪ বলে ৪০ রান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রূপগঞ্জের বড় ইনিংস গড়তে। এছাড়া শেখ মেহেদী হাসান ১৫ বলে অপরাজিত ৩৫ রানের ইনিংস খেলেন।

রূপগঞ্জ টাইগার্সের বোলারদের মধ্যে হুসনা হাবিব মেহেদী দুটি উইকেট নেন। এছাড়া মাহমুদুল হাসান, আল আমিন জুনিয়র, মঈনুল ইসলাম নেন একটি করে উইকেট।

‘খেলা’ : আরও খবর

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

» সহজ ম্যাচ বলে কিছু নেই: স্কালোনি

» ‘কঠিন’ গ্রুপে ব্রাজিল: কোচ আনচেলত্তি

» বোয়েটেংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের জয়, আবাহনীর ড্র

» শারীরিক শিক্ষা কলেজ চ্যাম্পিয়ন

» বসুন্ধরা কিংসের জয়যাত্রা

» চরম অব্যবস্থাপনার ম্যাচে জয় সাও বার্নার্দোর

» পিংকির বোলিংয়ে সিরিজে সমতায় ফিরালো বাংলাদেশ

» লাতিন বাংলা টুর্নামেন্ট উপলক্ষে ঢাকায় আসছেন কাফু ও ক্যানিজিয়া

» হোপের সেঞ্চুরি ও গ্রেভসের ফিফটিতে উইন্ডিজের লড়াই

» ভারত-দক্ষিণ আফ্রিকা অলিখিত ফাইনাল শনিবার

» তিন বছর পর প্রিমিয়ার ভলিবল লীগ

» ব্রিসবেন টেস্টে লিড নিয়েছে অস্ট্রেলিয়া

» আইসিসির মাস সেরার লড়াইয়ে তাইজুল

» ‘বাড়িতে বসেও বিশ্বকাপ দেখতে পারি’

» জিতেছে আর্সেনাল, এমবাপ্পের জোড়া গোলে জয় রেয়ালের

» টি-টোয়েন্টিতে টাইগারদের রেকর্ড সাফল্যের বছর

» প্রতিবন্ধীদের টি-টেন ক্রিকেটে চ্যাম্পিয়ন মেঘনা

» ল্যাথাম-রবীন্দ্রর জোড়া সেঞ্চুরিতে ৪৮১ রানে এগিয়ে নিউজিল্যান্ড

সম্প্রতি