ফাইল ছবি
দুই বছর আগে আর্থিক সংকটের কারণে অলিম্পিক ফুটবল বাছাই খেলতে মিয়ানমারে যেতে পারেননি বাংলাদেশ নারী ফুটবল দল। এ নিয়ে হইচই কম হয়নি ফুটবলাঙ্গণে। এবার সেই মিয়ানমারেই মেয়েদের যেতে হবে এশিয়ান কাপ বাছাই পর্ব খেলার জন্য।বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশন সদরদপ্তরে নারী এশিয়ান কাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ‘সি’ গ্রুপে পড়েছে। বাংলাদেশের গ্রুপের খেলা আগামী ২৩ জুন থেকে আগামী ৫ জুলাই অনুষ্ঠিত হবে মিয়ানমারে। এই গ্রুপের অন্য তিন প্রতিপক্ষ বাহরাইন, তুর্কমেনিস্তান ও স্বাগতিক মিয়ানমার। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ পর্যায়ে ২০১৭ ও ’১৯ সালে টানা দুইবার এশিয়ার মূল পর্বে খেললেও সিনিয়র দলের কখনও খেলার সুযোগ হয়নি। নারী এশিয়ান কাপ বাছাইয়ে ৩৪ দলকে আটটি গ্রুপে বিভক্ত করা হয়। যার মধ্যে ছয়টি গ্রুপে চারটি করে এবং বাকি দুই গ্রুপে পাঁচটি করে দল রয়েছে। আট গ্রুপর চ্যাম্পিয়ন দল আগামী বছর ১-২৬ মার্চ অনুষ্ঠিতব্য মূল পর্বে অংশ নেবে। বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন চীন ও আরও দুই শীর্ষ দেশ কোরিয়া এবং জাপান সরাসরি মূল পর্বে খেলবে। বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি আগামী এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই শুরু করবে। বাফুফে ৫৫ জন ফুটবলারকে ক্যাম্পে ডেকেছে ঈদের পর।
সাবিনারা ক্যাম্পে ডাক পেলেও পিটার বাটলারের অধীনে অনুশীলন করবেন কিনা আবার বাটলারও তাদের কয়েকজনকে অনুশীলন করাবেন কিনা এই দ্বন্দ্বের এখনও সমাধান হয়নি।
নারীদের ফুটবলে ফিফা র্যাঙ্কিংয়ে ৫৫তম স্থানে থাকা মিয়ানমার এই গ্রুপের শীর্ষ র্যাঙ্কিংয়ের দল, বাহরাইন র্যাঙ্কিংয়ে ৯২তম স্থানে রয়েছে।
গ্রুপিং : ‘এ’ গ্রুপ- ইরান, জর্ডান, লেবানন, সিঙ্গাপুর, ভুটান। ‘বি’- থাইল্যান্ড, ভারত, মঙ্গোলিয়া, পূর্ব তিমুর, ইরাক। ‘সি’- গ্রুপে বাংলাদেশ। ‘ডি’- চীনা তাইপে, ইন্দোনেশিয়া, কিরগিজ প্রজাতন্ত্র, পাকিস্তান। ‘ই’- ভিয়েতনাম, গুয়াম, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ। ‘এফ’- উজবেকিস্তান, নেপাল, লাওস, শ্রীলঙ্কা । ‘জি’ -ফিলিপাইন, হংকং, চীন, কম্বোডিয়া, সৌদি আরব এবং ‘এইচ’- গ্রুপে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ফিলিস্তিন, তাজিকিস্তান চূড়ান্ত পর্বের টিকেটের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।
বাছাইপর্ব আগামী ২৩ জুন থেকে আগামী ৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। আটটি গ্রুপ বিজয়ী আগামী ২০২৬ সালের ১ থেকে ২৬ মার্চ পর্যন্ত তিনটি আয়োজক শহরে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে বর্তমান চ্যাম্পিয়ন চীন, কোরিয়া এবং জাপানের সঙ্গে যোগ দেবে।
ফাইল ছবি
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
দুই বছর আগে আর্থিক সংকটের কারণে অলিম্পিক ফুটবল বাছাই খেলতে মিয়ানমারে যেতে পারেননি বাংলাদেশ নারী ফুটবল দল। এ নিয়ে হইচই কম হয়নি ফুটবলাঙ্গণে। এবার সেই মিয়ানমারেই মেয়েদের যেতে হবে এশিয়ান কাপ বাছাই পর্ব খেলার জন্য।বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়ান ফুটবল কনফেডারেশন সদরদপ্তরে নারী এশিয়ান কাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ‘সি’ গ্রুপে পড়েছে। বাংলাদেশের গ্রুপের খেলা আগামী ২৩ জুন থেকে আগামী ৫ জুলাই অনুষ্ঠিত হবে মিয়ানমারে। এই গ্রুপের অন্য তিন প্রতিপক্ষ বাহরাইন, তুর্কমেনিস্তান ও স্বাগতিক মিয়ানমার। বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ পর্যায়ে ২০১৭ ও ’১৯ সালে টানা দুইবার এশিয়ার মূল পর্বে খেললেও সিনিয়র দলের কখনও খেলার সুযোগ হয়নি। নারী এশিয়ান কাপ বাছাইয়ে ৩৪ দলকে আটটি গ্রুপে বিভক্ত করা হয়। যার মধ্যে ছয়টি গ্রুপে চারটি করে এবং বাকি দুই গ্রুপে পাঁচটি করে দল রয়েছে। আট গ্রুপর চ্যাম্পিয়ন দল আগামী বছর ১-২৬ মার্চ অনুষ্ঠিতব্য মূল পর্বে অংশ নেবে। বর্তমান এশিয়ান চ্যাম্পিয়ন চীন ও আরও দুই শীর্ষ দেশ কোরিয়া এবং জাপান সরাসরি মূল পর্বে খেলবে। বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি আগামী এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই শুরু করবে। বাফুফে ৫৫ জন ফুটবলারকে ক্যাম্পে ডেকেছে ঈদের পর।
সাবিনারা ক্যাম্পে ডাক পেলেও পিটার বাটলারের অধীনে অনুশীলন করবেন কিনা আবার বাটলারও তাদের কয়েকজনকে অনুশীলন করাবেন কিনা এই দ্বন্দ্বের এখনও সমাধান হয়নি।
নারীদের ফুটবলে ফিফা র্যাঙ্কিংয়ে ৫৫তম স্থানে থাকা মিয়ানমার এই গ্রুপের শীর্ষ র্যাঙ্কিংয়ের দল, বাহরাইন র্যাঙ্কিংয়ে ৯২তম স্থানে রয়েছে।
গ্রুপিং : ‘এ’ গ্রুপ- ইরান, জর্ডান, লেবানন, সিঙ্গাপুর, ভুটান। ‘বি’- থাইল্যান্ড, ভারত, মঙ্গোলিয়া, পূর্ব তিমুর, ইরাক। ‘সি’- গ্রুপে বাংলাদেশ। ‘ডি’- চীনা তাইপে, ইন্দোনেশিয়া, কিরগিজ প্রজাতন্ত্র, পাকিস্তান। ‘ই’- ভিয়েতনাম, গুয়াম, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ। ‘এফ’- উজবেকিস্তান, নেপাল, লাওস, শ্রীলঙ্কা । ‘জি’ -ফিলিপাইন, হংকং, চীন, কম্বোডিয়া, সৌদি আরব এবং ‘এইচ’- গ্রুপে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ফিলিস্তিন, তাজিকিস্তান চূড়ান্ত পর্বের টিকেটের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।
বাছাইপর্ব আগামী ২৩ জুন থেকে আগামী ৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে। আটটি গ্রুপ বিজয়ী আগামী ২০২৬ সালের ১ থেকে ২৬ মার্চ পর্যন্ত তিনটি আয়োজক শহরে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে বর্তমান চ্যাম্পিয়ন চীন, কোরিয়া এবং জাপানের সঙ্গে যোগ দেবে।