ইংল্যান্ড সফর থেকে নিজেই সরে যাবেন রোহিত শর্মা। লাল বলের ক্রিকেটে একটানা খারাপ ফর্মের জন্য নাকি এমন করার কথা ভাবছেন ভারত অধিনায়ক। এক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, রোহিত এই সিদ্ধান্ত ইতোমধ্যেই নিয়ে ফেলেছেন। তবে ইংল্যান্ড সফরে যাবেন ভিরাট কোহলি। অস্ট্রেলিয়ায় তিন টেস্টে মাত্র ৩১ রান করেন রোহিত। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য প্রথম টেস্টে ছিলেন না। খারাপ ফর্মের জন্য সিডনিতে শেষ টেস্টেও খেলেননি রোহিত। অধিনায়কত্ব করেন যশপ্রীত বুমরাহ। সেই কারণেই নাকি নিজেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত।
বিসিসিআই ইংল্যান্ড সফরে রোহিতকেই অধিনায়ক হিসেবে পাঠাতে চাইছে। সেই কারণেই আইপিএলের পর ভারতীয় এ দলের হয়ে লায়ন্সের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে দুটি চার দিনের ম্যাচ খেলতে দেখা যাবে রোহিত এবং কোহলিকে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে প্রস্তুতি সারার জন্যই এই দুটি ম্যাচের আয়োজন করা হয়েছে। ৪৫ দিনের সফরে আগামী ২০ জুন হেডিংলিতে প্রথম টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। ২০০৭ সালের পর ইংল্যান্ডের মাটিতে প্রথম সিরিজ জেতার চেষ্টা করবে ভারতীয় দল। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘আগামী ৩০ মে থেকে ক্যান্টারবেরির সেন্ট লরেন্সের স্পিটফায়ার গ্রাউন্ডে প্রথম চারদিনের ম্যাচ খেলা হবে। দ্বিতীয় ম্যাচ এক সপ্তাহ পরে আগামী ৬ জুন নর্থহ্যাম্পটনের কাউন্টি গ্রাউন্ডে হবে।’ আইপিএলের নক আউট পর্বের আগে দল ঘোষণা করা হবে। তবে রোহিত যদি তার আগে নিজেকে সরিয়ে নেয়, তাহলে নতুন করে ভাবতে হবে বিসিসিআইকে।
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
ইংল্যান্ড সফর থেকে নিজেই সরে যাবেন রোহিত শর্মা। লাল বলের ক্রিকেটে একটানা খারাপ ফর্মের জন্য নাকি এমন করার কথা ভাবছেন ভারত অধিনায়ক। এক সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, রোহিত এই সিদ্ধান্ত ইতোমধ্যেই নিয়ে ফেলেছেন। তবে ইংল্যান্ড সফরে যাবেন ভিরাট কোহলি। অস্ট্রেলিয়ায় তিন টেস্টে মাত্র ৩১ রান করেন রোহিত। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য প্রথম টেস্টে ছিলেন না। খারাপ ফর্মের জন্য সিডনিতে শেষ টেস্টেও খেলেননি রোহিত। অধিনায়কত্ব করেন যশপ্রীত বুমরাহ। সেই কারণেই নাকি নিজেই সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রোহিত।
বিসিসিআই ইংল্যান্ড সফরে রোহিতকেই অধিনায়ক হিসেবে পাঠাতে চাইছে। সেই কারণেই আইপিএলের পর ভারতীয় এ দলের হয়ে লায়ন্সের বিপক্ষে ইংল্যান্ডের মাটিতে দুটি চার দিনের ম্যাচ খেলতে দেখা যাবে রোহিত এবং কোহলিকে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে প্রস্তুতি সারার জন্যই এই দুটি ম্যাচের আয়োজন করা হয়েছে। ৪৫ দিনের সফরে আগামী ২০ জুন হেডিংলিতে প্রথম টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। ২০০৭ সালের পর ইংল্যান্ডের মাটিতে প্রথম সিরিজ জেতার চেষ্টা করবে ভারতীয় দল। ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘আগামী ৩০ মে থেকে ক্যান্টারবেরির সেন্ট লরেন্সের স্পিটফায়ার গ্রাউন্ডে প্রথম চারদিনের ম্যাচ খেলা হবে। দ্বিতীয় ম্যাচ এক সপ্তাহ পরে আগামী ৬ জুন নর্থহ্যাম্পটনের কাউন্টি গ্রাউন্ডে হবে।’ আইপিএলের নক আউট পর্বের আগে দল ঘোষণা করা হবে। তবে রোহিত যদি তার আগে নিজেকে সরিয়ে নেয়, তাহলে নতুন করে ভাবতে হবে বিসিসিআইকে।