সাদমান ইসলাম
শেরেবাংলা স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৮৯ রানে হারায় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। ৩০৭ রানের পুঁজি নিয়ে তারকাখচিত দলকে ২১৭ রানে গুটিয়ে দেয় এবারই প্রথম বিভাগ থেকে উঠে আসা ক্লাবটি।
দুই দলই আগেই নিশ্চিত করেছে সুপার লীগের টিকেট। ১১ ম্যাচে অগ্রণী ব্যাংকের সংগ্রহ ১৪ পয়েন্ট। ১৩ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই রূপগঞ্জ।
অগ্রণী ব্যাংককে বড় সংগ্রহ এনে দেওয়ার কারিগর টপ-অর্ডারের তিন ব্যাটসম্যান সাদমান ইসলাম, ইমরানউজ্জামান ও অমিত হাসান।
টেস্ট সিরিজের জন্য জাতীয় দলে যোগ দেওয়ার আগে ৮৭ রানের চমৎকার ইনিংস খেলেন সাদমান। এবারের লিগে এটি তার চতুর্থ পঞ্চাশছোঁয়া ইনিংস। উদ্বোধনী জুটিতে ইমরানের সঙ্গে যোগ করেন ১০৫ রান। ঠিক ৫০ রান করে আউট হন কিপার-ব্যাটসম্যান।
তিন নম্বরে নামা অমিত খেলেন ৫৯ রানের ইনিংস। সাদমানের সঙ্গে তার জুটিতে আসে ৮৪ রান। মার্শাল আইয়ুবও ফিফটির সম্ভাবনা জাগান। তবে ৪৮ রানে আউট হয়ে যান অভিজ্ঞ ব্যাটসম্যান।
বড় লক্ষ্যে শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় রূপগঞ্জ। দলের ছয় ব্যাটসম্যান ২০ পেরিয়ে গেলেও কেউই ৩৫ ছুঁতে পারেননি। সর্বোচ্চ ৩৩ রান করেন মাহমুদুল হাসান জয়। দারুণ বোলিংয়ে ৪ উইকেট নেন রবিউল হক।
সংক্ষিপ্ত স্কোর : অগ্রণী ব্যাংক ক্লাব ৩০৬/৬ (সাদমান ৮৭, ইমরানউজ্জামান ৫০, অমিত ৫৯, মার্শাল ৪৮, শুভাগত ২০ ; রাজা ২/৪৭)। লিজেন্ডস অব রূপগঞ্জ ৪০.১ ওভারে ২১৭ (তানজিদ ২৭, সৌম্য ৩২, জয় ৩৩, আফিফ ২৯, আকবর ৩১, রাতুল ২১ ; রবিউল ৪/৩৯, শহিদুল ২/৪৭, আরিফ ২/৩১)।
ম্যাচসেরা : সাদমান ইসলাম।
সাদমান ইসলাম
রোববার, ১৩ এপ্রিল ২০২৫
শেরেবাংলা স্টেডিয়ামে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৮৯ রানে হারায় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। ৩০৭ রানের পুঁজি নিয়ে তারকাখচিত দলকে ২১৭ রানে গুটিয়ে দেয় এবারই প্রথম বিভাগ থেকে উঠে আসা ক্লাবটি।
দুই দলই আগেই নিশ্চিত করেছে সুপার লীগের টিকেট। ১১ ম্যাচে অগ্রণী ব্যাংকের সংগ্রহ ১৪ পয়েন্ট। ১৩ পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই রূপগঞ্জ।
অগ্রণী ব্যাংককে বড় সংগ্রহ এনে দেওয়ার কারিগর টপ-অর্ডারের তিন ব্যাটসম্যান সাদমান ইসলাম, ইমরানউজ্জামান ও অমিত হাসান।
টেস্ট সিরিজের জন্য জাতীয় দলে যোগ দেওয়ার আগে ৮৭ রানের চমৎকার ইনিংস খেলেন সাদমান। এবারের লিগে এটি তার চতুর্থ পঞ্চাশছোঁয়া ইনিংস। উদ্বোধনী জুটিতে ইমরানের সঙ্গে যোগ করেন ১০৫ রান। ঠিক ৫০ রান করে আউট হন কিপার-ব্যাটসম্যান।
তিন নম্বরে নামা অমিত খেলেন ৫৯ রানের ইনিংস। সাদমানের সঙ্গে তার জুটিতে আসে ৮৪ রান। মার্শাল আইয়ুবও ফিফটির সম্ভাবনা জাগান। তবে ৪৮ রানে আউট হয়ে যান অভিজ্ঞ ব্যাটসম্যান।
বড় লক্ষ্যে শুরু থেকেই নিয়মিত উইকেট হারায় রূপগঞ্জ। দলের ছয় ব্যাটসম্যান ২০ পেরিয়ে গেলেও কেউই ৩৫ ছুঁতে পারেননি। সর্বোচ্চ ৩৩ রান করেন মাহমুদুল হাসান জয়। দারুণ বোলিংয়ে ৪ উইকেট নেন রবিউল হক।
সংক্ষিপ্ত স্কোর : অগ্রণী ব্যাংক ক্লাব ৩০৬/৬ (সাদমান ৮৭, ইমরানউজ্জামান ৫০, অমিত ৫৯, মার্শাল ৪৮, শুভাগত ২০ ; রাজা ২/৪৭)। লিজেন্ডস অব রূপগঞ্জ ৪০.১ ওভারে ২১৭ (তানজিদ ২৭, সৌম্য ৩২, জয় ৩৩, আফিফ ২৯, আকবর ৩১, রাতুল ২১ ; রবিউল ৪/৩৯, শহিদুল ২/৪৭, আরিফ ২/৩১)।
ম্যাচসেরা : সাদমান ইসলাম।