আহরার আমিন
বিকেএসপির ৩ নম্বর মাঠে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে ২ উইকেটে হারায় পারটেক্স স্পোর্টিং ক্লাব। ২৩০ রানের লক্ষ্য ১২ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে তারা। জয় পেলেও রেলিগেশন লীগ অবশ্য খেলতে হবে পারটেক্সের। ১১ ম্যাচে তাদের ৬ পয়েন্ট। প্রথম পর্ব শেষে ৮ পয়েন্ট নিয়ে নিরাপদে ধানমন্ডি। ম্যাচে ৫টি করে উইকেট নেন পারটেক্সের শহিদুল ও ধানমন্ডির সানজামুল। তবে বল হাতে ৩ উইকেটের পর ব্যাটিংয়ে ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচের নায়ক পারটেক্স অধিনায়ক আহরার।
টস হেরে ব্যাটিং পেয়ে ধানমন্ডি ৪০ রানে ৬ উইকেট হারিয়ে অল্পেই গুঁড়িয়ে যাওয়ায় শঙ্কায় পড়ে । সপ্তম উইকেটে ১৩৯ রানের জুটি গড়ে দলকে বিপদ থেকে উদ্ধার করেন ইয়াসির আলি ও মইন খান। তবে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ইয়াসির ৯০ রান করে আউট হন । ৮০ রান করে ফিরেন মইন। ৩১ রানে ৫ উইকেট নেন শহিদুল।
রান তাড়ায় নেমে পারটেক্স পঞ্চাশের আগে হারায় ৪ উইকেট। পঞ্চম উইকেটে ৬৯ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন সাব্বির ও আহরার। এলবিডব্লিউ হয়ে ফেরেন ১ চার ও ৪ ছক্কায় ৪৪ বলে ৪৭ রান করা সাব্বির। পরে অষ্টম উইকেট জুটিতে ৫২ রান যোগ করে দলকে জয়ের কাছে নিয়ে যান আহরার ও মুক্তার আলি। ৩০ রান করে মুক্তার ফিরলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন আহরার। ৩২ রানে ৫ উইকেট নেন স্পিনার সানজামুল।
সংক্ষিপ্ত স্কোর : ধানমন্ডি ক্লাব ৪৯ ওভারে ২২৯ (আজমির ২০, ইয়াসির ৯০, মইন ৮০; শহিদুল ৫/৩১, আহরার ৩/৪২)। পারটেক্স ক্লাব ৪৮ ওভারে ২৩৪/৮ (মইনুল ২৪, সাব্বির ৪৭, আহরার ৮৫*, মুক্তার ৩০; সানজামুল ৫/৩২)।
ম্যাচসেরা : আহরার আমিন।
আহরার আমিন
রোববার, ১৩ এপ্রিল ২০২৫
বিকেএসপির ৩ নম্বর মাঠে ধানমন্ডি স্পোর্টস ক্লাবকে ২ উইকেটে হারায় পারটেক্স স্পোর্টিং ক্লাব। ২৩০ রানের লক্ষ্য ১২ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে তারা। জয় পেলেও রেলিগেশন লীগ অবশ্য খেলতে হবে পারটেক্সের। ১১ ম্যাচে তাদের ৬ পয়েন্ট। প্রথম পর্ব শেষে ৮ পয়েন্ট নিয়ে নিরাপদে ধানমন্ডি। ম্যাচে ৫টি করে উইকেট নেন পারটেক্সের শহিদুল ও ধানমন্ডির সানজামুল। তবে বল হাতে ৩ উইকেটের পর ব্যাটিংয়ে ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচের নায়ক পারটেক্স অধিনায়ক আহরার।
টস হেরে ব্যাটিং পেয়ে ধানমন্ডি ৪০ রানে ৬ উইকেট হারিয়ে অল্পেই গুঁড়িয়ে যাওয়ায় শঙ্কায় পড়ে । সপ্তম উইকেটে ১৩৯ রানের জুটি গড়ে দলকে বিপদ থেকে উদ্ধার করেন ইয়াসির আলি ও মইন খান। তবে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ইয়াসির ৯০ রান করে আউট হন । ৮০ রান করে ফিরেন মইন। ৩১ রানে ৫ উইকেট নেন শহিদুল।
রান তাড়ায় নেমে পারটেক্স পঞ্চাশের আগে হারায় ৪ উইকেট। পঞ্চম উইকেটে ৬৯ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন সাব্বির ও আহরার। এলবিডব্লিউ হয়ে ফেরেন ১ চার ও ৪ ছক্কায় ৪৪ বলে ৪৭ রান করা সাব্বির। পরে অষ্টম উইকেট জুটিতে ৫২ রান যোগ করে দলকে জয়ের কাছে নিয়ে যান আহরার ও মুক্তার আলি। ৩০ রান করে মুক্তার ফিরলেও দলকে জিতিয়েই মাঠ ছাড়েন আহরার। ৩২ রানে ৫ উইকেট নেন স্পিনার সানজামুল।
সংক্ষিপ্ত স্কোর : ধানমন্ডি ক্লাব ৪৯ ওভারে ২২৯ (আজমির ২০, ইয়াসির ৯০, মইন ৮০; শহিদুল ৫/৩১, আহরার ৩/৪২)। পারটেক্স ক্লাব ৪৮ ওভারে ২৩৪/৮ (মইনুল ২৪, সাব্বির ৪৭, আহরার ৮৫*, মুক্তার ৩০; সানজামুল ৫/৩২)।
ম্যাচসেরা : আহরার আমিন।