ইন্দোনেশিয়াগামী বাংলাদেশ হকি দল
এএইচএফ কাপ হকি টুর্নামেন্টে খেলতে বাংলাদেশ জাতীয় হকি দল এখন ইন্দোনেশিয়ায়। মঙ্গলবার (১৫এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাকার্তায় পৌঁছেছেন পুস্কর ক্ষিসা মিমোরা। আগামী ১৭-২৭ এপ্রিল জাকার্তার জেবি টার্ফে শুরু হবে এই টুর্নামেন্ট। যেখানে বি-গ্রুপে বাংলাদেশ আগামী শুক্রবার কাজাখস্তান, রোববার ইন্দোনেশিয়া, ২২ এপ্রিল থাইল্যান্ড ও পরদিন শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ। এই টুর্নামেন্টের সর্বশেষ চারটি আসরে টানা চারবার চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারও সেই প্রত্যাশা নিয়ে গেছেন লাল সবুজের ছেলেরা। ইন্দোনেশিয়া যাওয়ার আগে প্রস্তুতি ম্যাচ নিয়ে আক্ষেপ করেছিলেন অধিনায়ক মিমো। তবে জাকার্তায় দুয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার প্রতিশ্রুতিও পেয়েছেন। এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে স্বাগতিক ইন্দোনেশিয়ার সঙ্গে বড় লড়াই হতে পারে বাংলাদেশের। কারণ মিমোদের সাবেক কোচ মালয়েশিয়ান গোবিনাথান কৃষ্ণমূর্তি এখন স্বাগতিকদের প্রধান কোচ। লাল সবুজের সব বিভাগ সম্পর্কেই যার রয়েছে জ্ঞান।
তবে যাওয়ার আগে ওমানকেই শিরোপা পথের কাঁটা বলে জানিয়েছিলেন অধিনায়ক। মিমোর কথা, ‘ওমানই আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী। ফাইনালে তাদের সঙ্গে আমাদের দেখা হতে পারে। ওমানকে হারাতে পারলেই আমরা আরও একটি শিরোপা নিয়ে দেশে ফিরতে পারব।’
ইন্দোনেশিয়াগামী বাংলাদেশ হকি দল
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
এএইচএফ কাপ হকি টুর্নামেন্টে খেলতে বাংলাদেশ জাতীয় হকি দল এখন ইন্দোনেশিয়ায়। মঙ্গলবার (১৫এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাকার্তায় পৌঁছেছেন পুস্কর ক্ষিসা মিমোরা। আগামী ১৭-২৭ এপ্রিল জাকার্তার জেবি টার্ফে শুরু হবে এই টুর্নামেন্ট। যেখানে বি-গ্রুপে বাংলাদেশ আগামী শুক্রবার কাজাখস্তান, রোববার ইন্দোনেশিয়া, ২২ এপ্রিল থাইল্যান্ড ও পরদিন শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ। এই টুর্নামেন্টের সর্বশেষ চারটি আসরে টানা চারবার চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারও সেই প্রত্যাশা নিয়ে গেছেন লাল সবুজের ছেলেরা। ইন্দোনেশিয়া যাওয়ার আগে প্রস্তুতি ম্যাচ নিয়ে আক্ষেপ করেছিলেন অধিনায়ক মিমো। তবে জাকার্তায় দুয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলার প্রতিশ্রুতিও পেয়েছেন। এই টুর্নামেন্টে গ্রুপ পর্বে স্বাগতিক ইন্দোনেশিয়ার সঙ্গে বড় লড়াই হতে পারে বাংলাদেশের। কারণ মিমোদের সাবেক কোচ মালয়েশিয়ান গোবিনাথান কৃষ্ণমূর্তি এখন স্বাগতিকদের প্রধান কোচ। লাল সবুজের সব বিভাগ সম্পর্কেই যার রয়েছে জ্ঞান।
তবে যাওয়ার আগে ওমানকেই শিরোপা পথের কাঁটা বলে জানিয়েছিলেন অধিনায়ক। মিমোর কথা, ‘ওমানই আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বী। ফাইনালে তাদের সঙ্গে আমাদের দেখা হতে পারে। ওমানকে হারাতে পারলেই আমরা আরও একটি শিরোপা নিয়ে দেশে ফিরতে পারব।’