image
বসুন্ধরা কিংসের জয়ের নায়ক ইনসানকে নিয়ে সতীর্থদের উল্লাস

ফাইনালে কিংসকে পেলো আবাহনী

মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

ব্রাজিলিয়ান ডিফেন্ডার ড্যাসিয়েল স্যান্তোষ লীগে মোহামেডানের গোল আটকাতে পারেননি। রহমতগঞ্জের বিপক্ষে আর্জেন্টিনার ফরোয়ার্ড জুয়ান লেসকানো নিজের ঝলক দেখাতে পারেননি। বরং তার জায়গায় নতুন এক খেলোয়াড় ইনসান হোসেনকে নামান কোচ ভ্যালেরি তিতা। তাতেই কিংসের বাজিমাত। টাইব্রেকারে ম্যাচ গড়াতে না দিয়ে অতিরিক্ত সময়ে খেলার নিষ্পত্তি হলো।

মঙ্গলবার (১৫এপ্রিল) ফাইনালে ওঠার দ্বিতীয় কোয়ালিফায়ারে ২-১ গোলে জিতেছে কিংস। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হওয়ার পর, অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি করেন কিংসের বদলি ডিফেন্ডার ইনসান হোসেন। আগামী ২২ এপ্রিল ফাইনালে প্রতিযোগিতার রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন আবাহনীর মুখোমুখি হবে তিনবারের চ্যাম্পিয়ন কিংস। প্রথম কোয়ালিফায়ারে আবাহনীর কাছেই হেরেছিল তারা।

বসুন্ধরা কিংস অ্যারেনায় মঙ্গলবার ম্যাচে দুই দলই খেলেছে সমানতালে। জায়ান্ট কিলার খ্যাত রহমতগঞ্জ অবশ্য আগে গোলের দেখা পায়। ম্যাচের তখন ৭৫ মিনিট। নাবীব নেওয়াজ জীবনের কাটব্যাকে তপু বর্মণের পায়ের ফাঁক দিয়ে বল পেয়ে সলোমন কিং ডান পা থেকে বাঁ পায়ে বল নিয়ে দারুণ এক শটে গোল করে দলকে এগিয়ে নেন (১-০)। মিনিট সাতেক পর সমতায় ফেরে কিংস। সাদ উদ্দিনের ক্রসে রাকিব হোসেনের আলতো ছোঁয়ায় বল জালে জড়িয়ে যায় (১-১)। এক ডিফেন্ডার যেমন আটকাতে পারেননি, তেমনই গোলকিপার আহসান বিপুও হাত বাড়িয়েও গোল হজম থেকে দলকে রক্ষা করতে পারেননি। অতিরিক্ত সময়ে কোচ আর্জেন্টাইন স্ট্রাইকার লেসকানোকে তুলে নেন। চন্দন, জনি ও উদীয়মান ইনসানকে নামান। তাতে আক্রমণে ধার বাড়ে স্বাগতিকদের। তবে ১১১ মিনিটে ঘটে অপ্রীতিকর ঘটনা। গোলকিপার আহসান বিপু পোস্ট ছেড়ে বেরিয়ে এসে নিজেদের ডাগ আউটের দিকে চলে আসেন। তার পেছনে গ্যালারি থেকে দর্শকরা নানান কথা বলছিল। যা নিতে পারেননি বিপু। এরপর সেখানে গিয়ে ম্যাচ রেফারি দর্শকদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করেন। পুলিশও মোতায়েন করা হয়। দুই মিনিট পর কিংস জয়সূচক গোলটি করে। রাকিবের ক্রসে সুপার সাব ইনসান দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে লাফিয়ে উঠে দারুণ এক হেডে জাল কাঁপান (২-১)। অনেক দিন পর স্থানীয় কোনো ফুটবলারের কাছ থেকে এমন দৃষ্টিনন্দন গোল দেখা গেলো। পাগলাটে উদযাপন করতে জার্সি খুলে হলুদ কার্ড দেখেন বদলি নামা এই ফুটবলার।

সম্প্রতি