ভুটানে চার জাতির আন্তর্জাতিক বক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের উৎসব আহমেদ। থিম্পুতে অনুষ্ঠিত ব্যান্টনওয়েট ক্যাটাগরিতে ৫৪ কেজির ফাইনালে নেপালের চন্দ্র থাপাকে হারিয়েছেন বাংলাদেশ আনসারের এই বক্সার।
এর আগে গ্রুপ পর্বে উৎসব হারান স্বাগতিকদের ফোনসু কারমাকে। এছাড়া টুর্নামেন্টে আরও তিনটি ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। ৬৩ কেজিতে সেনাবাহিনীর হোসেন আলী, ৪৮ কেজিতে একই বাহিনীর জান্নাতুল ফেরদৌস এবং ৫০ কেজিতে সেনাবাহিনীর কায়মা খাতুন একটি করে ব্রোঞ্জ পদক জেতেন।
স্বর্ণপদক জিতে উৎসবের দৃষ্টি আরও প্রসারিত, ‘অ্যামেচার বক্সিংয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে এটা আমার প্রথম স্বর্ণ জয়। এখন আমার লক্ষ্য পাকিস্তান এসএ গেমসে স্বণ জয়। সেরকম অনুশীলন ও সুযোগ-সুবিধা পেলে ইনশাআল্লাহ দেশকে স্বর্ণপদক এনে দিতে পারবো।’
ভুটানে চারজাতি বক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী উৎসব আহমেদের সংবর্ধনায় কথাগুলো বলেন বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান। নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সোনার ছেলে উৎসবকে ৫০ হাজার টাকার সম্মানী দেয়ার ঘোষণা দেন তিনি।
আন্তর্জাতিক: বৃষ্টিতে তলিয়ে গেল আশ্রয় শিবির, তীব্র শীতে দুর্ভোগ
আন্তর্জাতিক: ট্রাম্পের অভিবাসী ফেরত অভিযান কি আরও জোরালো হবে
সারাদেশ: জয়তী-সমরজিতের ‘যদি অকারণ’
সারাদেশ: প্রকাশ্যে তন্ময়-মিমের নতুন তিন নাটক
সারাদেশ: বোয়ালখালীতে কৃষকের গরু চুরি
সারাদেশ: বদলগাছীতে মহান বিজয় দিবস পালিত