দেড় মাস আগে ঢাকায় টেস্ট ম্যাচ সিরিজ খেলে গেছেন নেপালের পুরুষ কাবাডি দল। এবার মেয়েরা যাচ্ছে নেপালে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী শনিবার হিমালয় কণ্যার দেশে যাচ্ছে জাতীয় নারী কাবাডি দল। বাংলাদেশ কাবাডির মানদ- মাপার অন্যতম প্রক্রিয়া হয়ে উঠেছে এখন এই দেশটি। ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। বাকি চার ম্যাচ অনুষ্ঠিত হবে ২১, ২২, ২৪ ও ২৫ এপ্রিল। ১-৮ জুন ভারতের অনুষ্ঠেয় নারী বিশ্বকাপ কাবাডি সামনে রেখেই বাংলাদেশ দল পস্তুত হচ্ছে বলে জানান, মেয়েদের কোচ শাহনাজ পারভীন মালেকা। যেখানে স্বাগতিক ভারত ছাড়াও বাংলাদেশ, ইরান, জাপান, পোল্যান্ড, কেনিয়া, আর্জেন্টিনা, থাইল্যান্ড, নেপাল, উগান্ডা, জার্মানি, চাইনিজ তাইপে, নেদারল্যান্ডস ও জাঞ্জিবার বিশ্বকাপে অংশ নেবে।
নেপাল সফরে বাংলাদেশ দলের স্পন্সর করছে বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লীগের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। কাবাডির সঙ্গে সম্পৃক্ত হয়ে মিজানুর রহমান বলেন, ‘বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। এই খেলার সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত। বাংলাদেশ ভালো করবে এবং সামনের দিকে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।’ এর আগে বহুবার ফ্রাঞ্চাইজি কাবাডির কথা বললেও তা ম্যাটে গড়াতে পারেননি কাবাডির কর্তারা। এবার নাকি হবে। মিজানুর রহমান অবশ্য সেই আশ্বাস দিলেন, ‘এবার চারটি দল হলেও ফ্রাঞ্চাইজি কাবাডি ম্যাটে গড়াতে চাই।’ জাতীয় দলে পাইপলাইন নেই বলে পদক পুনরুদ্ধারে ভালো দল গঠন করা যাচ্ছে না বলে জানান সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ। বিগত কমিটিতে যুগ্ম সম্পাদক পদে থাকলেও সেই পাইপলাইন তৈরি করতে পারেননি তিনি। সেই সোহাগ বলেন, ‘আমরা এখন জাতীয় দলের একটি পাইপলাইন তৈরির চেষ্টা করছি।’
নেপাল সফরে বাংলাদেশ দল: শ্রাবনী মল্লিক (অধিনায়ক), বৃষ্টি বিশ্বাস (সহ অধিনায়ক), রুপালী (সিনিয়র), স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালী আক্তার (জুনিয়র), আঞ্জুয়ারা রাত্রি, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, ইয়াসমিন খানম ও ইসরাত জাহান সাদিকা। স্ট্যান্ডবাই: লাকি আক্তার ও নবর্শি চাকমা।
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                                        
                        ইপেপার
                        
                                                	                            	জাতীয়
                           	                            	সারাদেশ
                           	                            	আন্তর্জাতিক
                           	                            	নগর-মহানগর
                           	                            	খেলা
                           	                            	বিজ্ঞান ও প্রযুক্তি
                           	                            	শিক্ষা
                           	                            	অর্থ-বাণিজ্য
                           	                            	সংস্কৃতি
                           	                            	ক্যাম্পাস
                           	                            	মিডিয়া
                           	                            	অপরাধ ও দুর্নীতি
                           	                            	রাজনীতি
                           	                            	শোক ও স্মরন
                           	                            	প্রবাস
                           	                            নারীর প্রতি সহিংসতা
                            বিনোদন
                                                                        	                            	সম্পাদকীয়
                           	                            	উপ-সম্পাদকীয়
                           	                            	মুক্ত আলোচনা
                           	                            	চিঠিপত্র
                           	                            	পাঠকের চিঠি
                           	                                            বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
দেড় মাস আগে ঢাকায় টেস্ট ম্যাচ সিরিজ খেলে গেছেন নেপালের পুরুষ কাবাডি দল। এবার মেয়েরা যাচ্ছে নেপালে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী শনিবার হিমালয় কণ্যার দেশে যাচ্ছে জাতীয় নারী কাবাডি দল। বাংলাদেশ কাবাডির মানদ- মাপার অন্যতম প্রক্রিয়া হয়ে উঠেছে এখন এই দেশটি। ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। বাকি চার ম্যাচ অনুষ্ঠিত হবে ২১, ২২, ২৪ ও ২৫ এপ্রিল। ১-৮ জুন ভারতের অনুষ্ঠেয় নারী বিশ্বকাপ কাবাডি সামনে রেখেই বাংলাদেশ দল পস্তুত হচ্ছে বলে জানান, মেয়েদের কোচ শাহনাজ পারভীন মালেকা। যেখানে স্বাগতিক ভারত ছাড়াও বাংলাদেশ, ইরান, জাপান, পোল্যান্ড, কেনিয়া, আর্জেন্টিনা, থাইল্যান্ড, নেপাল, উগান্ডা, জার্মানি, চাইনিজ তাইপে, নেদারল্যান্ডস ও জাঞ্জিবার বিশ্বকাপে অংশ নেবে।
নেপাল সফরে বাংলাদেশ দলের স্পন্সর করছে বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লীগের বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। কাবাডির সঙ্গে সম্পৃক্ত হয়ে মিজানুর রহমান বলেন, ‘বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি। এই খেলার সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত। বাংলাদেশ ভালো করবে এবং সামনের দিকে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।’ এর আগে বহুবার ফ্রাঞ্চাইজি কাবাডির কথা বললেও তা ম্যাটে গড়াতে পারেননি কাবাডির কর্তারা। এবার নাকি হবে। মিজানুর রহমান অবশ্য সেই আশ্বাস দিলেন, ‘এবার চারটি দল হলেও ফ্রাঞ্চাইজি কাবাডি ম্যাটে গড়াতে চাই।’ জাতীয় দলে পাইপলাইন নেই বলে পদক পুনরুদ্ধারে ভালো দল গঠন করা যাচ্ছে না বলে জানান সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ। বিগত কমিটিতে যুগ্ম সম্পাদক পদে থাকলেও সেই পাইপলাইন তৈরি করতে পারেননি তিনি। সেই সোহাগ বলেন, ‘আমরা এখন জাতীয় দলের একটি পাইপলাইন তৈরির চেষ্টা করছি।’
নেপাল সফরে বাংলাদেশ দল: শ্রাবনী মল্লিক (অধিনায়ক), বৃষ্টি বিশ্বাস (সহ অধিনায়ক), রুপালী (সিনিয়র), স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালী আক্তার (জুনিয়র), আঞ্জুয়ারা রাত্রি, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, ইয়াসমিন খানম ও ইসরাত জাহান সাদিকা। স্ট্যান্ডবাই: লাকি আক্তার ও নবর্শি চাকমা।