হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে চলমান ফারাগো ইভান মেমোরিয়াল গ্র্যান্ড মাস্টার দাবা প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ডে খেলা শেষে বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৬ খেলায় সাড়ে তিন পয়েন্ট পেয়ে অন্য দুই জনের সঙ্গে মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।
শুক্রবার (১৮ এপ্রিল) তাহসিন ভারতের আন্তর্জাতিক মাস্টার শ্রীহরির সঙ্গে ড্র করেন। এর আগে বৃহস্পতিবার পঞ্চম রাউন্ডের খেলায় হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার একজেল গার্গেলির সঙ্গে ড্র করেন তিনি।
ডাবল রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে বাংলাদেশ, ভারত ও হাঙ্গেরির ৩ জন গ্র্যান্ড মাস্টার, ১ জন আন্তর্জাতিক মাস্টার ও ১ জন ফিদে মাস্টারসহ ৬ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করছেন।
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে চলমান ফারাগো ইভান মেমোরিয়াল গ্র্যান্ড মাস্টার দাবা প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ডে খেলা শেষে বাংলাদেশের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৬ খেলায় সাড়ে তিন পয়েন্ট পেয়ে অন্য দুই জনের সঙ্গে মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।
শুক্রবার (১৮ এপ্রিল) তাহসিন ভারতের আন্তর্জাতিক মাস্টার শ্রীহরির সঙ্গে ড্র করেন। এর আগে বৃহস্পতিবার পঞ্চম রাউন্ডের খেলায় হাঙ্গেরির গ্র্যান্ডমাস্টার একজেল গার্গেলির সঙ্গে ড্র করেন তিনি।
ডাবল রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে বাংলাদেশ, ভারত ও হাঙ্গেরির ৩ জন গ্র্যান্ড মাস্টার, ১ জন আন্তর্জাতিক মাস্টার ও ১ জন ফিদে মাস্টারসহ ৬ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করছেন।