বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট দেখাবে বিটিভি

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
ক্রীড়া বার্তা পরিবশক

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। কোনো চ্যানেল সিরিজটি সম্প্রচারে আগ্রহ দেখায়নি বলে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন। দুই ম্যাচের টেস্ট সিরিজটির মিডিয়া স্বত্ব বিক্রির জন্য গত মাসে দরপত্র আহ্বান করে বিসিবি। শেষ সময় পর্যন্ত কেউ তাতে আগ্রহ দেখায়নি। বিসিবি তার পর বিভিন্ন চ্যানেলের সঙ্গে আলোচনা চালিয়ে গেলেও কোনো পক্ষই চুক্তি করতে রাজি হয়নি। শেষ পর্যন্ত উপায় না দেখে বিটিভিকে সম্প্রচারেরর অনুরোধ করলে তাতে তারা রাজি হয়। শনিবার, (১৯ এপ্রিল) রাজধানীতে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বিসিবি সভাপতি সংবাদ মাধ্যমকে এ বিষয়ে বলেন, ‘ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে একটা আর্থিক স্থবিরতা দেখা যাচ্ছে, আমরা একটু কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। সরকার পরিবর্তনের পর কিছুটা সময় লাগছে।’

শেষ পর্যন্ত রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রথম টেস্টটি দেখাবে বলে তাদের ধন্যবাদ জানিয়ে বিসিবি প্রধান বলেন, আমরা কৃতজ্ঞ, বিটিভি এটি বিনামূল্যে সম্প্রচার করবে। অন্তত খেলা মানুষের কাছে পৌঁছাবে।’

ফারুক আরও জানান, তারা এখনও একটি বেসরকারি চ্যানেলে ম্যাচ সম্প্রচারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, ‘আমরা এখনও আলোচনা করছি আরেকটি চ্যানেল যুক্ত করার জন্য। যদি প্রথম ম্যাচটা না দেখানো যায়, অন্তত পরবর্তী ম্যাচটি দেখানোর চেষ্টা করবো।’

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি