এএইচএফ কাপ
এএইচএফ কাপে রোববার (২০ এপ্রিল) ৫ গোলের রোমাঞ্চকর ম্যাচে বাংলাদেশ ৩-২ গোলে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারিয়ে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করে। ম্যাচে বাংলাদেশ ত্রাতা ফজলে রাব্বী।
‘বি’ গ্রুপে দ্বিতীয় ম্যাচে ২৫ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। ওবায়দুল রনি আক্রমণ থেকে লক্ষ্যভেদ করেন। তিন মিনিট পর মামুনুর রশীদের দল ব্যবধান দ্বিগুণ করে। সোহানুর রহমান সবুজ পেনাল্টি কর্নার থেকে স্কোরলাইন ২-১ করেন। ৩০ মিনিটে স্বাগতিকরা আক্রমণ থেকে গোল করে ব্যবধান কমায়। চার মিনিট পর খায়রুল্লাহ আকমল ইন্দোনেশিয়ার হয়ে দ্বিতীয় গোল করে ম্যাচে সমতা আনেন।
ড্র হতে যাওয়া ম্যাচ জিতে নেয় বাংলাদেশ শেষ মুহূর্তের গোলে। ৬০ মিনিটে রাব্বী গোল করে লাল সবুজ দলের জয় নিশ্চিত করেন।
বাংলাদেশ গ্রুপের তৃতীয় ম্যাচ খেলবে আগামী ২২ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা