মেসির খেলা দেখতে স্টেডিয়ামে রেকর্ড ৬০ হাজারের বেশি দর্শক হাজির হয়
কলম্বাস ক্রুর মাঠের গ্যালারিতে দর্শক ধারণ ক্ষমতা ২০ হাজারের একটু বেশি। কিন্তু লিওনেল মেসিকে দেখতে উৎসুক দর্শকের সংখ্যা তো অনেক বেশি! ম্যাচটি সরিয়ে নেয়া হলো কলম্বাস শহরের ১৪৫ কিলোমিটার উত্তরে হান্টিংটন ব্যাংক ফিল্ড-এ। প্রায় সাড়ে ৬৭ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম অবশ্য পুরোপুরি ভরে উঠলো না। তবে দর্শক উপস্থিতির রেকর্ড ঠিক হলো। মেসিদের জয়যাত্রাও চলতে থাকলো।
মেজর লীগ সকারে লড়াইটি ছিল মৌসুমের অপরাজিত দুই দলের। সেটিতে কলম্বাস ক্রুকে ১-০ গোলে হারিয়ে লীগের একমাত্র অপরাজিত দল এখন ইন্টার মায়ামি।
গত শনিবার সকালে (বাংলাদেশ সময়) এই ম্যাচের ৩০তম মিনিটে দুর্দান্ত ডাইভিং হেডে গোলটি করেন বেনহামিন ক্রেমাস্কি।
মাঠে এ দিন দর্শক ছিল ৬০ হাজার ৬১৪ জন। কলম্বাস ক্রুর ইতিহাসে ঘরের মাঠে যা রেকর্ড।
গ্যালারিতে তাকিয়ে অবশ্য বোঝার উপায় ছিল না, কোন দলের ঘরের মাঠ এটি। মায়ামির গোলাপি জার্সি গায়ে দর্শক ছিল ঘরের দলের হলুদ জার্সির দর্শকের প্রায় সমানে সমান। যাকে দেখার জন্য এত উন্মাদনা, সেই মেসি অবশ্য ততটা জ্বলে উঠতে পারেননি।
আট ম্যাচে পাঁচ জয় আর তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট কালিতার তিনে মায়ামি। এক ম্যাচ বেশি খেলে ১৯ পয়েন্ট শার্লট এফসি ও সিনসিনাটি এফসির।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
মেসির খেলা দেখতে স্টেডিয়ামে রেকর্ড ৬০ হাজারের বেশি দর্শক হাজির হয়
রোববার, ২০ এপ্রিল ২০২৫
কলম্বাস ক্রুর মাঠের গ্যালারিতে দর্শক ধারণ ক্ষমতা ২০ হাজারের একটু বেশি। কিন্তু লিওনেল মেসিকে দেখতে উৎসুক দর্শকের সংখ্যা তো অনেক বেশি! ম্যাচটি সরিয়ে নেয়া হলো কলম্বাস শহরের ১৪৫ কিলোমিটার উত্তরে হান্টিংটন ব্যাংক ফিল্ড-এ। প্রায় সাড়ে ৬৭ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম অবশ্য পুরোপুরি ভরে উঠলো না। তবে দর্শক উপস্থিতির রেকর্ড ঠিক হলো। মেসিদের জয়যাত্রাও চলতে থাকলো।
মেজর লীগ সকারে লড়াইটি ছিল মৌসুমের অপরাজিত দুই দলের। সেটিতে কলম্বাস ক্রুকে ১-০ গোলে হারিয়ে লীগের একমাত্র অপরাজিত দল এখন ইন্টার মায়ামি।
গত শনিবার সকালে (বাংলাদেশ সময়) এই ম্যাচের ৩০তম মিনিটে দুর্দান্ত ডাইভিং হেডে গোলটি করেন বেনহামিন ক্রেমাস্কি।
মাঠে এ দিন দর্শক ছিল ৬০ হাজার ৬১৪ জন। কলম্বাস ক্রুর ইতিহাসে ঘরের মাঠে যা রেকর্ড।
গ্যালারিতে তাকিয়ে অবশ্য বোঝার উপায় ছিল না, কোন দলের ঘরের মাঠ এটি। মায়ামির গোলাপি জার্সি গায়ে দর্শক ছিল ঘরের দলের হলুদ জার্সির দর্শকের প্রায় সমানে সমান। যাকে দেখার জন্য এত উন্মাদনা, সেই মেসি অবশ্য ততটা জ্বলে উঠতে পারেননি।
আট ম্যাচে পাঁচ জয় আর তিন ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট কালিতার তিনে মায়ামি। এক ম্যাচ বেশি খেলে ১৯ পয়েন্ট শার্লট এফসি ও সিনসিনাটি এফসির।