image
সোমবার বিমানবন্দরে নারী দলকে ফুলের শুভেচ্ছা জানানো হয় ফিরেছে নারী ক্রিকেট দল

প্রথম তিন ম্যাচে ভালো করার ফল পেয়েছি: জ্যোতি

সোমবার, ২১ এপ্রিল ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত হওয়ার পর সোমবার, (২১ এপ্রিল) বিকেলে পাকিস্তান থেকে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

দেশে ফিরে বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেখানে তিনি বলেন, ‘আমরা প্রথমদিকে ভালোই করেছিলাম। যেহেতু শেষ দিকে আমাদের ওই সুযোগটা ছিল যে আমরা কোয়ালিফাই করতে পারব। শুরুতে আমরা ভালো চেষ্টা করেছি, তো স্টিল প্রথম তিন ম্যাচে ভালো করার ফলে কিন্তু আমরা সুযোগ পেয়েছি।

তবে দুইটা ম্যাচ ভালো করতে পারিনি। থাইল্যান্ডের রান দেখে মনে এতটুকু বিশ্বাস ছিল যে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাদের যে টার্গেট ছিল হিউজ। তো স্টিল তারা যেভাবে করেছে, আল্লাহ আসলে কপালে না রাখলে হতো না।’

এর আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘ভারত বিশ্বকাপের দিকে তাকিয়ে আমি আমাদের খেলোয়াড়দের প্রস্তুতিতে মনোযোগী এবং শক্ত থাকতে জন্য অনুরোধ করছি।

বিসিবি সম্পূর্ণভাবে আপনাদের পাশে আছে। আপনারা যাতে সম্ভাব্য সেরা অবস্থায় টুর্নামেন্টে যেতে পারেন তা নিশ্চিত করার জন্য আমরা প্রয়োজনীয় সব সহায়তা প্রদান করব। আমরা আপনাদের প্রতিভা ও সম্ভাবনার ওপর বিশ্বাস রাখি এবং আশা করি আপানরা বিশ্ব মঞ্চে জাতিকে গর্বিত করবেন।’

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি