ইংলিশ প্রিমিয়ার লীগের টিকেট পেল বার্নলি ও লিডস
ম্যাচশেষে ঝামেলায় জড়িয়ে পড়েন হামজা চৌধুরী
চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগে জায়গা করে নিয়েছে বার্নলি। তাদের এই জয়ে ইংল্যান্ডের শীর্ষ প্রতিযোগিতার পরের মৌসুমে খেলার টিকেট পেয়েছে লিডস ইউনাইটেডও। ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের প্রতিযোগিতায় শেফিল্ডকে গতকাল সোমবার ২-১ গোলে হারায় বার্নলি। চ্যাম্পিয়নশিপে ৪৪ ম্যাচ খেলে ৯৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা।
এদিনই বার্নলি ম্যাচের আগে স্টোক সিটিকে ৬-০ গোলে উড়িয়ে দেয় লিডস। ৪৪ ম্যাচে ৯৪ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে শীর্ষে তারা।
চ্যাম্পিয়নশিপে বাকি আছে দুটি করে রাউন্ড। বার্নলি ও লিডসের প্রথম দুই স্থানে থেকে মৌসুম শেষ করতে তৃতীয় স্থানে থাকা শেফিল্ডের বিপক্ষে হার এড়াতে হতো বার্নলির।
৪৪ ম্যাচে ৮৬ পয়েন্ট প্রিমিয়ার লীগের গত মৌসুমে খেলা শেফিল্ডের।
প্রিমিয়ার লীগের গত ২০২৩-২৪ মৌসুমে খেলেছিল বার্নলিও। সেবার ২৪ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে থেকে অবনমন হয়েছিল তাদের। ১৬ পয়েন্ট নিয়ে তলানিতে ছিল শেফিল্ড।
আর দুই মৌসুম পর প্রিমিয়ার লীগে ফিরতে যাচ্ছে লিডস। ২০২২-২৩ মৌসুমে ৩১ পয়েন্ট নিয়ে ১৯তম হয়েছিল তারা।
চলতি মৌসুমে লীগ শিরোপা জয়ের কাছে পৌঁছে গেছে লিভারপুল। ৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৬।
অবনমন নিশ্চিত হয়ে গেছে লেস্টার সিটি ও সাউথ্যাম্পটনের। ২১ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে থাকা ইপ্সউইচ টাউনও আছে এই শঙ্কায়।
ঝামেলায় জড়ালেন হামজা
প্রিমিয়ার লীগে সরাসরি জায়গা করে নেয়ার সুযোগ হাতছাড়া করেছে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। সম্ভাবনা বাঁচিয়ে রাখতে জিততে হতো। কিন্তু ইংলিশ চ্যাম্পিয়নশিপ লীগে বার্নলির কাছে ২-১ গোলে হেরেছে তারা। তাতে লিডস ইউনাইটেডকে সঙ্গী করে আগামী মৌসুমে প্রিমিয়ার লীগ ফেরা নিশ্চিত করেছে বার্নলি। এমন ম্যাচের শেষ দিকে এসে ঝামেলায় জড়িয়ে পড়েন বাংলাদেশি মিডফিল্ডার হামজা।
অবশ্য প্রিমিয়ার লীগে খেলার সুযোগ এখনও আছে শেফিল্ড ইউনাইটেডের। সেক্ষেত্রে তৃতীয় স্থান নিশ্চিত হওয়ায় এখন প্লে-অফের কঠিন পথ পাড়ি দিয়ে আসতে হবে।
৮৬ পয়েন্ট নিয়ে মৌসুমে তৃতীয়স্থান নিশ্চিত শেফিল্ডের। তাদের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে দুইয়ে থাকা বার্নলি।
শুরুতে স্টোক সিটিকে ৬-০ গোলে বিধ্বস্ত করে হামজাদের ওপর তীব্র চাপ সৃষ্টি করে রাখে লিডস। তার পর বার্নলির হয়ে জোড়া গোলে শেফিল্ডকে পরাজিত করতে অবদান রাখেন দলটির অধিনায়ক জশ ব্রাউনহিল।
এমন ম্যাচ শেষেই ঝামেলায় জড়ান হামজা। ম্যাচ শেষে প্রিমিয়ার লীগে ফেরা নিশ্চিত হওয়ায় মাঠে উদযাপন করতে থাকেন বার্নলি সমর্থকরা। তার পরই জন্ম নেয় উত্তেজনার।
ঘটনার প্রেক্ষাপট এখনও স্পষ্ট নয়। বার্নলির এক সমর্থকের প্ররোচনাতেই উত্তেজিত হয়ে পড়েন হামজা। অবস্থা এতই বেগতিক হয়ে পড়ে হামজাকে তেড়ে যেতেও দেখা যায়। তখন তাকে নিরাপত্তারক্ষীদের সঙ্গেও ধস্তাধস্তি করতে দেখা গেছে। পরে হামজাকে শান্ত করতে বাধ্য করেন তারা। নিয়ে যান টানেলের দিকে।
এক ম্যাচ জিতলেই খেতাব সালাহদের
লিভারপুল আর একটা ম্যাচ জিতলেই এ বারের ইংলিশ প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন হয়ে যাবে। হাতে এখনও পাঁচটি ম্যাচ। এর পরেও অ্যানফিল্ডের ক্লাব চ্যাম্পিয়ন না হলে সেটা হবে অবিশ্বাস্য কিছু। জয়ের ধারা অব্যাহত রেখে গত রোববার তারা লেস্টার সিটিকে হারিয়েছে ১-০ গোলে।
রোববার আর্সেনাল বড় জয় পেয়েছে। তারা অ্যাওয়ে ম্যাচে ৪-০ হারায় দশ জনের ইপসউইচ টাউনকে। আর্সেনাল দারুণ জয় পেলেও উলভসের কাছে হেরে গেল ম্যানচেস্টার ইউনাইটেড।
ইংলিশ প্রিমিয়ার লীগের টিকেট পেল বার্নলি ও লিডস
ম্যাচশেষে ঝামেলায় জড়িয়ে পড়েন হামজা চৌধুরী
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
চ্যাম্পিয়নশিপে শেফিল্ড ইউনাইটেডকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগে জায়গা করে নিয়েছে বার্নলি। তাদের এই জয়ে ইংল্যান্ডের শীর্ষ প্রতিযোগিতার পরের মৌসুমে খেলার টিকেট পেয়েছে লিডস ইউনাইটেডও। ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের প্রতিযোগিতায় শেফিল্ডকে গতকাল সোমবার ২-১ গোলে হারায় বার্নলি। চ্যাম্পিয়নশিপে ৪৪ ম্যাচ খেলে ৯৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা।
এদিনই বার্নলি ম্যাচের আগে স্টোক সিটিকে ৬-০ গোলে উড়িয়ে দেয় লিডস। ৪৪ ম্যাচে ৯৪ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে এগিয়ে শীর্ষে তারা।
চ্যাম্পিয়নশিপে বাকি আছে দুটি করে রাউন্ড। বার্নলি ও লিডসের প্রথম দুই স্থানে থেকে মৌসুম শেষ করতে তৃতীয় স্থানে থাকা শেফিল্ডের বিপক্ষে হার এড়াতে হতো বার্নলির।
৪৪ ম্যাচে ৮৬ পয়েন্ট প্রিমিয়ার লীগের গত মৌসুমে খেলা শেফিল্ডের।
প্রিমিয়ার লীগের গত ২০২৩-২৪ মৌসুমে খেলেছিল বার্নলিও। সেবার ২৪ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে থেকে অবনমন হয়েছিল তাদের। ১৬ পয়েন্ট নিয়ে তলানিতে ছিল শেফিল্ড।
আর দুই মৌসুম পর প্রিমিয়ার লীগে ফিরতে যাচ্ছে লিডস। ২০২২-২৩ মৌসুমে ৩১ পয়েন্ট নিয়ে ১৯তম হয়েছিল তারা।
চলতি মৌসুমে লীগ শিরোপা জয়ের কাছে পৌঁছে গেছে লিভারপুল। ৩৩ ম্যাচে ৭৯ পয়েন্ট তাদের। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৬৬।
অবনমন নিশ্চিত হয়ে গেছে লেস্টার সিটি ও সাউথ্যাম্পটনের। ২১ পয়েন্ট নিয়ে ১৮ নম্বরে থাকা ইপ্সউইচ টাউনও আছে এই শঙ্কায়।
ঝামেলায় জড়ালেন হামজা
প্রিমিয়ার লীগে সরাসরি জায়গা করে নেয়ার সুযোগ হাতছাড়া করেছে হামজা চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। সম্ভাবনা বাঁচিয়ে রাখতে জিততে হতো। কিন্তু ইংলিশ চ্যাম্পিয়নশিপ লীগে বার্নলির কাছে ২-১ গোলে হেরেছে তারা। তাতে লিডস ইউনাইটেডকে সঙ্গী করে আগামী মৌসুমে প্রিমিয়ার লীগ ফেরা নিশ্চিত করেছে বার্নলি। এমন ম্যাচের শেষ দিকে এসে ঝামেলায় জড়িয়ে পড়েন বাংলাদেশি মিডফিল্ডার হামজা।
অবশ্য প্রিমিয়ার লীগে খেলার সুযোগ এখনও আছে শেফিল্ড ইউনাইটেডের। সেক্ষেত্রে তৃতীয় স্থান নিশ্চিত হওয়ায় এখন প্লে-অফের কঠিন পথ পাড়ি দিয়ে আসতে হবে।
৮৬ পয়েন্ট নিয়ে মৌসুমে তৃতীয়স্থান নিশ্চিত শেফিল্ডের। তাদের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে দুইয়ে থাকা বার্নলি।
শুরুতে স্টোক সিটিকে ৬-০ গোলে বিধ্বস্ত করে হামজাদের ওপর তীব্র চাপ সৃষ্টি করে রাখে লিডস। তার পর বার্নলির হয়ে জোড়া গোলে শেফিল্ডকে পরাজিত করতে অবদান রাখেন দলটির অধিনায়ক জশ ব্রাউনহিল।
এমন ম্যাচ শেষেই ঝামেলায় জড়ান হামজা। ম্যাচ শেষে প্রিমিয়ার লীগে ফেরা নিশ্চিত হওয়ায় মাঠে উদযাপন করতে থাকেন বার্নলি সমর্থকরা। তার পরই জন্ম নেয় উত্তেজনার।
ঘটনার প্রেক্ষাপট এখনও স্পষ্ট নয়। বার্নলির এক সমর্থকের প্ররোচনাতেই উত্তেজিত হয়ে পড়েন হামজা। অবস্থা এতই বেগতিক হয়ে পড়ে হামজাকে তেড়ে যেতেও দেখা যায়। তখন তাকে নিরাপত্তারক্ষীদের সঙ্গেও ধস্তাধস্তি করতে দেখা গেছে। পরে হামজাকে শান্ত করতে বাধ্য করেন তারা। নিয়ে যান টানেলের দিকে।
এক ম্যাচ জিতলেই খেতাব সালাহদের
লিভারপুল আর একটা ম্যাচ জিতলেই এ বারের ইংলিশ প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন হয়ে যাবে। হাতে এখনও পাঁচটি ম্যাচ। এর পরেও অ্যানফিল্ডের ক্লাব চ্যাম্পিয়ন না হলে সেটা হবে অবিশ্বাস্য কিছু। জয়ের ধারা অব্যাহত রেখে গত রোববার তারা লেস্টার সিটিকে হারিয়েছে ১-০ গোলে।
রোববার আর্সেনাল বড় জয় পেয়েছে। তারা অ্যাওয়ে ম্যাচে ৪-০ হারায় দশ জনের ইপসউইচ টাউনকে। আর্সেনাল দারুণ জয় পেলেও উলভসের কাছে হেরে গেল ম্যানচেস্টার ইউনাইটেড।