এএইচএফ কাপ হকি
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর বাংলাদেশ খেলোয়াড়দের উল্লাস
গ্রুপ সেরা হয়ে এএইচএফ কাপ হকির সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়েছিল আগেই, শ্রীলঙ্কা ম্যাচে তাই লক্ষ্য ছিল জয়রথে থেকে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নেয়ার। রক্ষণ জমাট রেখে খেলা লঙ্কানদের প্রতিরোধ তৃতীয় কোয়ার্টারে ভাঙতে পারলো বাংলাদেশ। শেষ পর্যন্ত প্রত্যাশিত বড় জয়েই পূরণ করলো লক্ষ্য।
বুধবার (২৩ এপ্রিল) ইন্দোনেশিয়ার জাকার্তায় পুল ‘বি’-তে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের সেরা হয়ে সেমিফাইনালে উঠলো মামুনুর রশীদের দল।
প্রথম কোয়ার্টারে আশরাফুল-মিমোদের আক্রমণে ছিল না মরিয়া ভাব। দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণের ধার বাড়িয়ে ২০তম মিনিটে পেনাল্টি স্ট্রোক আদায় করে নেয় বাংলাদেশ; কিন্তু গোলরক্ষকের গায়ে মেরে সুযোগ নষ্ট করেন আশরাফুল ইসলাম।
৩৯তম মিনিটে খোলে ম্যাচের ডেডলক। রাকিবুল হাসান নিখুঁত রিভার্স হিটে পরাস্ত করেন শ্রীলঙ্কা গোলরক্ষককে। এই গোলের রেশ থাকতেই ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন রাকিবুল। এরপর ৪৩তম মিনিটে প্রথম হিটে গোলরক্ষক আটকে দেয়ার পর, ফিরতি হিটে ব্যবধান আরও বাড়ান ফজলে রাব্বী।
চতুর্থ কোয়ার্টারে আরও দুই গোল করে বড় জয় তুলে নেয় বাংলাদেশ। ৪৯তম মিনিটে বাইলাইন থেকে মোহাম্মদ শুভর হিটের পর গোলমুখ থেকে নিখুঁত টোকায় আরশাদ হোসেন এবং পরের মিনিটে পেনাল্টি কর্নার থেকে নাঈম উদ্দিন জালের দেখা পান। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল পুল ‘এ’র রানার্সআপের মুখোমুখি হবে বাংলাদেশ।
এএইচএফ কাপ হকি
শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর বাংলাদেশ খেলোয়াড়দের উল্লাস
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
গ্রুপ সেরা হয়ে এএইচএফ কাপ হকির সেমিফাইনাল খেলা নিশ্চিত হয়েছিল আগেই, শ্রীলঙ্কা ম্যাচে তাই লক্ষ্য ছিল জয়রথে থেকে আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নেয়ার। রক্ষণ জমাট রেখে খেলা লঙ্কানদের প্রতিরোধ তৃতীয় কোয়ার্টারে ভাঙতে পারলো বাংলাদেশ। শেষ পর্যন্ত প্রত্যাশিত বড় জয়েই পূরণ করলো লক্ষ্য।
বুধবার (২৩ এপ্রিল) ইন্দোনেশিয়ার জাকার্তায় পুল ‘বি’-তে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপের সেরা হয়ে সেমিফাইনালে উঠলো মামুনুর রশীদের দল।
প্রথম কোয়ার্টারে আশরাফুল-মিমোদের আক্রমণে ছিল না মরিয়া ভাব। দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণের ধার বাড়িয়ে ২০তম মিনিটে পেনাল্টি স্ট্রোক আদায় করে নেয় বাংলাদেশ; কিন্তু গোলরক্ষকের গায়ে মেরে সুযোগ নষ্ট করেন আশরাফুল ইসলাম।
৩৯তম মিনিটে খোলে ম্যাচের ডেডলক। রাকিবুল হাসান নিখুঁত রিভার্স হিটে পরাস্ত করেন শ্রীলঙ্কা গোলরক্ষককে। এই গোলের রেশ থাকতেই ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন রাকিবুল। এরপর ৪৩তম মিনিটে প্রথম হিটে গোলরক্ষক আটকে দেয়ার পর, ফিরতি হিটে ব্যবধান আরও বাড়ান ফজলে রাব্বী।
চতুর্থ কোয়ার্টারে আরও দুই গোল করে বড় জয় তুলে নেয় বাংলাদেশ। ৪৯তম মিনিটে বাইলাইন থেকে মোহাম্মদ শুভর হিটের পর গোলমুখ থেকে নিখুঁত টোকায় আরশাদ হোসেন এবং পরের মিনিটে পেনাল্টি কর্নার থেকে নাঈম উদ্দিন জালের দেখা পান। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল পুল ‘এ’র রানার্সআপের মুখোমুখি হবে বাংলাদেশ।