সাফ অ্যাথলেটিক্সের ফাইল ছবি
ভারতের রাঁচিতে আগামী ৩-৫ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটান ও স্বাগতিক ভারতের অ্যাথলেটদের নিয়ে আয়োজন হওয়ার কথা ছিল এই টুর্নামেন্টের। ভুটানের অ্যাথলেটরা এর মধ্যে পৌঁছেও গেছেন রাঁচিতে। কিন্তু বৃহস্পতিবার,(২৪ এপ্রিল) স্থগিত করে দেয়া হয়েছে এই টুর্নামেন্ট।
যদিও সাফ অ্যাথলেটিক্স স্থগিতের আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি। তবে ধরে নেয়া হচ্ছে, কাশ্মীরের পেহেলগাওয়ে সন্ত্রাসী হামলার কারণে ভারত ও পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকায় এই চ্যাম্পিয়নশিপ স্থগিত করা হয়। পাকিস্তানের ৪৩ জন ক্রীড়াবিদের তালিকা পাঠানো হয়েছিল ভিসার জন্য।
সাধারণত যে ভিসায় ক্রীড়াবিদরা ভারতে খেলার সুযোগ পেতেন, সেই ‘এসভিইএস’ ভিসা গতকাল বুধবারই বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. শাহ আলমও। তার কথা, ‘আমাদেরকে জানানো হয়েছে সাফ অ্যাথলেটিক্স আপাতত স্থগিত। কি কারণে তা জানায়নি। তারা এও বলেছে যে, এক সপ্তাহ পর তাদেরকে ফোনে নতুন তারিখ জানতে বলেছে। তবে আমাদের ক্যাম্প চলছে। কারণ আগামী মাসে এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড গেমস রয়েছে।’
সাফ অ্যাথলেটিক্সের ফাইল ছবি
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
ভারতের রাঁচিতে আগামী ৩-৫ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সাফ অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, ভুটান ও স্বাগতিক ভারতের অ্যাথলেটদের নিয়ে আয়োজন হওয়ার কথা ছিল এই টুর্নামেন্টের। ভুটানের অ্যাথলেটরা এর মধ্যে পৌঁছেও গেছেন রাঁচিতে। কিন্তু বৃহস্পতিবার,(২৪ এপ্রিল) স্থগিত করে দেয়া হয়েছে এই টুর্নামেন্ট।
যদিও সাফ অ্যাথলেটিক্স স্থগিতের আনুষ্ঠানিকভাবে কোনো কারণ জানানো হয়নি। তবে ধরে নেয়া হচ্ছে, কাশ্মীরের পেহেলগাওয়ে সন্ত্রাসী হামলার কারণে ভারত ও পাকিস্তানের সম্পর্ক তলানিতে ঠেকায় এই চ্যাম্পিয়নশিপ স্থগিত করা হয়। পাকিস্তানের ৪৩ জন ক্রীড়াবিদের তালিকা পাঠানো হয়েছিল ভিসার জন্য।
সাধারণত যে ভিসায় ক্রীড়াবিদরা ভারতে খেলার সুযোগ পেতেন, সেই ‘এসভিইএস’ ভিসা গতকাল বুধবারই বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. শাহ আলমও। তার কথা, ‘আমাদেরকে জানানো হয়েছে সাফ অ্যাথলেটিক্স আপাতত স্থগিত। কি কারণে তা জানায়নি। তারা এও বলেছে যে, এক সপ্তাহ পর তাদেরকে ফোনে নতুন তারিখ জানতে বলেছে। তবে আমাদের ক্যাম্প চলছে। কারণ আগামী মাসে এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড গেমস রয়েছে।’