চার মাসের ব্যবধানে তিনটি আন্তর্জাতিক গেমস-এশিয়ান ইয়ুথ, ইসলামিক সলিডারিটি এবং সাউথ এশিয়ান গেমস। তিন গেমসে পদকের জন্য ৫০টি ডিসিপ্লিনে লড়বে বাংলাদেশ। তিন গেমসের মধ্যে বাংলাদেশের সাফল্যের পাল্লা ভারি সাউথ এশিয়ান (এসএ) গেমসেই। নেপাল এসএ গেমসে ১৯টি স্বর্ণজয়ই লাল সবুজের নতুন ইতিহাস। সেবার ২৫টি আসরে অংশ নিলেও আগামী ২৩-৩১ জানুয়ারি পাকিস্তানে অনুষ্ঠেয় গেমসে ২৬টিতে অংশ নেবে বাংলাদেশ। বাড়তি ডিসিপ্লিনটি হল বিলিয়ার্ড অ্যান্ড স্নোকার। এই গেমসের আরচারি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বক্সিং, ক্রিকেট, ফেন্সিং, ফুটবল, গলফ, হ্যান্ডবল, হকি, জুডো, কাবাডি, কারাতে, শুটিং, স্কোয়াশ, সাঁতার, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, টেনিস, ভলিবল, ভারোত্তোলন, কুস্তি, উশু, রাগবী এবং বিলিয়ার্ড অ্যান্ড ¯স্নোকার।
২২-৩১ অক্টোবর বাহরাইনে অনুষ্ঠিত হবে এশিয়ান ইয়ুথ গেমস। এই আসরে ১৩টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। এশিয়ান ইয়ুথ গেমসের অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বক্সিং, বাস্কেটবল (থ্রি নট থ্রি), গলফ, জুডো, সাঁতার, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, ভারোত্তোলন, কুস্তি, কাবাডি ও সাইক্লিং ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ।
৭-২১ নভেম্বর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হবে ইসলামিক সলিডারিটি গেমস। অ্যাথলেটিক্স, ফেন্সিং, কারাতে, সাঁতার, টেবিল টেনিস, ভারোত্তোলন, কুস্তি, উশু, বাস্কেটবল (থ্রি নট থ্রি), জুডো ও তায়কোয়ান্দো।
এছাড়া দেশের ক্রীড়ার মান উন্নয়ন, উচ্চতর ও আধুনিক প্রশিক্ষণের জন্য ময়মনসিংহের ত্রিশালে একটি মাল্টি স্পোর্টস অলিম্পিক কমপ্লেক্সে তৈরীর সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রাথমিকভাবে ইনডোর স্টেডিয়ামের কাজ চলতি বছরের জুনে কাজ শুরুর পরিকল্পনা করা হয়েছে। খেলাধুলার উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থ সংগ্রহনের জন্য পৃষ্ঠপোষক খুঁজছে বিওএ। সে জন্য বিওএর দুই সহসভাপতি অঞ্জন চৌধুরী পিংন্টু ও শেখ বশির আহমেদ মামুনকে নিয়ে একটি কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
চার মাসের ব্যবধানে তিনটি আন্তর্জাতিক গেমস-এশিয়ান ইয়ুথ, ইসলামিক সলিডারিটি এবং সাউথ এশিয়ান গেমস। তিন গেমসে পদকের জন্য ৫০টি ডিসিপ্লিনে লড়বে বাংলাদেশ। তিন গেমসের মধ্যে বাংলাদেশের সাফল্যের পাল্লা ভারি সাউথ এশিয়ান (এসএ) গেমসেই। নেপাল এসএ গেমসে ১৯টি স্বর্ণজয়ই লাল সবুজের নতুন ইতিহাস। সেবার ২৫টি আসরে অংশ নিলেও আগামী ২৩-৩১ জানুয়ারি পাকিস্তানে অনুষ্ঠেয় গেমসে ২৬টিতে অংশ নেবে বাংলাদেশ। বাড়তি ডিসিপ্লিনটি হল বিলিয়ার্ড অ্যান্ড স্নোকার। এই গেমসের আরচারি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বক্সিং, ক্রিকেট, ফেন্সিং, ফুটবল, গলফ, হ্যান্ডবল, হকি, জুডো, কাবাডি, কারাতে, শুটিং, স্কোয়াশ, সাঁতার, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, টেনিস, ভলিবল, ভারোত্তোলন, কুস্তি, উশু, রাগবী এবং বিলিয়ার্ড অ্যান্ড ¯স্নোকার।
২২-৩১ অক্টোবর বাহরাইনে অনুষ্ঠিত হবে এশিয়ান ইয়ুথ গেমস। এই আসরে ১৩টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। এশিয়ান ইয়ুথ গেমসের অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, বক্সিং, বাস্কেটবল (থ্রি নট থ্রি), গলফ, জুডো, সাঁতার, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, ভারোত্তোলন, কুস্তি, কাবাডি ও সাইক্লিং ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ।
৭-২১ নভেম্বর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হবে ইসলামিক সলিডারিটি গেমস। অ্যাথলেটিক্স, ফেন্সিং, কারাতে, সাঁতার, টেবিল টেনিস, ভারোত্তোলন, কুস্তি, উশু, বাস্কেটবল (থ্রি নট থ্রি), জুডো ও তায়কোয়ান্দো।
এছাড়া দেশের ক্রীড়ার মান উন্নয়ন, উচ্চতর ও আধুনিক প্রশিক্ষণের জন্য ময়মনসিংহের ত্রিশালে একটি মাল্টি স্পোর্টস অলিম্পিক কমপ্লেক্সে তৈরীর সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রাথমিকভাবে ইনডোর স্টেডিয়ামের কাজ চলতি বছরের জুনে কাজ শুরুর পরিকল্পনা করা হয়েছে। খেলাধুলার উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নের জন্য অর্থ সংগ্রহনের জন্য পৃষ্ঠপোষক খুঁজছে বিওএ। সে জন্য বিওএর দুই সহসভাপতি অঞ্জন চৌধুরী পিংন্টু ও শেখ বশির আহমেদ মামুনকে নিয়ে একটি কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়েছে।