তাওহীদ হৃদয়
গত ১২ এপ্রিল ম্যাচ চলাকালিন আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন তাওহীদ হৃদয়। এরপর তার নিষেধাজ্ঞা তুলে নিতে মোহামেডানের তরফে আপিল করা হয়েছিল। পরে তার শাস্তির মেয়াদ অনেকটা নাটকীয়ভাবে কমানো হয়। দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক ম্যাচে নেমে যায়। প্রিমিয়ার লীগের সুপার লীগ পর্বের দ্বিতীয় ম্যাচে দেখা গিয়েছিল হৃদয়কে।
মূলত হৃদয়কে খেলাতে টুর্নামেন্টের মাঝপথে বদলে যায় কোড অব কন্টাক্ট। সেদিন সুপার লীগে নিজেদের দ্বিতীয় ম্যাচে অগ্রণী ব্যাংকের বিপক্ষে মাঠে নেমেছিলেন হৃদয়। সেই সঙ্গে অধিনায়কত্বেও ফিরেন। এরপর সেই ইস্যু নিয়ে জল গড়িয়েছে অনেক দূর। নতুন করে সেই এক ম্যাচের শাস্তি পুনঃবহাল হচ্ছে হৃদয়ের।
আগামীকাল মোহামেডান স্পোর্টিং সুপার লীগে নিজেদের চতুর্থ ম্যাচে লড়াবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। আর সেই ম্যাচে হৃদয় খেলতে পারবেন না। বৃহস্পতিবার,(২৪ এপ্রিল) শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি পরিচালক ও সিসিডিএমের নতুন কনভেনার নাজমুল আবেদিন ফাহিম। জানান, ‘মনে হয় আমরা প্রক্রিয়ার কিছুটা বাইরে চলে গিয়েছিলাম। অভ্যন্তরীণভাবে বাইলজ বদল করে যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল সেটা নেয়ার এখতিয়ার এখানে এই কমিটির নেই। আমাদের যেটা করতে হবে আগের যে নিয়ম-কানুন ছিল সেটা অনুসরণ করতে হবে।’
আরও যোগ করেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আগের একটা ঘটনার কারণে যাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু তাকে এক ম্যাচ পরই খেলতে দেয়া হয়। আমরা তো সেটা ফিরিয়ে আনতে পারব না। আমরা সেটা (অগ্রণী ব্যাংকের বিপক্ষে হৃদয়ের খেলা) বৈধ ধরে নিচ্ছি। এখন আমরা আগের নিয়মকে বলবৎ করব। সেই অনুযায়ী পরবর্তী ম্যাচে (গাজী গ্রুপের বিপক্ষে) তাওহীদ হৃদয় খেলার সুযোগ পাবে না।’
তাওহীদ হৃদয়
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
গত ১২ এপ্রিল ম্যাচ চলাকালিন আম্পায়ারের সঙ্গে তর্কে জড়িয়ে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন তাওহীদ হৃদয়। এরপর তার নিষেধাজ্ঞা তুলে নিতে মোহামেডানের তরফে আপিল করা হয়েছিল। পরে তার শাস্তির মেয়াদ অনেকটা নাটকীয়ভাবে কমানো হয়। দুই ম্যাচের নিষেধাজ্ঞা এক ম্যাচে নেমে যায়। প্রিমিয়ার লীগের সুপার লীগ পর্বের দ্বিতীয় ম্যাচে দেখা গিয়েছিল হৃদয়কে।
মূলত হৃদয়কে খেলাতে টুর্নামেন্টের মাঝপথে বদলে যায় কোড অব কন্টাক্ট। সেদিন সুপার লীগে নিজেদের দ্বিতীয় ম্যাচে অগ্রণী ব্যাংকের বিপক্ষে মাঠে নেমেছিলেন হৃদয়। সেই সঙ্গে অধিনায়কত্বেও ফিরেন। এরপর সেই ইস্যু নিয়ে জল গড়িয়েছে অনেক দূর। নতুন করে সেই এক ম্যাচের শাস্তি পুনঃবহাল হচ্ছে হৃদয়ের।
আগামীকাল মোহামেডান স্পোর্টিং সুপার লীগে নিজেদের চতুর্থ ম্যাচে লড়াবে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে। আর সেই ম্যাচে হৃদয় খেলতে পারবেন না। বৃহস্পতিবার,(২৪ এপ্রিল) শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষয়টি নিশ্চিত করেন বিসিবি পরিচালক ও সিসিডিএমের নতুন কনভেনার নাজমুল আবেদিন ফাহিম। জানান, ‘মনে হয় আমরা প্রক্রিয়ার কিছুটা বাইরে চলে গিয়েছিলাম। অভ্যন্তরীণভাবে বাইলজ বদল করে যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল সেটা নেয়ার এখতিয়ার এখানে এই কমিটির নেই। আমাদের যেটা করতে হবে আগের যে নিয়ম-কানুন ছিল সেটা অনুসরণ করতে হবে।’
আরও যোগ করেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আগের একটা ঘটনার কারণে যাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু তাকে এক ম্যাচ পরই খেলতে দেয়া হয়। আমরা তো সেটা ফিরিয়ে আনতে পারব না। আমরা সেটা (অগ্রণী ব্যাংকের বিপক্ষে হৃদয়ের খেলা) বৈধ ধরে নিচ্ছি। এখন আমরা আগের নিয়মকে বলবৎ করব। সেই অনুযায়ী পরবর্তী ম্যাচে (গাজী গ্রুপের বিপক্ষে) তাওহীদ হৃদয় খেলার সুযোগ পাবে না।’