সিরিজ হার এড়ানোর মিশনে জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের সামনে প্রতিপক্ষ চট্টগ্রামের ভেন্যুও। এই ভেন্যুতে সাত বছর ধরে কোনো টেস্ট ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। সর্বশেষ ২০১৮ সালের নভেম্বরে টেস্ট জিতেছিল টাইগাররা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৪ রানে। তারপর এই ভেন্যুতে সাত টেস্ট খেলে ৬টিতে হার ও ১টিতে ড্র করেছে স্বাগতিকরা।
২০১৯ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের কাছে ২২৪ রানের বড় ব্যবধানে টেস্ট হারে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২০৫ রানের পর দ্বিতীয় ইনিংসে ১৭৩ রান করে টাইগাররা।
২০২১ সালে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ৩ উইকেটে হারে টাইগাররা। ঐ টেস্টে ব্যাটিং ভালো হলেও বোলাররা দলকে জয়ের স্বাদ দিতে পারেননি।
একই বছরের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ৮ উইকেটে হারে বাংলাদেশ।
ম্যাচের প্রথম ইনিংসে ৩৩০ রান করলেও দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে গুটিয়ে যায় টাইগাররা।
পরের বছর এই ভেন্যুতে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। দু’দলের ব্যাটারদের ব্যাটিং নৈপুন্যে টেস্টটি ড্র হয়। সেই ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথুজ ১৯৯, তামিম ইকবাল ১৩৩ ও মুশফিকুর রহিম ১০৫ রান করেন। ঐ বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে খেলতে নেমে ১৮৮ রানে টেস্ট হারে বাংলাদেশ। দুই ইনিংসে ১৫০ ও ৩২৪ রান করেছিল টাইগাররা।
গেল বছর চট্টগ্রামের ভেন্যুতে দু’টি টেস্ট খেলে বাংলাদেশ। শ্রীলংঙ্কর বিপক্ষে ম্যাচে ১৯২ রানে হার মানে টাইগাররা। দুই ইনিংসে যথাক্রমে ১৭৮ ও ৩১৮ রান করেছিল তারা।
এরপর অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে ব্যাটিং পারফরমেন্সে ইনিংস ও ২৭৩ রানে টেস্ট হারে বাংলাদেশ। দুই ইনিংসে ১৫৯ ও ১৪৩ রান করেছিল স্বাগতিকরা।
রোববার, ২৭ এপ্রিল ২০২৫
সিরিজ হার এড়ানোর মিশনে জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশের সামনে প্রতিপক্ষ চট্টগ্রামের ভেন্যুও। এই ভেন্যুতে সাত বছর ধরে কোনো টেস্ট ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। সর্বশেষ ২০১৮ সালের নভেম্বরে টেস্ট জিতেছিল টাইগাররা, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬৪ রানে। তারপর এই ভেন্যুতে সাত টেস্ট খেলে ৬টিতে হার ও ১টিতে ড্র করেছে স্বাগতিকরা।
২০১৯ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের কাছে ২২৪ রানের বড় ব্যবধানে টেস্ট হারে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২০৫ রানের পর দ্বিতীয় ইনিংসে ১৭৩ রান করে টাইগাররা।
২০২১ সালে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ৩ উইকেটে হারে টাইগাররা। ঐ টেস্টে ব্যাটিং ভালো হলেও বোলাররা দলকে জয়ের স্বাদ দিতে পারেননি।
একই বছরের নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ৮ উইকেটে হারে বাংলাদেশ।
ম্যাচের প্রথম ইনিংসে ৩৩০ রান করলেও দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানে গুটিয়ে যায় টাইগাররা।
পরের বছর এই ভেন্যুতে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। দু’দলের ব্যাটারদের ব্যাটিং নৈপুন্যে টেস্টটি ড্র হয়। সেই ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথুজ ১৯৯, তামিম ইকবাল ১৩৩ ও মুশফিকুর রহিম ১০৫ রান করেন। ঐ বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে খেলতে নেমে ১৮৮ রানে টেস্ট হারে বাংলাদেশ। দুই ইনিংসে ১৫০ ও ৩২৪ রান করেছিল টাইগাররা।
গেল বছর চট্টগ্রামের ভেন্যুতে দু’টি টেস্ট খেলে বাংলাদেশ। শ্রীলংঙ্কর বিপক্ষে ম্যাচে ১৯২ রানে হার মানে টাইগাররা। দুই ইনিংসে যথাক্রমে ১৭৮ ও ৩১৮ রান করেছিল তারা।
এরপর অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে ব্যাটিং পারফরমেন্সে ইনিংস ও ২৭৩ রানে টেস্ট হারে বাংলাদেশ। দুই ইনিংসে ১৫৯ ও ১৪৩ রান করেছিল স্বাগতিকরা।