আগামী মাসে বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের নিউজিল্যান্ড ‘এ’ দল ঘোষণা করা হয়েছে। দলে জায়গা পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে খেলা ৯ ক্রিকেটার। সফরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি দু’টি চারদিনের ম্যাচ খেলবে নিউজিল্যান্ড।
সিলেটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ যথাক্রমে ৫, ৭ ও ১০ মে । আগামী ১৪ মে থেকে সিলেটেই প্রথম চার দিনের ম্যাচ শুরু হবে। শেরেবাংলা স্টেডিয়ামে ২১ মে থেকে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ খেলতে নামবে দু’দল। ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিবেন নিক কেলি এবং চারদিনের ম্যাচে দায়িত্ব পালন করবেন জো কার্টার।
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য আগেই ১৫ সদস্যের দল দল ঘোষণা করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে খেলা ১৪ জনকে দলে রাখা হয়েছে। এনামুল হক বিজয়ের সঙ্গে আছেন মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহানরা।
নিউজিল্যান্ড ‘এ’ দল : নিক কেলি (অধিনায়ক, ওয়ানডে), জো কার্টার (অধিনায়ক, চার দিনের ম্যাচ), মুহাম্মাদ আব্বাস, আদিত্য আশোক, ম্যাট বয়েল, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, জ্যাক ফোকস, ডিন ফক্সক্রফট, মিচেল হে, কার্টিস হিফি, জেডেন লেনক্স, বেন লিস্টার, রিস মাইরু, ডেল ফিলিপস।
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
আগামী মাসে বাংলাদেশ সফরের জন্য ১৫ সদস্যের নিউজিল্যান্ড ‘এ’ দল ঘোষণা করা হয়েছে। দলে জায়গা পেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে খেলা ৯ ক্রিকেটার। সফরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি দু’টি চারদিনের ম্যাচ খেলবে নিউজিল্যান্ড।
সিলেটে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ যথাক্রমে ৫, ৭ ও ১০ মে । আগামী ১৪ মে থেকে সিলেটেই প্রথম চার দিনের ম্যাচ শুরু হবে। শেরেবাংলা স্টেডিয়ামে ২১ মে থেকে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচ খেলতে নামবে দু’দল। ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিবেন নিক কেলি এবং চারদিনের ম্যাচে দায়িত্ব পালন করবেন জো কার্টার।
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য আগেই ১৫ সদস্যের দল দল ঘোষণা করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে খেলা ১৪ জনকে দলে রাখা হয়েছে। এনামুল হক বিজয়ের সঙ্গে আছেন মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহানরা।
নিউজিল্যান্ড ‘এ’ দল : নিক কেলি (অধিনায়ক, ওয়ানডে), জো কার্টার (অধিনায়ক, চার দিনের ম্যাচ), মুহাম্মাদ আব্বাস, আদিত্য আশোক, ম্যাট বয়েল, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, জ্যাক ফোকস, ডিন ফক্সক্রফট, মিচেল হে, কার্টিস হিফি, জেডেন লেনক্স, বেন লিস্টার, রিস মাইরু, ডেল ফিলিপস।