সংবাদ স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

রেয়ালের ব্যর্থ কোচের ওপরই ভরসা ব্রাজিলের

image

রেয়ালের ব্যর্থ কোচের ওপরই ভরসা ব্রাজিলের

সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
সংবাদ স্পোর্টস ডেস্ক

রেয়াল মাদ্রিদের হয়ে চলতি মৌসুম ভাল যাচ্ছে না কার্লো আনচেলোত্তির। এখনও পর্যন্ত দলকে কোনো ট্রফি জেতাতে পারেননি তিনি। চ্যাম্পিয়ন্স লীগ, স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে হাতছাড়া হয়েছে। লা লিগা জয়ের সম্ভাবনাও কম। সেই আনচেলোত্তির ওপরেই ভরসা রয়েছে ব্রাজিলের। আগামী ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন কোচ নিয়োগ করতে চাইছে ব্রাজিল। আনচেলোত্তিকে দায়িত্ব দিতে চাইছে তারা। ৬৫ বছরের ইটালীয় আনচেলোত্তির সঙ্গে কথাবার্তা প্রায় পাকা ব্রাজিলের। ২০০২ সালে শেষ বার ফুটবল বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। তার পর থেকে খরা চলছে। গত কয়েকটি বিশ্বকাপে পরিস্থিতি আরো খারাপ হয়েছে দলের। এ বার এখনও পর্যন্ত বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি তারা। একের পর এক কোচ বদল হলেও কেউই সেলেকাওদের সাফল্য এনে দিতে পারেননি। তাই পোড়খাওয়া আনচেলোত্তির ওপরেই ভরসা করছে ব্রাজিল।

চলতি মৌসুমে ব্যর্থ হলেও ক্লাব ফুটবলে আনচেলোত্তির সাফল্য নজরকাড়া। ইউরোপের পাঁচটি দেশের হয়েই লীগ জিতেছেন তিনি। চেলসিকে ইংল্যান্ডের, রেয়াল মাদ্রিদকে স্পেনের, এসি মিলানকে ইটালির, পিএসজিকে ফ্রান্সের ও বায়ার্ন মিউনিখকে জার্মানির লীগে চ্যাম্পিয়ন করেছেন তিনি। রেয়াল মাদ্রিদের হয়ে তিন বার ও এসি মিলানের হয়ে দু’বার চ্যাম্পিয়ন্স লীগ জিতেছেন তিনি। ক্লাব ফুটবলে তার এই সাফল্যই হয়তো ব্রাজিলের ফুটবল ফেডারেশনের নজর কেড়েছে।

২০২৬ সালে আমেরিকায় বিশ্বকাপ। এখনও এক বছরের বেশি সময় রয়েছে। কিন্তু গত কয়েক মাসে খুব খারাপ অবস্থা ব্রাজিলের। গত বার বিশ্বকাপে প্রি-কোয়ার্টার ফাইনালে হেরেছে তারা। কোপা আমেরিকাতেও হারতে হয়েছে। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা যেখানে গত কয়েক বছরে ক্রমাগত উন্নতি করেছে সেখানে ব্রাজিলের এই পতনে সমালোচনা শুরু হয়েছে সে দেশেই। সেই কারণেই তড়িঘড়ি নতুন কোচ নিয়োগ করতে চাইছে তারা। এখন দেখার আনচেলোত্তি কবে থেকে ব্রাজিলের দায়িত্ব নেন।

‘খেলা’ : আরও খবর

» টাইগার ব্যাটারদের ঘাটতি পূরণের উদ্যোগ

» বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

» আর্জেন্টিনা মিশন শুরু করবে আলজেরিয়া ম্যাচ দিয়ে

» সোমবার অস্ট্রিয়াকে হারালে ট্রফি বাংলাদেশের

» ক্যারম বিশ্বকাপে রুপা ও ব্রোঞ্জ জয় বাংলাদেশের

» তোরেসের হ্যাটট্রিকে বড় জয় বার্সার

» ইংল্যান্ডকে ৮ উইকেটে বিধ্বস্ত করে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

» এমএলএস কাপ: শেষ ম্যাচে চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

» সহজ ম্যাচ বলে কিছু নেই: স্কালোনি

» ‘কঠিন’ গ্রুপে ব্রাজিল: কোচ আনচেলত্তি

» বোয়েটেংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের জয়, আবাহনীর ড্র

» শারীরিক শিক্ষা কলেজ চ্যাম্পিয়ন

» বসুন্ধরা কিংসের জয়যাত্রা

» চরম অব্যবস্থাপনার ম্যাচে জয় সাও বার্নার্দোর

» পিংকির বোলিংয়ে সিরিজে সমতায় ফিরালো বাংলাদেশ

» লাতিন বাংলা টুর্নামেন্ট উপলক্ষে ঢাকায় আসছেন কাফু ও ক্যানিজিয়া

» হোপের সেঞ্চুরি ও গ্রেভসের ফিফটিতে উইন্ডিজের লড়াই

» ভারত-দক্ষিণ আফ্রিকা অলিখিত ফাইনাল শনিবার