বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের ট্রফি নিয়ে শিরোপা উদযাপন
ফেডারেশন কাপের নাটকীয়তায় ভরপুর ফাইনালে বসুন্ধরা কিংস ৫-৩ গোলে আবাহনীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সাত দিন পর পুনরায় ফাইনালের অবশিষ্ট সময়ের খেলা অনুষ্ঠিত হয়। সেই সময়ও খেলা অমীমাংসিত থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে।
ইতিহাসে লম্বা সময়ের এক ফাইনাল ম্যাচ। একদিন ১০৫ মিনিট এবং অন্যদিন ১৫ মিনিটের খেলা দেখলেন দর্শকরা। আট দিনের ব্যবধানে অনুষ্ঠিত ফেডারেশন কাপের ফাইনালের মঙ্গলবার, (২৯ এপ্রিল ২০২৫) দ্বিতীয় দিনে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টাইব্রেকারে শিরোপা জিতে নিয়েছে দশজনের কিংস। ১৪ হলুদ কার্ড ও এক লালকার্ডের দীর্ঘতম নাটকীয়তায় ভরা ম্যাচের নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ গোলে ড্র ছিল। শেষে টাইব্রেকারে ঢাকা আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা অক্ষুণœ রেখেছে কর্পোরেট এই দলটি।
টাইব্রেকারেও ছিল নাটকীয়তা। কিংস পাঁচ শটেই গোল করেছে। জোনাথন ফার্নান্দেজ, শেখ মোরসালিন, তপু বর্মণ, ইনসান ও ড্যাসিয়েল পাঁচে পাঁচ গোল করায় কিংসই ঘরে তুলতে পেরেছে শিরোপা। অন্যদিকে আবাহনীর প্রথম শটে গোল করেন রাফায়েল আগস্তো। এমেকার নেয়া দ্বিতীয় শট আটকে দেন কিংস গোলকিপার মেহেদি হাসান শ্রাবণ। সেই শট আটকে তিনি আর্জেন্টাইন বিশ্বসেরা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের মতো নেচে উদযাপন করেন। আবাহনীর তৃতীয় শটে সবুজ গোল করেন। তবে মিরাজুলের নেয়া চতুর্থ শট কিংসের গোলকিপার মেহদী হাসান শ্রাবণ সেভ করেন। কিংস টাইব্রেকারে এক গোলের লিডে ছিল। চতুর্থ শট আবাহনী মিস করলে কিংস চ্যাম্পিয়ন হয়। শ্রাবণের সেভের সঙ্গে সঙ্গে কিংস উল্লাসও শুরু করে। রেফারি অবশ্য আগেই ফাউলের পতাকা তুলেছিলেন। রেফারির এই সিদ্ধান্ত কিংসের গোলকিপার কোচ নুরুজ্জামান নয়ন মানতে পারেননি। রেফারি সায়মন সানি টাইব্রেকার পর্বে এসেও হলুদ কার্ড দেখান কিংসের এই গোলকিপার কোচকে। মিরাজুল পুনরায় শট নেন। সেই শট অবশ্য শ্রাবণ ঠেকাতে পারেননি। কিংসের হয়ে পঞ্চম ও শেষ শট নিতে আসেন ব্রাজিলিয়ান ড্যাসিয়েল। তার নেয়া শট জালে প্রবেশ করলে কিংস পুনরায় উল্লাস করে।
বসুন্ধরা কিংসের খেলোয়াড়দের ট্রফি নিয়ে শিরোপা উদযাপন
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
ফেডারেশন কাপের নাটকীয়তায় ভরপুর ফাইনালে বসুন্ধরা কিংস ৫-৩ গোলে আবাহনীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সাত দিন পর পুনরায় ফাইনালের অবশিষ্ট সময়ের খেলা অনুষ্ঠিত হয়। সেই সময়ও খেলা অমীমাংসিত থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে।
ইতিহাসে লম্বা সময়ের এক ফাইনাল ম্যাচ। একদিন ১০৫ মিনিট এবং অন্যদিন ১৫ মিনিটের খেলা দেখলেন দর্শকরা। আট দিনের ব্যবধানে অনুষ্ঠিত ফেডারেশন কাপের ফাইনালের মঙ্গলবার, (২৯ এপ্রিল ২০২৫) দ্বিতীয় দিনে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টাইব্রেকারে শিরোপা জিতে নিয়েছে দশজনের কিংস। ১৪ হলুদ কার্ড ও এক লালকার্ডের দীর্ঘতম নাটকীয়তায় ভরা ম্যাচের নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ গোলে ড্র ছিল। শেষে টাইব্রেকারে ঢাকা আবাহনীকে হারিয়ে ফেডারেশন কাপের শিরোপা অক্ষুণœ রেখেছে কর্পোরেট এই দলটি।
টাইব্রেকারেও ছিল নাটকীয়তা। কিংস পাঁচ শটেই গোল করেছে। জোনাথন ফার্নান্দেজ, শেখ মোরসালিন, তপু বর্মণ, ইনসান ও ড্যাসিয়েল পাঁচে পাঁচ গোল করায় কিংসই ঘরে তুলতে পেরেছে শিরোপা। অন্যদিকে আবাহনীর প্রথম শটে গোল করেন রাফায়েল আগস্তো। এমেকার নেয়া দ্বিতীয় শট আটকে দেন কিংস গোলকিপার মেহেদি হাসান শ্রাবণ। সেই শট আটকে তিনি আর্জেন্টাইন বিশ্বসেরা গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের মতো নেচে উদযাপন করেন। আবাহনীর তৃতীয় শটে সবুজ গোল করেন। তবে মিরাজুলের নেয়া চতুর্থ শট কিংসের গোলকিপার মেহদী হাসান শ্রাবণ সেভ করেন। কিংস টাইব্রেকারে এক গোলের লিডে ছিল। চতুর্থ শট আবাহনী মিস করলে কিংস চ্যাম্পিয়ন হয়। শ্রাবণের সেভের সঙ্গে সঙ্গে কিংস উল্লাসও শুরু করে। রেফারি অবশ্য আগেই ফাউলের পতাকা তুলেছিলেন। রেফারির এই সিদ্ধান্ত কিংসের গোলকিপার কোচ নুরুজ্জামান নয়ন মানতে পারেননি। রেফারি সায়মন সানি টাইব্রেকার পর্বে এসেও হলুদ কার্ড দেখান কিংসের এই গোলকিপার কোচকে। মিরাজুল পুনরায় শট নেন। সেই শট অবশ্য শ্রাবণ ঠেকাতে পারেননি। কিংসের হয়ে পঞ্চম ও শেষ শট নিতে আসেন ব্রাজিলিয়ান ড্যাসিয়েল। তার নেয়া শট জালে প্রবেশ করলে কিংস পুনরায় উল্লাস করে।