সাদমান
জিম্বাবুয়েকে ২২৭ রানে অলআউট করার পর বাংলাদেশ প্রথম ইনিংসে দারুণ জবাব দিচ্ছে। সাদমান ইসলামের সেঞ্চুরিতে ভালো শুরু করে তারা। তার সঙ্গে এনামুল হক বিজয়ের ১১৮ রানের ওপেনিং জুটি ছিল স্বস্তিদায়ক। যদিও শেষ সেশনে বেশ কিছু উইকেট হারিয়ে কিছুটা হলেও অস্বস্তি সঙ্গী হয়েছে স্বাগতিকদের। ৭ উইকেটে ২৯১ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। তাদের লিড ৬৪ রানের। বুধবার ম্যাচের তৃতীয় দিনে আরও ১০০ রান তোলার লক্ষ্য বাংলাদেশের।
৬৪ রানের লিড নেয়া বাংলাদেশের জন্য আরও ১০০ রান তোলাটা সহজ হওয়ার কথা নয়। ক্রিজে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে আছেন কেবল মেহেদী হাসান মিরাজ। এই অবস্থায় লক্ষ্য পূরণ সম্ভব কিনা এমন প্রশ্নে সাদমান ইসলাম বলেছেন, ’আমাদের খেলা যেরকম আমরা ভালোর দিকে ছিলাম। আমার কাছে মনে হয় তিনটা উইকেট বেশি হয়ে গেছে। আমরা যদি ওই উইকেটগুলো না হারাতাম ১০০ প্লাস লিডে থাকতাম। তো ইনশাআল্লাহ কাল দেখা যাক কী হয়। আশা করি আমাদের যে মিরাজ আর তাইজুল আছে, অবশ্যই যদি ওরা ভালো একটা জুটি দেয় যাতে ১০০ প্লাস হয়, আমাদের জন্য ভালো হবে।’
দ্বিতীয় দিন শেষে মোটামুটি ভালো অবস্থানেই আছে বাংলাদেশ। তৃতীয় দিনের ওপর নির্ভর করবে টেস্টের গতিপথ কোনা দিকে যাবে। এ ব্যাপারে সাদমান বলেন, ‘আমাদের তো মিরাজ আর তাইজুল ভাই আছে। দুজনই ভালো ব্যাটিং করে। আশা করি ওদের থেকে যদি একটা জুটি হয়, অবশ্যই ওটা আমাদের খুব ভালোর দিকে নিয়ে যাবে। কালকের দিনটা বলা যাচ্ছে না, উইকেটটা কেমন হয়। আমাদের বোলাররা যদি ভালো বোলিং করে খুব ভালো কামব্যাক করব ইনশাআল্লাহ।’
সাদমান ১৮১ বলে ১৬ চার ও ১ ছয়ে ১২০ রান করে আউট হন। নিজের ইনিংসটা আরও বড় করা যেত উল্লেখ করে মোসাদ্দেক বলেছেন, ‘না, তা তো অবশ্যই ইনিংসটা আরও একটু বড় করা যেত। আমরা একটা ভালো পজিশনে ছিলাম, কিন্তু ওখান থেকে হয়তো আমরা একটু পিছিয়ে আছি। তাও আলহামদুলিল্লাহ যা হয়েছে ইনশাআল্লাহ হয়তো বা কালকে একদিন আছে, ব্যাটার মিরাজ আছে। আশা করি ভালো জুটি হলে আমরা খুব এগিয়ে থাকবো।’
অনেক দিন পর মুশফিক কিছুটা রান পেয়েছেন। তারপরও ৪০ রান করে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন।
মুশফিকের ব্যাটিং নিয়ে সাদমান বলেছেন, ‘উনি অনেক অভিজ্ঞ, অনেক সিনিয়র খেলোয়াড়। আমরা তো দেখছি উনি সব সময়ই রান করে থাকেন। তো অবশ্যই আজকে যেরকম শুরু করেছিলেন খুব ভালো দিকে ছিলেন, ভালো করছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত আউট হয়ে যায়। ইনশাআল্লাহ পরের ইনিংস বা সামনে আরও খেলা আছে অবশ্যই ভালো করবে।’
সাদমান
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
জিম্বাবুয়েকে ২২৭ রানে অলআউট করার পর বাংলাদেশ প্রথম ইনিংসে দারুণ জবাব দিচ্ছে। সাদমান ইসলামের সেঞ্চুরিতে ভালো শুরু করে তারা। তার সঙ্গে এনামুল হক বিজয়ের ১১৮ রানের ওপেনিং জুটি ছিল স্বস্তিদায়ক। যদিও শেষ সেশনে বেশ কিছু উইকেট হারিয়ে কিছুটা হলেও অস্বস্তি সঙ্গী হয়েছে স্বাগতিকদের। ৭ উইকেটে ২৯১ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। তাদের লিড ৬৪ রানের। বুধবার ম্যাচের তৃতীয় দিনে আরও ১০০ রান তোলার লক্ষ্য বাংলাদেশের।
৬৪ রানের লিড নেয়া বাংলাদেশের জন্য আরও ১০০ রান তোলাটা সহজ হওয়ার কথা নয়। ক্রিজে বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে আছেন কেবল মেহেদী হাসান মিরাজ। এই অবস্থায় লক্ষ্য পূরণ সম্ভব কিনা এমন প্রশ্নে সাদমান ইসলাম বলেছেন, ’আমাদের খেলা যেরকম আমরা ভালোর দিকে ছিলাম। আমার কাছে মনে হয় তিনটা উইকেট বেশি হয়ে গেছে। আমরা যদি ওই উইকেটগুলো না হারাতাম ১০০ প্লাস লিডে থাকতাম। তো ইনশাআল্লাহ কাল দেখা যাক কী হয়। আশা করি আমাদের যে মিরাজ আর তাইজুল আছে, অবশ্যই যদি ওরা ভালো একটা জুটি দেয় যাতে ১০০ প্লাস হয়, আমাদের জন্য ভালো হবে।’
দ্বিতীয় দিন শেষে মোটামুটি ভালো অবস্থানেই আছে বাংলাদেশ। তৃতীয় দিনের ওপর নির্ভর করবে টেস্টের গতিপথ কোনা দিকে যাবে। এ ব্যাপারে সাদমান বলেন, ‘আমাদের তো মিরাজ আর তাইজুল ভাই আছে। দুজনই ভালো ব্যাটিং করে। আশা করি ওদের থেকে যদি একটা জুটি হয়, অবশ্যই ওটা আমাদের খুব ভালোর দিকে নিয়ে যাবে। কালকের দিনটা বলা যাচ্ছে না, উইকেটটা কেমন হয়। আমাদের বোলাররা যদি ভালো বোলিং করে খুব ভালো কামব্যাক করব ইনশাআল্লাহ।’
সাদমান ১৮১ বলে ১৬ চার ও ১ ছয়ে ১২০ রান করে আউট হন। নিজের ইনিংসটা আরও বড় করা যেত উল্লেখ করে মোসাদ্দেক বলেছেন, ‘না, তা তো অবশ্যই ইনিংসটা আরও একটু বড় করা যেত। আমরা একটা ভালো পজিশনে ছিলাম, কিন্তু ওখান থেকে হয়তো আমরা একটু পিছিয়ে আছি। তাও আলহামদুলিল্লাহ যা হয়েছে ইনশাআল্লাহ হয়তো বা কালকে একদিন আছে, ব্যাটার মিরাজ আছে। আশা করি ভালো জুটি হলে আমরা খুব এগিয়ে থাকবো।’
অনেক দিন পর মুশফিক কিছুটা রান পেয়েছেন। তারপরও ৪০ রান করে দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হন।
মুশফিকের ব্যাটিং নিয়ে সাদমান বলেছেন, ‘উনি অনেক অভিজ্ঞ, অনেক সিনিয়র খেলোয়াড়। আমরা তো দেখছি উনি সব সময়ই রান করে থাকেন। তো অবশ্যই আজকে যেরকম শুরু করেছিলেন খুব ভালো দিকে ছিলেন, ভালো করছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত আউট হয়ে যায়। ইনশাআল্লাহ পরের ইনিংস বা সামনে আরও খেলা আছে অবশ্যই ভালো করবে।’