চ্যাম্পিয়ন্স লিগে প্রথম শিরোপার স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে নিল প্যারিস সাঁ জার্মেই (পিএসজি)। সেমিফাইনালের ফিরতি লেগে আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে ফাইনালে উঠেছে ফরাসি ক্লাবটি।
বুধবার প্যারিসে অনুষ্ঠিত ম্যাচে ফাবিয়ান রুইস ও আশরাফ হাকিমির গোলে জয় পায় পিএসজি। আর্সেনালের পক্ষে একমাত্র গোলটি করেন বুকায়ো সাকা।
প্রথম লেগে আর্সেনালের মাঠে ১-০ গোলে জয় পেয়েছিল পিএসজি। ফিরতি লেগেও শুরুতে দাপট দেখায় ইংলিশ ক্লাবটি, তবে গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধে হাকিমির দুর্দান্ত গোলে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। শেষ দিকে একটি গোল শোধ দেন সাকা, তবে তা শুধু ব্যবধানই কমাতে পারে।
পুরো ম্যাচে আর্সেনাল ১৯টি শট নেয়, যার চারটি লক্ষ্যে ছিল; অন্যদিকে পিএসজির ১১ শটের ছয়টিই ছিল গোল বরাবর।
৩১ মে মিউনিখে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে পিএসজি। ২০২০ সালের পর এটি তাদের দ্বিতীয় ফাইনাল। সেবার তারা বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে গিয়েছিল।
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
চ্যাম্পিয়ন্স লিগে প্রথম শিরোপার স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে নিল প্যারিস সাঁ জার্মেই (পিএসজি)। সেমিফাইনালের ফিরতি লেগে আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে ফাইনালে উঠেছে ফরাসি ক্লাবটি।
বুধবার প্যারিসে অনুষ্ঠিত ম্যাচে ফাবিয়ান রুইস ও আশরাফ হাকিমির গোলে জয় পায় পিএসজি। আর্সেনালের পক্ষে একমাত্র গোলটি করেন বুকায়ো সাকা।
প্রথম লেগে আর্সেনালের মাঠে ১-০ গোলে জয় পেয়েছিল পিএসজি। ফিরতি লেগেও শুরুতে দাপট দেখায় ইংলিশ ক্লাবটি, তবে গোলের সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধে হাকিমির দুর্দান্ত গোলে ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। শেষ দিকে একটি গোল শোধ দেন সাকা, তবে তা শুধু ব্যবধানই কমাতে পারে।
পুরো ম্যাচে আর্সেনাল ১৯টি শট নেয়, যার চারটি লক্ষ্যে ছিল; অন্যদিকে পিএসজির ১১ শটের ছয়টিই ছিল গোল বরাবর।
৩১ মে মিউনিখে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টার মিলানের মুখোমুখি হবে পিএসজি। ২০২০ সালের পর এটি তাদের দ্বিতীয় ফাইনাল। সেবার তারা বায়ার্ন মিউনিখের কাছে ১-০ গোলে হেরে গিয়েছিল।