বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ
বাংলাদেশ ও নিউজিল্যান্ড এ দলের সিলেটে চলমান ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে শনিবার সিলেট স্টেডিয়ামে সকাল নয়টায় শুরু হবে ম্যাচটি। প্রথম দুই ম্যাচে বড় জয় বাংলাদেশ এ দল সিরিজ নিশ্চিত করেছে।
শেষ ম্যাচে মাঠে নামার আগে শুক্রবার,(০৯ মে ২০২৫) এ দলের ক্রিকেটার মাহিদুল ইসলাম অঙ্কন বলেন, ‘অবশ্যই, মানসিকভাবে আত্মবিশ্বাসী করে তোলে। কারণ উইকেট পড়ে যাওয়ার পড়ে আমাদের একটা পার্টনারশিপ প্রয়োজন ছিল দলের। আমরা চেষ্টা করছিলাম যতদূর পর্যন্ত ক্যারি করতে পারি।’
গত ম্যাচের সেঞ্চুরিয়ান নুরুল হাসান সোহানের প্রশংসা করে অঙ্কন বলেন, ‘অধিনায়ক সোহান ভাই অনেক ভালো ব্যাটিং করেছে। অবশ্যই উপভোগ করেছি, আশা করি এমন আরও অনেক বেশি বেশি করতে পারব, ইনশাআল্লাহ।’
জাতীয় দলে খেলা নিয়ে খুব বেশি তাড়াহুড়ো করছেন না অঙ্কন। তিনি বলেন, ‘এসব আমার মাথায় নেই। আমি এসব নিয়ে খুব বেশি চিন্তা করি না। আমার যে কাজ চেষ্টা করি ওইভাবেই কাজ করার। আমি চাই যাতে আমি আরও বেশি কাজ করতে পারি, তাড়াতাড়ি অনেক ভালো কিছু করতে পারি। সেটাই আমার লক্ষ্য।’
আন্তর্জাতিক: ইউক্রেনীয় বাহিনীতে পলাতক-অনুপস্থিত প্রায় ৩ লাখ
আন্তর্জাতিক: কী কারণে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে সংঘাত
বিজ্ঞান ও প্রযুক্তি: বাংলাদেশে টিসিএল ব্র্যান্ডের আনুষ্ঠানিক যাত্রা
সারাদেশ: মোরেলগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখম