জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। শুক্রবার, (০৯ মে ২০২৫) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রথম দিনে কারাতে ইভেন্টে প্রতিযোগীরা নিজেদের ক্রীড়াশৈলী প্রদর্শন করেন। এই জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপ থেকেই তিনটি গেমসের জন্য কারাতে নির্বাচন করা হবে। কারাতে খেলতে আসার রুইতুম ম্রো বলেন, ‘এটাই আমাদের সেরা নৈপূণ্য প্রদর্শনের মঞ্চ। তাই নিজেদের সেরাটা দিয়েই ক্রীড়াশৈলী প্রদর্শন করছি। যাতে তিনটি গেমসের একটিতেও অন্তত দেশকে প্রতিনিধিত্ব করতে পারি।’ সৈয়দা সরফ আঞ্জুমের কথাও একই, ‘আমিও বিদেশের গেমস থেকে দেশের জন্য কিছু বয়ে আনতে চাই।’
আগামী ২-৬ জুলাই কলম্বোতে দক্ষিণ এশীয় কারাতে চ্যাম্পিয়নশিপ, ৭-২১ নভেম্বর সৌদি আরবে ইসলামিক সলিডারিটি গেমস এবং গত ২৩-৩১ জানুয়ারি পাকিস্তানে দক্ষিণ এশীয় গেমসের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে। এই গেমসের কারাতে নির্বাচন করতেই প্রায় সাড়ে সাতশ’ কারাতেকাদের নিয়ে বৃহৎ এই আসরের আয়োজন করেছে কারাতে ফেডারেশন।
ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের কথা, ‘আমাদের প্রত্যাশার চেয়েও বেশি কারাতেকা এবার জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে। আসরে নেপাল এসএ গেমসে তিনটি স্বর্ণপদক জেতায় আগ্রহ বেড়েছে ছেলে মেয়েদের মধ্যে।
শুক্রবার, ০৯ মে ২০২৫
জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। শুক্রবার, (০৯ মে ২০২৫) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রথম দিনে কারাতে ইভেন্টে প্রতিযোগীরা নিজেদের ক্রীড়াশৈলী প্রদর্শন করেন। এই জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপ থেকেই তিনটি গেমসের জন্য কারাতে নির্বাচন করা হবে। কারাতে খেলতে আসার রুইতুম ম্রো বলেন, ‘এটাই আমাদের সেরা নৈপূণ্য প্রদর্শনের মঞ্চ। তাই নিজেদের সেরাটা দিয়েই ক্রীড়াশৈলী প্রদর্শন করছি। যাতে তিনটি গেমসের একটিতেও অন্তত দেশকে প্রতিনিধিত্ব করতে পারি।’ সৈয়দা সরফ আঞ্জুমের কথাও একই, ‘আমিও বিদেশের গেমস থেকে দেশের জন্য কিছু বয়ে আনতে চাই।’
আগামী ২-৬ জুলাই কলম্বোতে দক্ষিণ এশীয় কারাতে চ্যাম্পিয়নশিপ, ৭-২১ নভেম্বর সৌদি আরবে ইসলামিক সলিডারিটি গেমস এবং গত ২৩-৩১ জানুয়ারি পাকিস্তানে দক্ষিণ এশীয় গেমসের পরবর্তী আসর অনুষ্ঠিত হবে। এই গেমসের কারাতে নির্বাচন করতেই প্রায় সাড়ে সাতশ’ কারাতেকাদের নিয়ে বৃহৎ এই আসরের আয়োজন করেছে কারাতে ফেডারেশন।
ফেডারেশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনের কথা, ‘আমাদের প্রত্যাশার চেয়েও বেশি কারাতেকা এবার জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে। আসরে নেপাল এসএ গেমসে তিনটি স্বর্ণপদক জেতায় আগ্রহ বেড়েছে ছেলে মেয়েদের মধ্যে।