মোহামেডানকে হারিয়ে রহমতগঞ্জ খেলোয়াড়দের উল্লাস
বৈরি আবহাওয়াতে আগের দিন কুমিল্লায় প্রিমিয়ার লীগে মোহামেডান ও রহমতগঞ্জের মধ্যে ম্যাচ শেষ হতে পারেনি। বুধবার(২১-০৫- ২০২৫) বাকি সময়ের রোমাঞ্চকর লড়াইয়ে চ্যাম্পিয়ন মোহামেডানকে ৪-৩ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার ভারি বৃষ্টি ও আলোকস্বল্পতায় ১৮ মিনিটের খেলা হওয়ার পর স্থগিত হয়ে যায় ম্যাচটি। সে সময় সুলেমানে দিয়াবাতে ও এমানুয়েল সানডের গোলে ২-১ এ এগিয়ে ছিল মোহামেডান। বুধবার বাকি অংশ শুরুর পর ৩১ মিনিটে তাজ উদ্দিনের গোলে সমতায় ফেরে রহমতগঞ্জ।
ছয় মিনিট পর জুয়েল মিয়ার পাস জালে জড়িয়ে মোহামেডানকে ফের এগিয়ে নেন অধিনায়ক দিয়াবাতে। কিন্তু শেষ দিকে দুই মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচ জিতে নেয় রহমতগঞ্জ।
৮৪ মিনিটে মামুদ ওশি ম্যাচে সমতা ফেরানোর দুই মিনিট পর ঘানার এই ফরোয়ার্ডের দ্বিতীয়বারের লক্ষ্যভেদে এগিয়ে যায় রহমতগঞ্জ। বাকি সময় ব্যবধান ধরে রেখে চলতি লীগে অষ্টম জয় তুলে নেয় দলটি। এই আসরে মোহামেডানের এটি দ্বিতীয় হার। ১৬ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ৩৮। ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে রহমতগঞ্জ। সমান ম্যাচে কিংস ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।
কিংসকে পেছনে ফেললো আবাহনী
শীর্ষ লীগ থেকে আগেই অবনমন নিশ্চিত হয়ে যাওয়া চট্টগ্রাম আবাহনীকে উড়িয়ে দিল আবাহনী। বুধবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আবাহনী। জোড়া গোল করেন এনামুল হোসেন গাজী। একবার করে জালের দেখা পান আসাদুজ্জামান বাবলু, রাফায়েল অগাস্তু ও এমেকা ওগবাহ।
গত রাউন্ডে মোহামেডানের শিরোপা জয় নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচগুলো আবাহনীর জন্য কেবল লীগ টেবিলে উপরের দিকে থাকার উপলক্ষ। এই জয়ে ১৬ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে তারা। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বসুন্ধরা কিংস। মোহামেডানের পয়েন্ট ৩৮।
১৬ ম্যাচে ১৫তম হারের তেতো স্বাদ পাওয়া চট্টগ্রাম আবাহনী যথারীতি আছে তলানিতে। ২৩ পয়েন্ট নিয়ে ফর্টিস আছে সপ্তম স্থানে। লীগের বাকি আর দুই রাউন্ডের খেলা।
দিনের আরেক ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় পুলিশ এফসির বিপক্ষে ১-১ ড্র করেছে ফর্টিস এফসি। বৃষ্টিবিঘ্নিত, কর্দমাক্ত মাঠে দৃষ্টিনন্দন গোল করেছেন পুলিশের আল আমিন।
আসরে স্থানীয়দের মধ্যে ১০ গোল নিয়ে সবার ওপরে আছেন বসুন্ধরা কিংসের রাকিব হোসেন। তার পেছনে ছুটছেন আল আমিন। দেশি-বিদেশি মিলিয়ে ১৫ গোল নিয়ে এই তালিকায় শীর্ষে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির ফরোয়ার্ড স্যামুয়েল বোয়াটেং।
মোহামেডানকে হারিয়ে রহমতগঞ্জ খেলোয়াড়দের উল্লাস
বুধবার, ২১ মে ২০২৫
বৈরি আবহাওয়াতে আগের দিন কুমিল্লায় প্রিমিয়ার লীগে মোহামেডান ও রহমতগঞ্জের মধ্যে ম্যাচ শেষ হতে পারেনি। বুধবার(২১-০৫- ২০২৫) বাকি সময়ের রোমাঞ্চকর লড়াইয়ে চ্যাম্পিয়ন মোহামেডানকে ৪-৩ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি।
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে গতকাল মঙ্গলবার ভারি বৃষ্টি ও আলোকস্বল্পতায় ১৮ মিনিটের খেলা হওয়ার পর স্থগিত হয়ে যায় ম্যাচটি। সে সময় সুলেমানে দিয়াবাতে ও এমানুয়েল সানডের গোলে ২-১ এ এগিয়ে ছিল মোহামেডান। বুধবার বাকি অংশ শুরুর পর ৩১ মিনিটে তাজ উদ্দিনের গোলে সমতায় ফেরে রহমতগঞ্জ।
ছয় মিনিট পর জুয়েল মিয়ার পাস জালে জড়িয়ে মোহামেডানকে ফের এগিয়ে নেন অধিনায়ক দিয়াবাতে। কিন্তু শেষ দিকে দুই মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচ জিতে নেয় রহমতগঞ্জ।
৮৪ মিনিটে মামুদ ওশি ম্যাচে সমতা ফেরানোর দুই মিনিট পর ঘানার এই ফরোয়ার্ডের দ্বিতীয়বারের লক্ষ্যভেদে এগিয়ে যায় রহমতগঞ্জ। বাকি সময় ব্যবধান ধরে রেখে চলতি লীগে অষ্টম জয় তুলে নেয় দলটি। এই আসরে মোহামেডানের এটি দ্বিতীয় হার। ১৬ ম্যাচে মোহামেডানের পয়েন্ট ৩৮। ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আছে রহমতগঞ্জ। সমান ম্যাচে কিংস ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।
কিংসকে পেছনে ফেললো আবাহনী
শীর্ষ লীগ থেকে আগেই অবনমন নিশ্চিত হয়ে যাওয়া চট্টগ্রাম আবাহনীকে উড়িয়ে দিল আবাহনী। বুধবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আবাহনী। জোড়া গোল করেন এনামুল হোসেন গাজী। একবার করে জালের দেখা পান আসাদুজ্জামান বাবলু, রাফায়েল অগাস্তু ও এমেকা ওগবাহ।
গত রাউন্ডে মোহামেডানের শিরোপা জয় নিশ্চিত হয়ে যাওয়ায় এই ম্যাচগুলো আবাহনীর জন্য কেবল লীগ টেবিলে উপরের দিকে থাকার উপলক্ষ। এই জয়ে ১৬ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে তারা। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বসুন্ধরা কিংস। মোহামেডানের পয়েন্ট ৩৮।
১৬ ম্যাচে ১৫তম হারের তেতো স্বাদ পাওয়া চট্টগ্রাম আবাহনী যথারীতি আছে তলানিতে। ২৩ পয়েন্ট নিয়ে ফর্টিস আছে সপ্তম স্থানে। লীগের বাকি আর দুই রাউন্ডের খেলা।
দিনের আরেক ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় পুলিশ এফসির বিপক্ষে ১-১ ড্র করেছে ফর্টিস এফসি। বৃষ্টিবিঘ্নিত, কর্দমাক্ত মাঠে দৃষ্টিনন্দন গোল করেছেন পুলিশের আল আমিন।
আসরে স্থানীয়দের মধ্যে ১০ গোল নিয়ে সবার ওপরে আছেন বসুন্ধরা কিংসের রাকিব হোসেন। তার পেছনে ছুটছেন আল আমিন। দেশি-বিদেশি মিলিয়ে ১৫ গোল নিয়ে এই তালিকায় শীর্ষে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির ফরোয়ার্ড স্যামুয়েল বোয়াটেং।