পাকিস্তানের তিন তারকা আফ্রিদি, বাবর ও রেজোয়ান
বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য সালমান আগার নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
লাহোরে আগামী ২৮, ৩০ মে ও ১ জুন অনুষ্ঠেয় সিরিজের দলে সুযোগ পাননি তিন সাবেক অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। গত মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজের দলেও সুযোগ পাননি বাবর ও রিজওয়ান। ঐ সিরিজে খেলেছিলেন আফ্রিদি। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ । তার আগে এই তিন ক্রিকেটারের দল থেকে বাদ পড়া ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এ ছাড়াও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন ওমাইর ইউসুফ, আব্দুল সামাদ, আব্বাস আফ্রিদি, জাহানদাদ খান, মোহাম্মাদ আলি, সুফিয়ান মুকিম ও উসমান খান। চলমান পাকিস্তান সুপার লীগে (পিএসএল) সর্বোচ্চ ১৭ উইকেট নিয়েও জাতীয় দলে সুযোগ হয়নি আব্বাসের।
সম্প্রতি ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে ৯ ম্যাচে ৪টি সেঞ্চুরিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি শতকের বিশ্ব রেকর্ড গড়া ওপেনার সাহিবজাদা ফারহান দলে রয়েছেন। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২৯ বছর বয়সী ফারহানের। ২০২৪ সলের ডিসেম্বর পর্যন্ত দেশের হয়ে বিভিন্ন সময় ৯ টি-টোয়েন্টি খেলে মাত্র ৮৬ রান করেছেন ফারহান।
কিন্তু এ বছর পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে তান্ডব চালিয়েছেন ফারহান। গত ১৪ মার্চ শুরু হওয়া ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে ৭ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ২ হাফ-সেঞ্চুরিতে ৬০৫ রান করেন তিনি। ঐ টুর্নামেন্টে ১৮৯.৬৫ স্ট্রাইক রেট, ১২১ গড়ের সঙ্গে ৪০টি ছক্কা মারেন ফারহান।
কোয়েটার বিপক্ষে ৭২ বলে অপরাজিত ১৬২ রানের সর্বোচ্চ রানের ইনিংসও খেলেন পেশোয়ারের ফারহান। যা স্বীকৃত টি-টোয়েন্টিতে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান। এরপর গত এপ্রিলে শুরু হওয়া পিএসএলে নিজের দ্বিতীয় ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে ৫২ বলে ১০৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ইসলামাবাদ দলের হয়ে খেলতে নামা ফারহান। এতে এক মাসের ব্যবধানে ৯ ইনিংসে ৪ সেঞ্চুরির রেকর্ড গড়েন এই ডান-হাতি ব্যাটার। ফলে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির বিশ্ব রেকর্ডের মালিক হন ফারহান।
পিএসএলের চলতি আসরে এখন পর্যন্ত ১০ ইনিংসে ৩৯.৪০ গড় ও ১৫৪.৫০ স্ট্রাইক রেটে সর্বোচ্চ ৩৯৪ রান করেছেন ফারহান। সর্বশেষ ম্যাচে করাচি কিংসের বিপক্ষে তার ৪১ বলে ৭৩ রানের ইনিংসে প্লে-অফ নিশ্চিত করে ইসলামাবাদ।
সাহিবজাদা ছাড়াও পাকিস্তান দলে ফিরেছেন ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলি, হুসাইন তালাত, মোহাম্মাদ ওয়াসিম, নাসিম শাহ ও সাইম আইয়ুব।
পিএসএলে ফখর জামান ৩৬৯ রান, হাসান আলি ১৫ উইকেট এবং অলরাউন্ডার ফাহিম আশরাফ ১৪ উইকেট নিয়ে দলে ফিরেছেন।
বাবর, রিজওয়ান এবং শাহিন ছাড়াও দলে জায়গা হয়নি উসমান খান, মোহাম্মদ আব্বাস এবং সুফিয়ান মুকিমের। সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের নতুন কোচ মাইক হেসন। বাংলাদেশ সিরিজের আগেই দলে যোগ দেবেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে জানা গিয়েছে, পাকিস্তান সুপার লীগের পারফরম্যান্স দেখে দল নির্বাচন করা হয়েছে। ২৫ মে পাকিস্তানের লাহোরে পৌঁছাবে বাংলাদেশ দল। সিরিজকে সামনে রেখে আগামী ২৬ ও ২৭ মে প্রস্তুতি নিবে টাইগাররা।
আইসিসির ভবিষ্যৎ সফর সূচি অনুযায়ী পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পরে ওয়ানডের পরিবর্তে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার সিদ্ধান্ত নেয় দু’দেশের ক্রিকেট বোর্ড।
কিন্তু ভারত ও পাকিস্তান সংঘাতের কারণে সিরিজটি শঙ্কার মুখে পড়ে। শঙ্কা কেটে গেলে দুবাইয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীনের মধ্যে বৈঠকের পর তিন ম্যাচের সিরিজ খেলার বিষয়টি চূড়ান্ত হয়।
পাকিস্তানের তিন তারকা আফ্রিদি, বাবর ও রেজোয়ান
বুধবার, ২১ মে ২০২৫
বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য সালমান আগার নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
লাহোরে আগামী ২৮, ৩০ মে ও ১ জুন অনুষ্ঠেয় সিরিজের দলে সুযোগ পাননি তিন সাবেক অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। গত মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজের দলেও সুযোগ পাননি বাবর ও রিজওয়ান। ঐ সিরিজে খেলেছিলেন আফ্রিদি। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ । তার আগে এই তিন ক্রিকেটারের দল থেকে বাদ পড়া ইঙ্গিতপূর্ণ বলেই মনে করা হচ্ছে। এ ছাড়াও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন ওমাইর ইউসুফ, আব্দুল সামাদ, আব্বাস আফ্রিদি, জাহানদাদ খান, মোহাম্মাদ আলি, সুফিয়ান মুকিম ও উসমান খান। চলমান পাকিস্তান সুপার লীগে (পিএসএল) সর্বোচ্চ ১৭ উইকেট নিয়েও জাতীয় দলে সুযোগ হয়নি আব্বাসের।
সম্প্রতি ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে ৯ ম্যাচে ৪টি সেঞ্চুরিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি শতকের বিশ্ব রেকর্ড গড়া ওপেনার সাহিবজাদা ফারহান দলে রয়েছেন। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২৯ বছর বয়সী ফারহানের। ২০২৪ সলের ডিসেম্বর পর্যন্ত দেশের হয়ে বিভিন্ন সময় ৯ টি-টোয়েন্টি খেলে মাত্র ৮৬ রান করেছেন ফারহান।
কিন্তু এ বছর পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে তান্ডব চালিয়েছেন ফারহান। গত ১৪ মার্চ শুরু হওয়া ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে ৭ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ২ হাফ-সেঞ্চুরিতে ৬০৫ রান করেন তিনি। ঐ টুর্নামেন্টে ১৮৯.৬৫ স্ট্রাইক রেট, ১২১ গড়ের সঙ্গে ৪০টি ছক্কা মারেন ফারহান।
কোয়েটার বিপক্ষে ৭২ বলে অপরাজিত ১৬২ রানের সর্বোচ্চ রানের ইনিংসও খেলেন পেশোয়ারের ফারহান। যা স্বীকৃত টি-টোয়েন্টিতে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান। এরপর গত এপ্রিলে শুরু হওয়া পিএসএলে নিজের দ্বিতীয় ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে ৫২ বলে ১০৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ইসলামাবাদ দলের হয়ে খেলতে নামা ফারহান। এতে এক মাসের ব্যবধানে ৯ ইনিংসে ৪ সেঞ্চুরির রেকর্ড গড়েন এই ডান-হাতি ব্যাটার। ফলে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি সেঞ্চুরির বিশ্ব রেকর্ডের মালিক হন ফারহান।
পিএসএলের চলতি আসরে এখন পর্যন্ত ১০ ইনিংসে ৩৯.৪০ গড় ও ১৫৪.৫০ স্ট্রাইক রেটে সর্বোচ্চ ৩৯৪ রান করেছেন ফারহান। সর্বশেষ ম্যাচে করাচি কিংসের বিপক্ষে তার ৪১ বলে ৭৩ রানের ইনিংসে প্লে-অফ নিশ্চিত করে ইসলামাবাদ।
সাহিবজাদা ছাড়াও পাকিস্তান দলে ফিরেছেন ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলি, হুসাইন তালাত, মোহাম্মাদ ওয়াসিম, নাসিম শাহ ও সাইম আইয়ুব।
পিএসএলে ফখর জামান ৩৬৯ রান, হাসান আলি ১৫ উইকেট এবং অলরাউন্ডার ফাহিম আশরাফ ১৪ উইকেট নিয়ে দলে ফিরেছেন।
বাবর, রিজওয়ান এবং শাহিন ছাড়াও দলে জায়গা হয়নি উসমান খান, মোহাম্মদ আব্বাস এবং সুফিয়ান মুকিমের। সাদা বলের ক্রিকেটে পাকিস্তানের নতুন কোচ মাইক হেসন। বাংলাদেশ সিরিজের আগেই দলে যোগ দেবেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্রে জানা গিয়েছে, পাকিস্তান সুপার লীগের পারফরম্যান্স দেখে দল নির্বাচন করা হয়েছে। ২৫ মে পাকিস্তানের লাহোরে পৌঁছাবে বাংলাদেশ দল। সিরিজকে সামনে রেখে আগামী ২৬ ও ২৭ মে প্রস্তুতি নিবে টাইগাররা।
আইসিসির ভবিষ্যৎ সফর সূচি অনুযায়ী পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পরে ওয়ানডের পরিবর্তে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার সিদ্ধান্ত নেয় দু’দেশের ক্রিকেট বোর্ড।
কিন্তু ভারত ও পাকিস্তান সংঘাতের কারণে সিরিজটি শঙ্কার মুখে পড়ে। শঙ্কা কেটে গেলে দুবাইয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীনের মধ্যে বৈঠকের পর তিন ম্যাচের সিরিজ খেলার বিষয়টি চূড়ান্ত হয়।