জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার(২১-০৫- ২০২৫) মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে প্রথম দিনেই একটি নতুন জাতীয় রেকর্ড গড়েছে বিকেএসপির মাইশা আক্তার মিম। বালিকাদের ১৫-১৭ বছর বিভাগে ১০০ মিটার ফ্রি স্টাইলে এক মিনিট ০৭.৫৪ সেকেন্ডে নতুন এই রেকর্ড গড়েন তিনি। আগের রেকর্ডটি ছিল ২০১২ সালে আনসারের নাজমা খাতুনের। দিন শেষে পদক তালিকার শীর্ষে রয়েছে বিকেএসপি। ১৭ টি স্বর্ণ, সমান সংখ্যক রুপা ও সাতটি ব্রোঞ্জ জিতেছে বিকেএসপির সাঁতারুরা। এর আগে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন সুইমিং ফেডাশেনের সহ-সভাপতি মিজানুর রহমান মিয়া ভাই। এ সময় সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান শাহীন উপস্থিত ছিলেন।
বুধবার, ২১ মে ২০২৫
জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার(২১-০৫- ২০২৫) মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে প্রথম দিনেই একটি নতুন জাতীয় রেকর্ড গড়েছে বিকেএসপির মাইশা আক্তার মিম। বালিকাদের ১৫-১৭ বছর বিভাগে ১০০ মিটার ফ্রি স্টাইলে এক মিনিট ০৭.৫৪ সেকেন্ডে নতুন এই রেকর্ড গড়েন তিনি। আগের রেকর্ডটি ছিল ২০১২ সালে আনসারের নাজমা খাতুনের। দিন শেষে পদক তালিকার শীর্ষে রয়েছে বিকেএসপি। ১৭ টি স্বর্ণ, সমান সংখ্যক রুপা ও সাতটি ব্রোঞ্জ জিতেছে বিকেএসপির সাঁতারুরা। এর আগে সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন সুইমিং ফেডাশেনের সহ-সভাপতি মিজানুর রহমান মিয়া ভাই। এ সময় সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান শাহীন উপস্থিত ছিলেন।