বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দেশে প্রথমবার কোটি টাকার প্রাইজমানি নিয়ে শুরু হয়েছে বিডি মাসল শো বডিবিল্ডিং ও ফিটনেস চ্যাম্পিয়নশিপ। ফিটনেস ও বডিবিল্ডিং কমিউনিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় সেনাবাহিনী, বর্ডার গার্ড (বিজিবি), আনসার ভিডিপিসহ চার শতাধিক ক্লাব, সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের দেড় হাজার শরীরগঠনবিদ চার বিভাগে ১৩টি ইভেন্টে অংশ নেবেন।
বিভাগগুলো হলো মেন্স বডিবিল্ডিং, মেন্স ফিজিক, মেন্স ক্লাসিক ফিজিক, ডেনিম জিন্স মডেল ও ফিমেল ফিনেস মডেল। আর ইভেন্টগুলো হচ্ছে- শরীরগঠনে ৭ টি ওজন শ্রেণী, মেন্স ফিজিকে ৩টি, ক্ল্যাসিক ফিজিকে একটি ওপেন, ডেনিম জিন্সে একটি ওপেন ও ফিমেল ফিটনেস মডেল। এছাড়া বডিবিল্ডিং বিভাগের সেরা শরীরগঠনবিদ পাবেন ওভার অল চ্যাম্পিয়নের খেতাব। বডিবিল্ডিং ও ফিটনেসের মূল আয়োজনের সঙ্গে থাকছে বিভিন্ন ব্র্যান্ডের ফ্যাশন শো, লাইভ মিউজিক ও ফিটনেস এক্সপো। প্রতিযোগিতায় সেরা বডিবিল্ডারদের জন্য থাকছে একটি ব্র্যান্ড নিউ ১৫০০ সিসি প্রাইভেটকার এবং মোটরবাইক।
রোববার,(২৫ মে ২০২৫) বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অর্গানাইজিং কমিটির সদস্য নুরুল ইসলাম খান নাঈম। এ সময় নাজমুস সাকিব, রাকিবুল ইসলাম প্রিন্স, রফিকুল ইসলাম স্বপন, উইলিয়াম রিকি, সিকান্দার বাপ্পি ও ফেডারেশনের সাধারণ সম্পাদক ডা. কামরুজ্জামান। নাঈম বলেন, ‘বিডি মাসল শো হচ্ছে বাংলাদেশের বডিবিল্ডিং জগতের সবচেয়ে বড় উৎসব। এটি দেশের বডিবিল্ডিং এবং ফিটনেস কমিউনিটিকে আরও একধাপ এগিয়ে নিয়ে বিশ্ব দরবারে লাল-সবুজের বডিবিল্ডিংকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। দেশের ফিটনেস ও বডিবিল্ডিং কমিউনিটির পরিকল্পনা ও আয়োজেন এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।’
রোববার, ২৫ মে ২০২৫
বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দেশে প্রথমবার কোটি টাকার প্রাইজমানি নিয়ে শুরু হয়েছে বিডি মাসল শো বডিবিল্ডিং ও ফিটনেস চ্যাম্পিয়নশিপ। ফিটনেস ও বডিবিল্ডিং কমিউনিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী এই প্রতিযোগিতায় সেনাবাহিনী, বর্ডার গার্ড (বিজিবি), আনসার ভিডিপিসহ চার শতাধিক ক্লাব, সংস্থা ও বিশ্ববিদ্যালয়ের দেড় হাজার শরীরগঠনবিদ চার বিভাগে ১৩টি ইভেন্টে অংশ নেবেন।
বিভাগগুলো হলো মেন্স বডিবিল্ডিং, মেন্স ফিজিক, মেন্স ক্লাসিক ফিজিক, ডেনিম জিন্স মডেল ও ফিমেল ফিনেস মডেল। আর ইভেন্টগুলো হচ্ছে- শরীরগঠনে ৭ টি ওজন শ্রেণী, মেন্স ফিজিকে ৩টি, ক্ল্যাসিক ফিজিকে একটি ওপেন, ডেনিম জিন্সে একটি ওপেন ও ফিমেল ফিটনেস মডেল। এছাড়া বডিবিল্ডিং বিভাগের সেরা শরীরগঠনবিদ পাবেন ওভার অল চ্যাম্পিয়নের খেতাব। বডিবিল্ডিং ও ফিটনেসের মূল আয়োজনের সঙ্গে থাকছে বিভিন্ন ব্র্যান্ডের ফ্যাশন শো, লাইভ মিউজিক ও ফিটনেস এক্সপো। প্রতিযোগিতায় সেরা বডিবিল্ডারদের জন্য থাকছে একটি ব্র্যান্ড নিউ ১৫০০ সিসি প্রাইভেটকার এবং মোটরবাইক।
রোববার,(২৫ মে ২০২৫) বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অর্গানাইজিং কমিটির সদস্য নুরুল ইসলাম খান নাঈম। এ সময় নাজমুস সাকিব, রাকিবুল ইসলাম প্রিন্স, রফিকুল ইসলাম স্বপন, উইলিয়াম রিকি, সিকান্দার বাপ্পি ও ফেডারেশনের সাধারণ সম্পাদক ডা. কামরুজ্জামান। নাঈম বলেন, ‘বিডি মাসল শো হচ্ছে বাংলাদেশের বডিবিল্ডিং জগতের সবচেয়ে বড় উৎসব। এটি দেশের বডিবিল্ডিং এবং ফিটনেস কমিউনিটিকে আরও একধাপ এগিয়ে নিয়ে বিশ্ব দরবারে লাল-সবুজের বডিবিল্ডিংকে অন্য উচ্চতায় নিয়ে যাবে। দেশের ফিটনেস ও বডিবিল্ডিং কমিউনিটির পরিকল্পনা ও আয়োজেন এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।’