কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট সোমবার শুরু হচ্ছে। ৩২টি মিডিয়া হাউজ নিয়ে জাতীয় স্টেডিয়াম সংলগ্ন পল্টন মাঠে হবে এবারের সবগুলো ম্যাচ। টুর্নামেন্টের প্রথম দিন মাঠে নামবে ১৬টি দল।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বেলা এগারোটায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন।
প্রথম দিনের খেলা বৈশাখী-এসএ টিভি, একাত্তর-দেশ টিভি, যুগান্তর-মানবজমিন, কালবেলা-নিউজ ২৪, মাছরাঙা টিভি-প্রথম আলো, চ্যানেল আই-ইত্তেফাক, ঢাকা ট্রিবিউন- এটিএন নিউজ, রাইজিং বিডি-এটিএন বাংলা। খেলা শুরু সকাল ৮.৩০মি.।
রোববার, ২৫ মে ২০২৫
কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট সোমবার শুরু হচ্ছে। ৩২টি মিডিয়া হাউজ নিয়ে জাতীয় স্টেডিয়াম সংলগ্ন পল্টন মাঠে হবে এবারের সবগুলো ম্যাচ। টুর্নামেন্টের প্রথম দিন মাঠে নামবে ১৬টি দল।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল বেলা এগারোটায় প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করবেন।
প্রথম দিনের খেলা বৈশাখী-এসএ টিভি, একাত্তর-দেশ টিভি, যুগান্তর-মানবজমিন, কালবেলা-নিউজ ২৪, মাছরাঙা টিভি-প্রথম আলো, চ্যানেল আই-ইত্তেফাক, ঢাকা ট্রিবিউন- এটিএন নিউজ, রাইজিং বিডি-এটিএন বাংলা। খেলা শুরু সকাল ৮.৩০মি.।